সাধের স্মার্টফোন এর ব্যাটারি বেশিক্ষণ টিকছে না ? বার বার চার্জ দিতে হচ্ছে ? তাহলে টিউনটি দেখে নিন

কেমন আছেন আপনার সবাই ? আশা করি ভালই আছেন? আমি আবার অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম নতুন টিউন নিয়ে।

এই টিউনএ আমি কথা বলব এমন একটি জিনিস নিয়ে যেই সমস্যায় সবাই কখনো না কখনো পরেছেন। হা আমি স্মার্টফোন এর দ্রুত চার্জ সেস হওয়ার কথাই বলছি। আমারা মোটামুটি সবাই স্মার্টফোন ব্যবহার করি। আর সব সময় যেই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি পেরা দেয় সেটি হল স্মার্টফোন এর চার্জ। স্মার্টফোনগুলো যত বেশি আধুনিক হচ্ছে ততবেশি পাওয়ারফুল ব্যাটারি দরকার হচ্ছে এইগুলো অপারেট করার জন্য। তাইত এখনকার স্মার্টফোন গুলো ফুল চার্জ এ মোটামুটি ৭/৮ ঘণ্টা চলতে পারে। আশা করি নিচের টিপসগুলো অনুসরন করলে আপনারা আর ১-২ ঘণ্টা বেসি পাবেন আপনাদের স্মার্টফোন দিয়ে জরুরি কাজগুলো করার জন্য।

কিভাবে স্মার্টফোন এর ব্যাটারি পাওয়ার সেভ করা জায় সে সম্পর্কে বানান আমার ভিডিওটি নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।

অনেক কথা বলে ফেললাম এবার মুল টিউনটি শুরু করি।

১। স্মার্টফোন এর সবচেয়ে বেশি পাওয়ার ব্যবহার হয় ডিসপ্লে তে। আর ডিসপ্লে এর ব্রাইটনেস যত বেশি ব্যাটারি পাওয়ার তত বেশি ব্যবহার হবে। তাই যদি বাসায় বা অন্ধকার জায়গায় থাকেন তাহলে ডিসপ্লে এর ব্রাইটনেস কমিয়ে রাখবেন। যত কম রাখতে পারেন তত ভাল। এতে আপনার চোখেরও ক্ষতি কম হবে।

২।ফেসবুক, জিমেইল, টুইটার এর মত অ্যাপ গুলো ব্যাকগ্রাউন্ডএ সমসময় চলতে থাকে নতুন নোটিফিকেশান মা মেসেজ খোজার জন্য। তাই এরা অনেক ব্যাটারি পাওয়ার ব্যবহার করে। তাই যদি এইগুলকে ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ করে দেন তাহলে অনেকটা ব্যাটারি পাওয়ার সেভ হবে। এনড্রয়েড এ সেটিংস্‌ এ গেলে আপ্লিকেশন মানেজার পাবেন সেখান থেকে যেই যেই অ্যাপ আপনার দরকার নেই সেইগুলো বন্ধ করে দেবেন। এতে আপানার ফোন কিছুটা ফাস্ট হবে।

৩।যদি আপনার ফোন সমসময় ওয়াইফাই, ব্লুটুথ, বা মোবাইল নেটওয়ার্ক খজার কাজে বাস্ত থাকে তাহলে এতে অনেক পাওয়ার দরকার হয়। তাই যখন আপনার ওয়াইফাই বা ব্লুটুথ দরকার হবে না তখন টা বন্ধ করে রাখবেন।

৪।যখন আমারা কোন নতুন জায়গায় যাই তখন অনেক সময়ই জি.পি.এস ব্যবহার করি। জি.পি.এস অন করে রাখলে এটা সবসময় আপনার লোকেশান রিফ্রেশ করতে থাকে জাতে আপানাকে ঠিকভাবে পথ নির্দেশ করতে পারে। তবে আপনার যদি জি.পি.এস না লাগে তাহলে ভুলেও লোকেশান সার্ভিস অন রাখবেন না। এতে করে অনেক বেশি পাওয়ার খরচ হয়।

৫। এবং সবশেষে আপনি যে কাজটি করতে পারেন সেটি হল আপনার ফোন এর সেটিংস্‌ থেকে পাওয়ার সেভিং মোড অন করতে পারেন। এটা আপনাকে অনেক অনেক হেল্প করবে যখন আপনি ভ্রমন এ থাকবেন।

কিভাবে স্মার্টফোন এর ব্যাটারি পাওয়ার সেভ করা জায় সে সম্পর্কে বানান আমার ভিডিওটি নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।

এই ৫ জিনিস আশা করি আপনাদের অনেক কাজে আসবে।আজ এ পর্যন্তই। ভাল থাকুন সবাই এবং প্রযুক্তির সাথেই থাকুন।

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস