নতুন Samsung Galaxy S8 এবং S8 Plus এ কি থাকছে দেখে নিন

কি খবর আপনাদের সবার ? আশা করি ভালই আছেন। আজকে আমি যেই জিনিসটি নিয়ে বলবো সেটি হলোএর আগের স্যামসাঙ গালাক্সি এস ৮ এবং এস৮ প্লাস। আমাদের সবার ই ভাল একটা স্মার্টফোন এর শখ আছে। আর তাদের মদ্ধে অন্যতম হলো Samsung Galaxy S সিরিজ। এই সিরিজ এর ফোনগুলো হল স্যামসাঙ এর ফ্লাগশিপ।

অর্থাৎ সবচেয়ে ভাল যে ফিচারগুল তা এই সিরিজ এর মোবাইলগুলোতেই পাওয়া যাবে। এর আগের স্যামসাঙ গালাক্সি এস ৭ এবং এস৭ এজ দেখতে অনেক সুন্দর ছিল তেমন পারফরমেন্স এও ছিল আইফোন ৭ থেকে কয়েক ধাপ এগিয়ে। তাই এইবারের স্যামসাঙ গালাক্সি এস৮ এবং এস৮ প্লাস আমাদের হয়ত আশা হত করবে না।

কি থাকছে এবারের স্যামসাঙ গালাক্সি এস৮ এবং এস৮ প্লাস এ?

এস৮ এবং এস৮ প্লাস এ থাক্সে স্নাপড্রাগন ৮৩৫ এবং ৪ জিবি রাম। এস৮ এর ডিসপ্লে সাইজ ৫.৮ ইঞ্চি এবং এস৮ প্লাস এর ডিসপ্লে সাইজ ৬.২ ইঞ্চি। দুইটারই রেসুলিউশন ২৯৬০*১৪৪০, এর সাথে ৮ মেজাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আর ১২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। স্যামসাঙ এর এই নতুন দুইটি ফোন সম্পর্কে আর জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন।

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় আশরাফুল ফিরোজ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার মোবাইল নাম্বারটি দিয়ে আমাদের সাহায্য করবেন আশা করছি। আমাদের ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।