নিদির্ষ্ট দিনের নিদির্ষ্ট সময়ে অটো পৌছে যাবে আপনার SMS!!!

নেট হাতের কাছে পেয়েই টিউন করা শুরু করলাম। আজকে আপনাদের আরেকটি সফ্ট সম্পর্কে বিস্তারিত বলব।যদিও আমি জানি যে এই সফ্ট নিয়ে টিউন করার কোনো মানে নেই। তবুও টিউন করতে ইচ্ছা হওয়াতে হাতের কাছেই এই সফ্টটা পড়াতে এটা নিয়েই লিখছি। তাহলে শুরু করা যাক। সফ্টটার নাম SMS TIMER.

সফ্টটার নাম শুনে এবং শিরোনামটি দেখে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন সফ্টটার কাজ কি! তাই না?? ঠিক আছে তাহলে আমি সফ্টটার কার্যকারিতা সম্পর্কে না বলে কিভাবে কাজ করতে হয় তা ছবি সহ আলোচনা করি।

প্রথমে ক্লিক করে ডাউনলোড করে নিন। এবার আপনারা সফ্টটাকে আপনার মোবাইলে ইন্সটল করে নিন। এবার সফ্টটা ওপেন করুন।

125.jpg 220.jpg

এবার Select চেপে Send Sms এ ক্লিক করুন।

317.jpg

এখন আপনার মোবাইলের সকল কন্টাক্টগুলো দেখাবে।

414.jpg

এবার আপনি যে মো্বাইলে এসএমএস পাঠাতে চান সেই কন্টাক্ট সিলেক্ট করুন।

513.jpg

ক্লিক করা মাত্র দেখবেন কন্টাক্ট নেমের পাশে Mark চিহ্ন উঠবে। এভাবে আপনি আনেকগুলো কন্টাক্টকে একই মেসেজ খুব সহজেই পাঠাতে পারবেন। আমি এই একটা কন্টাক্টকেই এসএমএস পাঠাতে চাই তাই একটা সিলেক্ট করেই Ok চাপলাম।

610.jpg

এবার মেসেজ লেখার বক্স আসবে।

710.jpg

আপনার মেসেজ এখানে লিখবেন।

85.jpg

তারপর Select থেকে Ok চাপুন।

96.jpg

এখন আপনার মেসেজ কোন তারিখে যাবে তা নির্বাচন করুন।

102.jpg

তারপর সেই তারিখে কখন পাঠানো হবে তা নির্বাচন করুন।

1110.jpg 126.jpg

এখন Ok চাপলেই কাজ শেষ।

133.jpg

এখন সফ্টটা Exit করে ফেলুন। নির্ধারিত তারিখ ও সময়ে ঠিকই এসএমএস চলে যাবে।

এখন হঠাৎ আপনার ইচ্ছা হল, আপনি এসএমএস টি পাঠাবেন না। কিন্তু কিভাবে Cancel করবেন তা জানেন না। তাই আমি এটাও বলে দিচ্ছি।
প্রথমে আপনার Messeging ওপেন করুন।

143.jpg

এবার Outbox এ যান।

153.jpg

দেখবেন আপনার মেসেজটা দেখেচ্ছে।

164.jpg

এবার আপনার মোবাইলের C বাটন চাপুন অথবা Option থেকে Delete চাপুন

173.jpg

এবার Yes চাপুন।

183.jpg

দেখবেন আপনার এসএমএস টি Delete হয়ে গেছে।

সফ্টটা নিয়ে এত কিছু লেখার দরকার ছিল না তাও বললাম আপনাদের সুবিধার্থে। এই সফ্টটা আমার যে কি উপকার করে তা আমি বলে বুঝাতে পারবো না! আমি একটু মনভোলা প্রকৃতির। কারো জন্মদিন আমার মনে থাকে না। আর মনে থাকলেও রাত 12 টা পর্যন্ত মোবাইল হাতে নিয়ে এসএমএস পাঠাবার জন্য অপেক্ষা করা আমার মোটেই পছন্দের নয়। তাই আমি আমার মোবাইলের Calander এ সবার জন্মদিন Save করে রাখি। এবং এলার্ম দিয়ে রাখি দুইদিন আগের তারিখে। এলার্ম পাওয়া মাত্র আমি এই সফ্টওয়্যার ব্যবহার করে একটি জন্মদিনের এসএমএস সেন্ড করে রাখি জন্মদিনের রাত 00:01 সেকেন্ডে। ব্যস এসএমএস চলে যায় আর আমি হই ঐ দিনের প্রথম Wisher!!! এভাবে আপনিও যেকোনো Special Event এর 1st Wisher হতে পারেন!!

লেখাটা আপনার কাজে আসলে কমেন্ট করবেন। আর যদি ভাল না লাগে তাহলে আমাকে জানাবেন।

আপনাদের আমি বলেছি যে আমার ইন্টারনেটের(Gp Internet) মেয়াদ শেষ। আর আমি তা Renew করছি না(পরীক্ষার কারনে)। তাই আমার পক্ষে প্রতিদিন টিউন করা সম্ভব হচ্ছে না। আপনারা Symbian অথবা Java সেটের সফ্টওয়্যারগত সমস্যায় আমাকে জানাতে পারেন।নাম্বার- 01911248300(Recently Changed). কোনো সফ্ট খুজে না পেলে আমাকে জানাবেন আমি চেষ্টা করে দেখবো আপনার ঐ সফ্ট খুজে পাওয়া যায় কিনা!

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bahhhhhh. nice akta tune. thank you baiyya. he hehe heeeeeeeeeeeeeeeeee

ধন্যবাদ।কাজে আসবে।

jotil hoise boss

Level 0

ফয়সল ভাই দারুন টিউন বরাবরের মতো চুপিসারে আপনার টিউন পরলাম কিন্তু এবার একটা মন্তব্য না দিয়ে পারলাম না । “ধন্যবাদ” । ( ভাই ms word &অফিস EXCEL MOBILE এ use করার একটা টিউন করেন আমি গুছিয়ে লিখতে পারি না তাই টিউন করতে পারলাম না টিউন টা আপনার কাছ থেকে পাইলে ভাল হইত।)

Level 0

sms viurs nia kichu likhte parben?????

ধন্যবাদ ভাই খুব কাজের একটি টিউন দিলেন।আপনার সাহায্য করার মানসিকতার জন্য আবারো ধন্যবাদ।আসল কথা ডাউনলোড করতে পারলাম না প্রাইভেট লিংক বলে একটু দেখবেন।