দারুন একটি চ্যাটিং সফটয়্যার! ব্যতিক্রমধর্মী অবশ্যই, সাথে ঈদের বোনাসও !

দারুন একটি চ্যাটিং সফটয়্যার! ব্যতিক্রমধর্মী অবশ্যই, সাথে ঈদের বোনাসও !


আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই?

আশা করি ভালোই আছেন সবাই

(লোডশেডিং প্লাস যানজট নিয়ে আর ভালো থাকা ??? ) 😉

যাই হোক, আজাইরা প্যচাল না পেরে এবার আসল কথায় আসি,

আপনারা সবাই কম-বেশি চ্যাট করেছেন, আজকে একটু অন্যভাবে চ্যাট করেন, ফ্রিতে অবশ্যই!

এই চ্যাট করবেন ব্লু-টুথের মাধ্যমে দু-টি ফোন দিয়ে, এখানে অবশ্য মাল্টি-চ্যাট অপশনও আছে, 🙂

এই আপ্লিকেশনটির নাম হলো Chat 2u প্রথমে এইখান থেকে ফাইলটি ডাউনলোড করুন,

তারপর ওই ফাইলটিকে আপনার দুটি ফোনের মেমোরিতে সেভ করে নিন,

এরপর প্রোগ্রামটি রান করুন, এরপর একটি পেজ আসবে সেখানে আপনি username অপশনে যে কোনো একটি নাম দিন এবং pick an icon -এ যে কোনো একটি icon সিলেক্ট করুন ।

ব্যস আপনার কাজ অনেকটা শেষ হয়ে গেলো ।

এই এপ্লিকেশনটি অবশ্য ফোনের ব্লু-টিথ অন করতে আপনার অনুমতি চাইবে, আনুমতি দিন।

এরপর ডিভাইস সার্চ দিয়ে অন্য ফোনটি পাওয়া গেলে কানেক্ট করুন, এখন আপনার চ্যাট শুরু করতে পারেন । 😀

এই এপ্লিকেশনটি প্রায় সব জাভাফোনে কাজ করে । ব্যাক্তিগতভাবে আমি নোকিয়া ২৭০০,  ৩১০০c  এবং সনি এরিকসন P900 ইত্যাদি ফোনে ট্রাই করেছি । আশা করি আপনিও চ্যাট করতে পারবেন ।

ঈদের বোনাস

আমার প্রিয় একটি ভিডিও গেমসের মোবাইল সংস্করন । এটি হলো “Metal Slug 4” ।

আপনারা আনেকেই গেমসটি খেলে থাকতে পারেন । এটি ডাউনলোড করুন এইখান থেকে

মজা পাবেন আশা করি ।

সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ টিউনটি পড়ার জন্য । আশা করি পরের টিউনে আবার কথা হবে ।

ভালো থাকবেন । সুস্থ থাকবেন । আল্লাহ হাফিজ ।


Level 3

আমি তানভির আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 142 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Interesting!!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লিখেছেন। আপনি এরকম লেখা আরো দিন টেকটিউন্সে ভাল লাগবে। থ্যাঙ্কস এ লট

    আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মতামত দেয়ার জন্য।

Level 0

জোসস্‌ তো গেমটার প্রকৃতি বললে সুবিধা হত।

গেমগুলা কি নকিয়া ৩১১০সি সেটে চলবে?

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.

    হ্যা ভাই ৩১১০ এও চলবে । আপনাকেও ধন্যবাদ মতামত দেয়ার জন্য।