রমজানে (সাহ্‌রী এবং ইফ্‌তারের) এসএমএস এলার্ট

রমজান মাসে সাহ্‌রী এবং ইফ্‌তারের জন্য গুগল ক্যালেন্ডার চালু করেছে বিডি ক্যালেন্ডার। ফলে সাহ্‌রী এবং ইফ্‌তারের সময় বা নির্দিষ্ট সময় আগে মোবাইলের জন্য এসএমএস এলার্ট চালু করা যাবে। এজন্য গুগলে একাউন্ট থাকতে হবে। বিনামুল্যে এই সেবা পাওয়া যাবে http://bdcalendar.blogspot.com/2010/08/ramadan.html সাইট থেকে। এসএমএস এলার্ট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে Get Free SMS Alert বাটনে ক্লিক করলে।

প্রথম প্রকাশ: http://www.shamokaldarpon.com/?p=2258

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মেহেদী আকরাম ভাই, কেথা থেকে এস অভুত কালেকশন করেন,ধন্যবাদ………….।

Level 0

ধন্যবাদ মেহেদি ভাই

ভাল জিনিস দিসেন ভাই ।

মেহেদি ভাই, আপনি যেভাবে ফুটবল খেলার সময় আমাদের আপডেট রেখেছেন ঠিক সেই পদ্ধতিতে এই এলার্ট কাজ করে তা বুঝতে পারছি।

আপনি প্লিজ আমাদের এই নিয়মটা শিখান যে কিভাবে এগুলো সেট করতে হয় কিভাবে আপনি ফুটবলের সময় গুগল ক্যালেন্ডারের লেটেস্ট আপডেট ঠিক রেখেছেন।

তাহলে যাদের নিজেদের সাইট আছে, তারা তাদের সাইটে একটা জিনিস লাগাতে পারবে যেমন “এই সাইটে নতুন কোন পোস্ট এলে এসএমএস এর মাধ্যমে আপনাকে এলার্ট করা হবে।আর এই এলার্টটি পেতে গুগল ক্যালেন্ডারটি আপনার জিমেইল একাউন্টে লাগিয়ে নিন।”

    হুমম তাহলে অনেক উপকার হবে।

    তাহলে যাদের নিজেদের সাইট আছে, তারা তাদের সাইটে একটা জিনিস লাগাতে পারবে যেমন “এই সাইটে নতুন কোন পোস্ট এলে এসএমএস এর মাধ্যমে আপনাকে এলার্ট করা হবে।আর এই এলার্টটি পেতে গুগল ক্যালেন্ডারটি আপনার জিমেইল একাউন্টে লাগিয়ে নিন।”

    এই ক্ষেত্রে উপকার হবে, আশা করি । দেখা যাক কি হয়, একটা টেস্ট ট্রান্সমিশন হিসেবে নেয়া যায়।

    এই লিংকে যান। বিস্তারিত আছে। তারপর গুগল ক্যালেন্ডার-এ গিয়ে সেটিংস মন দিয়ে দেখলে সব বুঝতে পারবেন।
    http://www.shamokaldarpon.com/?p=1527

    অতিরিক্ত এক জন @
    ধন্যবাদ আপনাকে।

    http://www.shamokaldarpon.com/?p=1527
    http://www.shamokaldarpon.com/?p=2258
    দেখুন। সমস্যা হলে উক্ত পোষ্টেই মন্তব্য করুন।

খুবই দরকারি একটি তথ্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

রিংটোন হিসেবে বড় কোন টোন দিয়ে রাখলে সেহরির সময় কারো ডাকতে হবে না।

Hm valo ei holo.

অনেক ধন্যবাদ ধন্যবাদ রয়েল ভাই।

খুবেই সুন্দর হয়েছে মেহেদী আকরাম ভাই।

very nice tune,thanx

এর আগেও আপনি আমাদের ফুটবল বিশবকাপের এসএমএস এলার্ট দিয়ে সাহায্য করেছেন আর এখনো সেহ্রি আর ইফতারের এসএমএস এলার্ট দিয়ে !! ধন্যবাদ আপনাকে ।
আমার ক্যলেন্ডারে যোগ করলাম!!!

Thanks

হায়রে কপাল, সন্ধ্যা থেকে ক্যালেন্ডার বানানোর কাজ করছিলাম । মাত্র ৭ দিনেরটা ইনপুট করেছি । আপনি আগেই দিয়ে দিলেন 🙁

ফুটবল এলার্টের জন্য অসংখ্য ধন্যবাদ ।

ধন্যবাদ ভাই।

ভাই সুন্দর জিনিস। তবে বাংলাদেশের বাংলাদেশীদের জন্য।
আমরা যারা বাইরে আছি তাদের জন্য……….???

    Level 0

    ধন্যবাদ দেশান্তরী ভাইকে, আমার কথাটা আপনি বলেছেন। মাহেদী ভাইয়ের কাছে আমিও এই কথাটা জানতে চাইতাম। মাহেদী ভাইকেও ধন্যবাদ, দেশের সবার কাজেত লাগছে।

    আসলে এক এক দেশের জন্য একএক সময়ে সাহরী এবং ইফতারের সময়।
    তবে কেউ যদি নিজে থেকে করতে চাই তাহলে আমি তাকে সাহায্য করতে পারি। বিষয়টা খুবই সহজ। ক্যালন্ডোর কপি পেষ্ট করা যায়।

Level 0

Ami kivabe calendar setup korbo parsi na .help me

Level 0

Thanks