মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-১০] :: (A – Z) পাওয়ার সলোশন [বেসিক] মরা সেট জিন্দা কর।(না দেখলে পস্তাইবেন) মিস করবেন না ।

মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স

আসসালামু আলাইকুন আবার আপনাদের সামনে আমি হাজির হলাম মোবাইল ট্রেনিং এর ১০তম টিউন নিয়ে ।কথা না বাড়িয়ে চলুন  শুরু করি-

Power Solution

Any Mobile(basic)

  • সর্বপ্রথম ব্যাটারী চেক করব ।
  • ব্যাটারীতে ভোল্টেজ ও এম্পিয়ার আছে কি না চেক করব,যদি না থাকে তাহলে কুইক চার্জার দিয়ে চার্জ দিব ।
  • ময়লা বা মরিচা থাকলে থিনার বা সিরিজ পেপার দিয়ে  পরিস্কার করব ।
  • এরপর চেক করব ব্যাটারী কানেক্টর ।
  • ব্যাটারী কানেক্টরে যদি ময়লা বা মরিচা থাকে তাহলে সিরিজ পেপার দিয়ে ভালবাবে পরিস্কার করব ।
  • ব্যাটারীর সাথে কানেক্টরের সংযোগ পাই কিনা দেখেনিব,সেই সাথে মিটার দিয়ে ব্যাটারী কানেক্টরটি চেক করব ।যদি সেট ভাল থাকে তাহলে এক পাশে মান দেখাবে ।যদি উভয় পাশে মান দেখাই বা 0hm দেখাই তা হলে বুঝব সেটটি শর্ট আছে ।
  • যদি শর্ট পাওয়া যাই তাহলে সম্পুর্ন মাদার বোর্ডটি থিনার দিয়ে ভাল করে পরিস্কার করব এবং টেবিল ল্যাম্প দিয়ে ১ থেকে ২ ঘন্টা হিট দিব ।
  • এরপরও যদি শর্ট না যায় তাহলে ব্যাটারী ও চার্জার লাগানো অবস্থায় সেট অন করার চেস্টা করব ।
  • তারপর দেখব সেটের কোন অংশ গরম হয় কিনা । যেই খানে গরম হবে বুঝতে হবে শর্টটি সে খানেই ।এক্ষেত্রে ভালবাবে দেখতে হবে কোন পার্টসটি বা কোন আইসি টি গরম ।যে পার্টস বা আইসিটি গরম হবে বুঝতে হবে সেটির মাঝেই শর্ট ।সেইক্ষেত্রে ঐ পার্টস বা আইসিটি উঠিয়ে ফেলতে হবে,এবং পরিস্কার করে আবার লাগাব ।অতঃপর সেট শর্ট আছে কি না দেখব ।যদি সেট শর্ট থাকে তাহলে ঐ পার্টস বা আইসিটি পরিবর্তন করব ।

বিঃদ্রঃ সেট খোলা, ফিটিং ও সকল কাজ নিজ দায়িত্তে করবেন ।কোন ক্ষতি হলে লেখক কোন ভাবে দায়ি থাকবেনা ।

ফেইসবুকে আমি

যে কোন সমস্যা বা কোন প্রশ্ন থাকলে এখানে (ফেইসবুক গ্রুপে) করতে পারেন ।

Level 0

আমি Md.Ishaq Mia। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

    @রমিজুল ইসলাম: ধন্যবাদ আপনাকে

dhonnobad

    @Technology Pagol: ধন্যবাদ আপনাকে

amra to vuji na screenshot diya bujan pls

    @সারোয়ার হোসেন: একটু ভাল করে চেস্টা করুন অবশ্যই বুঝবেন ।ধন্যবাদ আপনাকে

মোবাইল সার্ভিসিং এর পাশাপাশি মোবাইল ফ্লাশ কিভাবে করতে হয় তা নিয়ে টিউন করলে আমাদের আমাদের উপকার হত। @ ধন্যবাদ

    @হোছাইন আহম্মদ: ধন্যবাদ আপনাকে।মোবাইল ফ্লাশ নিয়েও টিউন হবে ।অপেক্ষা করুন পেয়ে যাবেন ।আবার ধন্যবাদ আপনাকে

Level 2

মোবাইল নিয়ে যদিও অভিজ্ঞতা নাই। কিন্তু পোস্টটি চমৎকার মনে হয়েছে। ধন্যবাদ ইসহাক ভাই।

    কামরুল ভাই আপনাকে ধন্যবাদ ।

Level 0

আমার Nokia C5-00 এর 7, 8 & 9 Key কাজ করছে না, এর solution কি ? @ Md.Ishaq Mia

    @anis903: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ । কিপেড আইসি চেঞ্জ করে দেখুন হবে আশা করি ।

      Level 0

      @Md.Ishaq Mia: ভাই এর logic change করলে কি কাজ হবে ?

Level 0

খুব সুন্দর চালিয়ে যান। স্কিনশর্ট দিলে আরও ভাল হবে।

    @suchana: ধন্যবাদ আপনাকে

Level 0

donnobad

ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ ৷ হোছাইন ভাই যে বিষয়ে বলছে,এ বিষয়ে আমিও একমত পোষন করছি ৷

একটি উপকার করবেন ভাই।
আমার বাড়ি কারেন্ট নেই আমি ব্যাটারি দিয়ে মোবাইল চার্য দেয় ব্যাটারী থেকে কারেন্ট। কিন্তু আমার এ পর্যন্ত অনেক ব্যাটারি নষ্ট হয়েছে। একটা দামি মোবাইল কিনেছি ৯০০০ টাকার আমি চাচ্ছিনা এর ব্যাটারীটাও নষ্ট হোক আমি চাচ্ছি ১২ ভোল্ট ব্যাটারী দিয়ে সরাসরি মোবাইলটা চালাব আর মোবাইলের ব্যাটারীটা খুলে রাখব । আমার মোবাইলে প্রচুর নেট ব্যাবহার করি । আছে কোন সমাধান ।

দুঃখিত ভাই এমন কোন সমাধান আমার জানা নেই ।ধন্যবাদ আপনার কমেন্টের জন্য

Level 0

ভাই যদি দু একটা ভিডিও টিউটোরিয়াল শেয়ার করতেন……… তবে আজীবন কৃতজ্ঞ থাকব……

আপনি বলেছেন সকল কাজ নিজ দায়িত্বে করার জন্য।কোন প্রকার ক্ষতি হলে লেখক কোন ভাবে দায়ী থাকবেনা । আমি বলি কি শুনুন মশাই, যদি কোন প্রকার বিপত্তি ঘটে তাহার জন্য যদি আপনি স্বইচ্ছায় রাজী থাকুন তবে আমার দ্বারা অগ্রসর হইবার সম্ভাবনা রয়েছে। নতুবা নয।

    জ্বি মহাশয় ,আপনি এক পায়ে রাজি আছি আপনার জন্য।নিজ দায়িত্ব্যে নস্ট করে নিয়ে আসুন ,তবে সেটা আপনার মোবাইল হতে হবে

খানিকটা হাসালেন ভাইয়া।