আপনার স্মার্টফোন যখন পিসির নিয়ন্ত্রণকারী ! !

আসসালামুয়ালাইকুম , সবাইকে গভীরভাবে শুভেচ্ছা জানাচ্ছি , দীর্ঘদিনপর পর আজকের টিউটোরিয়াল লিখতে বসলাম ।পূর্বে যখন কোন কাজ করতাম সেটাই যে কোন ব্লগে পাবলিশ করতাম ! এখন শেয়ার করতে প্রচুর ইচ্ছা হয় কিন্তু তেমন সময় পাই না । তবুই চেষ্টা করব আগামীতে যাতে এরকম না হয় ।

                          সেই পুরানো কথা “কাজের কথায় আসি ”

আজ শিখব কিভাবে আমাদের স্মার্টফোনটি পিসির রিমোট হিসাবে ব্যাবহার করতে পারি ?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যা যা প্রয়োজন========================

১ একটি  আনড্রয়েড ফোন / উইন্ডোজ ফোন

২ একটি ল্যাপটপ (ডেস্কটপ হলে ব্লুটুথ কিট থাকতে হবে )

৩ Unified Remote নামক সফটওয়্যার ( Android os এর জন্য  apk প্যাকেজ এবং একটি Windows এর জন্য execution file (.exe)  )

ডাউনলোড  করুন  .apk  , .exe   (পোর্টেবলের জন্য এখানে  ডাউনলোড )

বর্তমানে ডেভেলপাররা অন্যান্য প্লাটফর্মের আপ্লিকেশন তৈরির জন্য কাজ করছেন ।

ব্যাস এগুলোই !

কার্যপ্রণালী =======================

Apk ফাইল টি ফোনে ইন্সটল করুন এরপর exe ফাইলটি উইন্ডোজে ইন্সটল করুন ।

এখানে windows software টি সার্ভার হিসাবে কাজ করবে ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ফোন থেকে সফটওয়্যারটি ওপেন করুন এরপর পিসি থেকে সার্ভারটি ওপেন করুন । ফোন এবং পিসি তে Bluetooth অন করুন । যদি পিসিতে আপনার ফোনটি blutooth pair করা না থাকে তাহলে pair করে নিন । দেখতে পাবেন ফোনে পিসি এর  bluetooth এর  নাম দেখতে পাবেন এটা সিলেক্ট করুন ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এখন আপনি ফোন দ্বারা আপনার পিসি নিয়ন্ত্রন করুন ! এটা আপনি বেশ দূর হতেও নিয়ন্ত্রন করতে পারবেন ।

যেসব সুবিধাগুলো পাবেন ==============  😉

১ বেসিক ইনপুট হিসাবে মাউস ও কিবোর্ড হিসাবে ব্যাবহার করা যায় ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

২ মিডিয়া প্লেয়ার কন্ট্রোল (windows media player ,windows media center, Vlc player , media monkey , bs player ,media player classic ,winamp  etc)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩ ব্রাউজার কন্ট্রোল (Google chrome , Firefox , Internet explorer, Opera  )

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৪ স্লাইড শো (ms power point slide , windows photo viewer, Picasa  etc)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৫ Youtube control

৬ windows 8 feature  control

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৭ windows taskbar control ,power control , display control

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এছাড়াও আরও বেশ কিছু সুবিধা রয়েছে !! (বিস্তারিত )   ব্যাবহার করেই দেখুন ।

[ বি দ্র : ১ এখানে কানেকশন মিডিয়া হিসাবে bluetooth ব্যাবহার করা হয়েছে আপনি এটা wifi ব্যাবহার করেও করতে পারবেন । ২ স্মার্টফোন হিসাবে Android Os ব্যাবহার করা হয়েছে । ]

সবাইকে ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য ,  সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন 😀

ফেসবুকে আমি

Level 0

আমি গোলাম মুক্তাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Assalamualikum o Rohmatullah :) This is Golam Muktadir .Interested In UI,Algorithm,Coreprogramming,TechBlogging, Freelancing and also teaching about that. leading simple life...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইন্টারনেট থাকলে যতদূর থেকে ইচ্ছা কন্ট্রোল করা যাবে টিম ভিউয়ার রিমোট অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে। 😀
বিস্তারিত জানতে দেখতে পারেন এখানে
http://bn.hasanjubair.com/?p=600

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ধন্যবাদ 🙂 তবে টিমভিউয়ার হচ্ছে ইন্টারনেট দ্বারা ব্যাবহারের জন্য , আমরা কথা বলছিলাম লোকাল নেটওয়ার্ক নিয়ে 😛

Level 0

KM Player কন্ট্রোল করা যাবে?

    @Raju: @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ধন্যবাদ 🙂 তবে টিমভিউয়ার হচ্ছে ইন্টারনেট দ্বারা ব্যাবহারের জন্য , আমরা কথা বলছিলাম লোকাল নেটওয়ার্ক নিয়ে 😛 @Raju: না ভাই , এটাতে এই সুবিধাটি নেই 🙁

Level 0

apk file ta kon version???ami 2.1.0 full version ta use kori…

অর্ণব ভাই অনেকদিন ধরেই এ ধরণের একটা কিছু খুজছিলাম। যা হোক অবশেষে পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুযোগ সুবিধা সম্বলিত এ রকম পেলে শেয়ার করবেন আশা করছি। যেমন ধরুন প্লে লিষ্ট সহ মিডিয়া প্লেয়ার। ইচ্ছেমত এ্যালবাম ব্রাউজিং করে গান শোনার সুযোগ ইত্যাদি..

    @ahmed.xakeer: ধন্যবাদ অবশ্যই চেষ্টা করব 🙂

salman-pc : bluetooth socket error…..retrying এই লেখা টা আসছে বার বার আমার মোবাইল এ। bluetooth connection ওকে আছে। os : windows 7 and jelly bean. এক টু সাহায্য করুন প্লিজ। আমি অনেক excited এটা নিয়ে