!!যেকোনো সফ্টওয়্যারের নাম পাল্টে ফেলুন!! তৈরী করুন নিজের নামের/যেকোনো নামের সফ্টওয়্যার!!!

কি ভাইয়েরা অবাক হয়ে গেলেন?? হওয়ারই কথা। এই কাজ করতে পারলে আপনি আপনার যেকোনো বন্ধুকে বোকা বানাতে পারবেন। আপনি আপনার বণ্ধুকে বলতে পারবেন দেখ আমি কি সফ্টওয়্যার বানিয়েছি!!(আসলে সফ্টটা তৈরী অন্য কোনো প্রোগরামারের হাতে)। তারপর আপনার নামের ঐ সফ্টটাকে আপনার বন্ধুকে দিয়ে দিন। ঐ বন্ধু তখন সবাইকে দেখিয়ে বলবে, দেখ!! আমার এক বন্ধুনা মোবাইলের সফ্ট বানাতে পারে। হা হা। দারুন না!!

তো আসুন শুরু করা যাক।সফ্টটার নাম RenameR। প্রথমে ক্লিক করে ডাউনলোড করে নিন। এবার সফ্টটাকে আপনি আপনার সিমবিয়ান মোবাইলে ইন্সটল করে নিন।

এবার RenameR সফ্টটা ওপেন করুন।

130.jpg

ওপেন করা মাত্র দেখবেন আপনার মোবাইলে ইন্সটল করা সকল সফ্ট এর নাম প্রদর্শিত হচ্ছে।

225.jpg

এখন আপনি কোন সফ্টটার নাম পরিবর্তন করতে চান তা নির্বাচন করুন। আমি FExplorer সফ্টটার নাম পরিবর্তন করতে চাই।

321.jpg

এবার আমি FExplorer এর উপর এসে Option থেকে Rename থেকে in menu সিলেক্ট করলাম।

418.jpg 517.jpg

এবার Name in Menu তে যেকোনো নাম দিন। আমি আমার নাম দিলাম। Name in Programme এও একই নাম দিন।

614.jpg 713.jpg

এবার Ok চাপুন। এখন আপনাকে 9 সেকেন্ড অপেক্ষা করতে বলবে। 9 সেকেন্ড পর দেখবেন সফ্টার নাম পরিবর্তন হয়ে গেছে!!

88.jpg 99.jpg 104.jpg

দেখুন আমার Fexplorer এর নাম পরিবর্তন হয়ে Faisal নাম হয়ে গেছে।

1111.jpg

এবার মজা করা শুরু করুন। এটা সিস সফ্ট হওয়ায় সিস সাপোর্টেড সেট ছাড়া এই কাজ করা যাবে না।

আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই লেখাটা লিখি নি। আশা করছি আপনারাও কোনো খারাপ উদ্দেশ্যে এটা ব্যবহার করবেন না। কেবলই মজা করবেন। FExplorer এর মত এত নামিদামি একটা সফ্ট আমার নামে পরিনত করা কিন্তু চারটিখানি কথা না। যারা এর মর্ম বুঝবেন তারাই কেবল এটা করে মজা পাবেন।

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফয়সল ভাই, আপনি দেখছি নিজেকে সিমবিয়ান মোবাইল সফ্টওয়্যারের বস বানিয়ে ফেলবেন।

Level 0

মজার, কিন্তু ভাই আমার সেটে সিস সাপোর্ট দেয় না, যদি কোন জাভা থাকে তাহলে ভালো হয়

ফয়সাল ভাই নোকিয়ার মোবাইল, সিমবিয়ান সেট, সিমবিয়ান সফট এর বাইরেও প্রযুক্তির এক বিশাল দুনিয়া আছে সেদিকেও একটু নজর দিন। নাহলে একসময় একঘেয়েমি চলে আসবে। আর আমার মনে হয় আপনি অনেক মেধাবী আর যে মেধা মোবাইল এর পেছনে ঢালছেন তা যদি তা যদি প্রোগ্রামিং, ইলেকট্রিক ইলেকট্রনিক্স, নেটওয়ার্কিং সহ প্রযুক্তির বিভিন্ন সৃজনশীল জায়গায় ব্যায় করেন তাহলে আমার মনে হয আপনার কাছ থেকে আমরা অনেক ভাল কিছু পেতে পারি।

আপনার উপদেশের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আপনাকে এতটুকু বলে রাখি যে আমার মোবাইল এবং কম্পিউটার ছাড়া আর কোনো কাজের প্রতি ইন্টারেষ্ট নাই। আপনি যা ভাবার ভেবে নিতে পারেন। আমি যা জানি তা আমি লিখবই। আর আমার জানার অধিকাংশ জিনিসই মোবাইলকে ঘিরে। আশা করি বুঝতে পেরেছেন।

আমি যে বিষয় নিয়ে বলেছি তা সবই কম্পিউটার রিলেটেড। আর একই রকম টিউন বারবার হচ্ছে তাই বললাম। আর একেকটা সিমবিয়ান সফটওয়্যার এর পরিচয় দেয়া এটা তো জানার মধ্যে পড়ে না।

Level 0

ফয়সল ভাই আপনার দেওয়া সফ্টওয়্যার গুলি একটাও চলে না। pls s60v3(sisx) নিয়ে কিছু লিখেন ।

আমি ফয়সাল ভাই এর সাথে একমত। যার য জানা আছে তাই আমরা এই সাইটে শেয়ার করে থাকি। এখানে কারও টিওনকে খাটো করা ঠিক না। আর তা ছাড়া আমিও নিজে মোবাইল টেকনোলজি নিয়ে গবেষণা করি এবং সফটওয়্যার বানাই, তবে সেটা কি আমার মেধার বহিপ্রকাশ ঘটায় না?

শাকিল ভাই কি বলতে চেয়েছেন,সেইটা কেউ ধরতেরেন্নাই।আপসুস।
@শাকিল ভাই, ডাসন্ট্ ম্যাটা ব্রো। হি ইজ আ কিড, বাট হি-ইল গ্রো আপ সুন।

আমাদের মাঝে স্বকীয়তা আছে বলেই তো আমরা সৃষ্টির সেরা। শিল্পি রুনা লায়লাকে যদি কেউ বলে, আপনার গান শুনতে শুনতে একগেয়ামি চলে এসেছে, এবার যদি ছবি আকেন…!!!
আসলে বলতে চেয়েছি, যে যা করে নিজে পরিতৃপ্ত হয় এবং সেই সাথে নিজের সৃজনশীলতার পরিচয় রাখে, আর তা যদি ভাল হয়, তবে তা কেন প্রশংশার দাবীদার হবে না?

সবাইকে ধন্যবাদ।

যার যা কিছু আছে তাই নিয়ে টেকটিউনসকে সমৃদ্ধ করতে হবে!!

vai foisal ami apnar shathe.
apnar jonno amar set ke notun ak rup dite parsi……oshonkho dhonnobad

Level 0

হ্যালো ফয়সল! আপনি কি Nokia 5800 সম্পর্কে কিছু ধারণা দিতে পারেন? আমি প্লান করছি সামনের মাসে কেনার জন্য। কিন্তু জানি না কেমন হবে। বিশেষ করে ইন্টারনেট অপসন, যেমন VOIP Calling, ইন্টারনেট স্পীড ইত্যাদী সম্পর্কে যদি কোন ধারণা দিতে পারেন। অন্য যে কোন সফ্টওয়্যার লোডিং হবে কিনা ইত্যাদি…..।
যদি অন্য কারো এব্যাপারে জানা থাকে তবুও জানানোর জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ

Level New

ভাল। একটা জরুরি কথা, আপনি টিউনের শিরোনামের আগে ” s60v2 ” কথাটি লিখুন। যাতে সবাই শিরোনাম দেখে বুঝতে পারে যে এইটা কোন

মোবাইলের সফট। আপনার শিরোনামের সাথে টিউন মিলছেনা। মানে, এইটা মোবাইলের সফট নাকি পিসি সফট ?

কিছু মনে করবেননা, কিন্তু আমি জ়াভা,সিম্বিয়ান,UIQ এর হাজার হাজার সফট এর কাজ জানি, তাই বলে প্রতিটার জন্য আলাদা আলাদা টিউন করতে

পারিনা। লক্ক্য রাখতে হবে,আমি যদি s60v2 এর টিউন করি তাহলে জাভা, s60v3–s40 ইউজাররা কোথাই যাবে?

যেমন একজন বলেছে “ফয়সল ভাই আপনার দেওয়া সফ্টওয়্যার গুলি একটাও চলে না। pls s60v3(sisx) নিয়ে কিছু লিখেন ”
কষ্ট করে টিউন করার পর এই কথা বলা সাভাবিক। কারন শিরোনাম এ সমস্যা।

Level 0

Faisal tomaka daki sobai updas day. Jara kisoi para na tara kabol updas day ai jamon ami. Ti boli ja odar falto updas shonba na sob sala falto kotha bola 2/1 jon abar khob valo kotha bola abar kau nijara koto boro sata prokas korta cha tomaka updas dia.So tomi tomar motoi cholo. R ami tomara khob valo korai chini ja tomi kothakr gold. ar tomi to ai shahed vi ra chanoi naki!!!!!!!!!!!!!!!!!!!!!

নকিয়া 5800 হল একটি S60 v5 সেট। তাই এটা বলার অপেক্ষা রাখে না যে আপনি এই সেট কিনলে এর কোনো সফ্ট খুজে পাবেন না। পেলেও তা আপনাকে সন্তুষ্ট করতে পারবে না। আমার উপদেশ দেয়া শেষ। আমি আমার টিউন চালিয়ে যাব আপনারা যা ভাবার ভাবেন। তবে উপদেশ বানী না দিলেই খুশী হই। কাউকে ইঙ্গিত করে আমি কিছু বলছি না।

Level 0

ফয়সল ভাইয়া ধন্যবাদ আপনাকে সুন্দর একটি টিউন এর জন্য ।
Nokia s60 v3 সেটের জন্য software&themes Renamer download করতে পারেন নিচের লিংক থেকে
http://www.mediafire.com/?sharekey=09512d8279ae97fc07258ee67c679e4a23e319e0979b7be3c95965eaa7bc68bc

Level 0

valo

Level 0

নকিয়া 5800 হল একটি S60 v5 সেট। তাই এটা বলার অপেক্ষা রাখে না যে আপনি এই সেট কিনলে এর কোনো সফ্ট খুজে পাবেন না।
আর একটু ব্যখ্যা করবেন প্লিজ! S60 V5 অর্থ Symbiun 60 Version 5 এইতো? কারণ কি কোন সফ্টওয়্যার না পাবার? লেটেস্ট বলে, নাকি ওল্ড বলে? আমার কোন ধারণা নাই এ সম্পর্কে, তাই জিজ্ঞেস করছি।
ধন্যবাদ।

শফি ভাই অত বিস্তারিত বলতে চাচ্ছি না। আপনাকে শুধু এতটুকুই বলছি প্লিজ আপনি সেটটি কিনেন না যদি আপনার ভাল ভাল সফ্ট ব্যবহার করার ইচ্ছা থাকে। সেটটা তাদের জন্যই তৈরী যাদের কোনো কাম কাজ নাই শুধু ইস্টাইল করে চলে আর কানে হেডফোন লাগিয়ে গান শুনে!! গানের জন্য সেটটি অনন্য তবে Version 5 হওয়াতে সফ্ট পাওয়া যায় না। আমার টা Version 2 নকিয়া এন73 জাতীয় সেটগুলো Version 3। যারা এন73 ব্যবহার করে তারাই সার্টিফেকেটের জ্বালায় আছে আর ভার্সন 5 এ কি অবস্থা হবে তা বুঝেন!!

সবাই ঝগরা কওরে কেন

Computer er kono software er name change korte gele ki korte hobe ?

Level 2

vi s60v5 ar jonno nae

Level 0

দারুন কিন্তু জাভা সফটওয়ার হলে ভাল হতো।প্লিজ ভাই পরবর্তীতে জাভা সফটওয়ারের টিপস দিবেন।