গানের জন্য ID3 ট্যাগ –মিউজিকপ্রেমীদের জন্য একটি মোটামুটি কাজে লাগার মত টিউন হলেও হতে পারে

আজকাল আমরা গান শোনার জন্য কত কিই না ব্যবহার করি। iPod, mp3 player ইত্যাদির পাশাপাশি বোধ করি, গান শোনার জন্য মোবাইল ফোনকেই আমরা ব্যবহার করতে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। মোবাইল ফোনে গান শোনার ব্যাপারটা এতই জনপ্রিয় যে, আমরা একটি সেট কেনার সময় এর ভেতরের মালটিমিডিয়া ফিচারগুলোকে অনেকাংশেই প্রাধান্য দিয়ে থাকি। আর আজকাল কম খরচে বেশি মেমরীর মেমরী কার্ডের সুবাদে আমরা আমাদের মোবাইল ফোনে কয়েক’শ গান লোড করে ফেলতে পারি সহজেই।

তবে অসুবিধাটা অন্য জায়গায়। আমার সাথে অনেকেই হয়তো একমত হবেন যে, আপনার মোবাইল ফোনে যদি এরকম অনেক গান থেকে থাকে, তাহলে এদের মধ্য থেকে, ঠিক সময়ে পছন্দের গানটি খুঁজে বের করে তা চালানো অনেক সময় বেশ সময় ও কষ্টসাপেক্ষ হয়ে পড়ে। আর এই কষ্ট থেকে আপনাকে মুক্তি দেবার জন্যই কিন্তু মোবাইল ফোনের মিউজিক প্লেয়ারের বিভিন্ন মেনু রয়েছে।

যে কোন মোবাইলে মিউজিক প্লেয়ারে গানকে বেছে প্লে করার জন্য সাধারণতঃ যে মেনুগুলো থাকে তা হলঃ Artists (শিল্পী), Tracks (গানের শিরোনাম), Genre (গানের ধাঁচ/প্রকার), Albums (এলবাম), Composers (সুরকার/গীতিকার/নির্মাতা) ইত্যাদি। এছাড়াও, Playlist নামক মেনুটি আপনার পছন্দমত গানের তালিকা তৈরি করার একটা সুযোগ দেয়।

এই মেনু ব্যবহারের একটা উদাহরণ দেই। ধরুন, আপনার মোবাইলে একজন শিল্পীর বিভিন্ন ৫টি এলবামের গান আছে, তার মধ্যে কয়েকটা গান রোমানটিক, কিছু গান ফোক আর কিছু গান দেশাত্মবোধক ধাঁচের। এই মুহূর্তে আপনি সেই শিল্পীর ফোক জাতীয় গানগুলো শুনতে চাচ্ছেন। স্বভাবতই আপনি গানের শিরোনাম দেখে গানগুলো বের করার চেষ্টা করবেন। কিন্তু ওই শিল্পীর গানগুলো যদি, গানের প্রকার (এই ক্ষেত্রে ‘ফোক’) অনুযায়ী বিন্যস্ত থাকে তাহলে খুঁজে বের করা অনেক সুবিধা হবে – নয় কি?

এই কাজটিই করা সম্ভব ID3 Tag এর মাধ্যমে। ID3 Tag হল mp3 ফরম্যাটের ফাইল ইনফর্মেশন যেখানে পূর্বে উল্লেখিত তথ্যগুলো লিপিবদ্ধ থাকে। আর এই ID3 Tag কে ভিত্তি করেই মোবাইল ফোন বা এধরনের মিউজিক প্লেয়ারের মেনুতে ফাইলগুলো sorted বা বিন্যস্ত হয়ে থাকে।

এখন আসুন জেনে নেই কি করে আমরা ID3 Tag লিখব। খেয়াল করে দেখবেন অনেক মিউজিক/গানের ফাইল এরকম নাম হয়ে থাকেঃ ‘Topu & Anila – Nupur II.mp3’। শিরোনাম দেখে বোঝা যাচ্ছে Nupur II নামের mp3 ফাইলটির শিল্পী Topu & Anila। কিন্তু বাস্তবে, এর যদি কোন ID3 Tag না থাকে তাহলে আপনার মোবাইলের মিউজিক প্লেয়ার মেনুর Artist থেকে Topu & Anila নির্বাচন করতে পারবেন না।

আমাদের অনেক ডাউনলোড/সংগ্রহ করা mp3 ফাইলে ID3 Tag ঠিক থাকে না। যার কারনেও একই অসুবিধায় পড়তে হয়। এই অসুবিধা দূর করতে ব্যবহার করুন ছোট্ট একটি সফটওয়্যার যার নাম Stamp ID3 Tag Editor। এর এক্সপ্লোরার স্টাইলের ইন্টারফেস থেকে আপনার গানগুলো যেখানে আছে সেখানে যান আর এক এক করে ফাইল সিলেক্ট করে এর বিভিন্ন তথ্যগুলো পূরণ করে দিন। তথ্য পূরণ করার পরে Stamp নামের বাটনটি চাপুন – ব্যাস হয়ে গেল গানের তথ্য সংরক্ষণ। এরপর যেখানেই আপনি এই ফাইলটি কপি করবেন, এই তথ্যগুলো ফাইলের সাথে কপি হয়ে যাবে।

ID3 Tag এর বিভিন্ন ফিল্ডগুলো হলঃ Title (গানের শিরোনাম), Artist (শিল্পী), Album(এলবাম) Track Number(গানের ক্রমিক নং), Disk Number (ডিসক নং), Genre (কোন ধাঁচের গান), Category (??), Composer(নির্মাতা/গীতিকার), Comment/Description(মন্তব্য/বর্ণনা), Album Art(এলবাম বা শিল্পীর ছবি), Date/Year(প্রকাশের তারিখ/বছর), Producer(প্রযোজক), Copyright(সত্ত্ব) ইত্যাদি।

Stamp ID3 Tag Editor ডাউনলোড করুন এখান থেকে।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1054 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হয়েছে । ধন্যবাদ ।

ভাল

ডউনলোড দিলাম।

অনেক ধন্যবাদ,

এটা কি মোবাইল সফ্টওয়ার?

    না ভাই, এটা মোবাইল সফটওয়্যার না – পিসি সফটওয়্যার, তবে মোবাইলে গান শোনাকে আরও সহজ করার জন্য এটা ব্যবহার করা যেতে পারি।

Level 0

আমি এটা অনেক দিন যাবত ব্যবহার করসি।আবার ও download দিলাম।ধন্যবাদ।

ভাই NOKIA N5 মোবাইলে গান এর পাশাপাশি লিরিক দেখার কোন সফঃ আছে ? থাকলে দয়া করে জানান । ধন্যবাদ.

নকিয়া ৫৮০০ মডেল সেটে লিরিক্স সাপোর্ট করে। অবশ্য মোবাইলের ফার্ম ওয়ার আপডেট করে নিতে হবে( *#0000# তারপর option এ Click করে check for updates এ click করুন। আর update করুন) । তারপর মিউজিক প্লেয়ার আপডেট করুন( menu> application> sw update> update music player) । তো হয়ে গেলো… দেখুন ম্যাজিক।। গানের সাথে সাথে ভেসে আসছে গানের লিরিক্স… ঠিক যেনো র‌্যাঙ্কস এর ক্রাওকে প্লেয়ার… আমি নিজে এই সুবিধা পাচ্ছি আমার nokia 5800 navigation edition মোবাইলে। না পারলে কল করতে ভুল করবেন না। +88 01710771195

Level 0

ভাই এমন কুন জেতা দিয়ে ছবি অ্যাড করা জাই গানের সাথে, এবং সহজে কেউ অয় ছবি পরিবরতন করতে পারবে না? থাকলে প্লিয জানাবেন। ধন্নবাদ।