বাজার মাতাতে স্যামসাং এর নতুন ফ্লাগশীপ গ্যালাক্সি এস-৫

সকল জল্পনা-কল্পনা শেষে অবমুক্ত হলো স্যামসাং গ্যালাক্সি এস-৫। করিয়ান ইলেকট্রনিক্স জয়ান্ট গত সোমবার এই ঘোষণাটি দেয়। তাদের নতুন এই ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস-৫ স্মার্ট-ফোনটি প্রি-অর্ডার করে দীর্ঘমেয়াদী কিস্তিতে ক্রয় করা যাবে,আর ফোনটি হাতে পেতে অপেক্ষা করতে হবে এপ্রিল মাস পর্যন্ত। অপরদিকে এস-৫ গ্রাহকরা পাবেন “Galaxy Gifts” গ্যালাক্সি অ্যাপ্স এর বেশকিছু প্রিমিয়াম অ্যাপ একদম ফ্রী।

গতমাসের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের ঘোষণা অনুযায়ী এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫.১ইঞ্চি ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, হার্টরেট সেন্সর এবং অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৪ কিটকেট। এই ফোনটিতে কয়েকটি নতুন ফিচার যোগ হলেও খুব-বেশী পরিবর্তন দেখা যায়নি। তবে এর সেটিংসটিস অ্যান্ড্রয়েডের গতানুগতিক মেনুর পরিবর্তে সাব-মেনু ব্যবহার করা হয়েছে।

ভিডিও ফুটেজ: একপলকে স্যামসাং এর নতুন ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস-৫

পূর্বে প্রকাশিত এখানে:
ফেসবুকে অ্যান্ড্রয়েড বিষয়ক ফ্যানপেজ:

Level 0

আমি আর,কে রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অতিশয় এক সাধারণ মানুষ। কম্পিউটার & নিউ প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। বন্ধুদের হেল্প করতে পারলে ভালো লাগে। আমার সীমিত সঞ্চিত জ্ঞান বন্ধুনের সাথে সেয়ার করতে পছন্দ করি। দক্ষ ভিডিও এডিটর হতে চাই,নিজস্ব এ্যাডফার্ম স্থাপনের স্বপ্ন দেখি। বর্তমানে তৃ-মাত্রিক মিডিয়া নামক নিজস্য প্রতিষ্ঠানে কাজ করছি। দেশ & মাতৃভাষাকে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস