সিপিএ মার্কেটিং এর পরিপূর্ণ গাইডলাইন ১ম পার্ট

সিপিএ মার্কেটিং কি?

এফিলিয়েট মার্কেটিং-এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিপিএমার্কেটিং। CPA এর ফুল মিনিং দাড়ায় Cost Per Action, এটা নতুন একটি এডভাটাইজিং পেমেন্ট মডেল যাতে পেমেন্ট কিছু কাজের উপর নির্ভর করে দেয়া হয়। সেটা হতে পারে রেজিস্টেশন, ইমেল সাবমিট, পিন সাবমিট অথবা ডাইনলোড। এডভাটাইজিং পেমেন্ট মডেলগুলোর ধারনাই পালটে দিয়েছে। এমাজনের এফলিয়েট মার্কেটিং এর কথাই ধরুন। এমাজন আপনাকে শুধুমাত্র তখনি টাকা দিবে যখন আপনার মাধম্যে তাদের কোন প্রোডাক্ট সেল হবে। এটা আসলেই অনেকটা কষ্টসাধ্য ব্যপার। নতুন ইন্টারনেট মার্কেটার দের জন্যতো অনেকটা অসম্ভব। সেখানে CPA মার্কেটিং এ আপনাকে পে করা হবে কোন প্রোডাক্ট সেল করার বিনিময়ে নয়, নিদিষ্ট একটি কাজের বিনিময়ে। তাই বর্তমানে প্রচলিত এডভাটাইজিং
পেমেন্ট মডেলগুলোর চেয়ে CPA মার্কেটিং এর মাধ্যেমে সহজে কয়েকগুন বেশি আয় করা সম্ভব। এখানে একটি প্রশ্ন থাকতে পারে
প্রতিটা লিড বা ফর্ম পুরনের জন্য আপনি কত পাবেন? CPA মার্কেটিং মাধ্যমে এর গড়ে প্রতিটা লিড থেকে $1-$12 আয় হয়।

CPA মার্কেটিংয়ের অফার গুলো হয় এমন –

পে পার লিড- এই অফার গুলোতে মূলত থাকে সাইনআপ, ইমেইল সাবমিট ইত্যাদি।

পে পার ডাউনলোড- এই অফার গুলোতে মূলত থাকে সফটওয়ার, গেম ডাউনলোড ইত্যাদি।

পে পার সেল- এই ধরনের অফার গুলোতে মূলত যে প্রোডাক্ট থাকে ঐ প্রোডাক্ট সেল হইলে কমিশন পাওয়া যায়।

কিভাবে CPA মার্কেটিং শুরু করবেন?

সর্ব প্রথমে আপনাকে নিশ সিলেক্ট করতে হবে কিন্তু অনেক অনেক অফার আর অনেক অনেক মার্কেটপ্লেসের মধ্যে কোনটি সিলেক্ট করবেন ভেবে পাচ্ছেন না তো? আপনার এই কাজটি সহজ করতে ভিজিট করতে পারেন নিচের দেয়া সাইটটি-
https://www.offervault.com/
ওয়েবসাইট টি থেকে জেনে নিতে পারেন কোন কোন অফারের পেমেন্ট কেমন বা আরো জেনে নিতে পারেন কোনো মার্কেটপ্লেসের ডিটেলস।
ধরুন আপনি সিলেক্ট করেছেন হেলথ নিশ। তাহলে হেলথ লিখে সার্চ বক্স-এ সার্চ দিলেন

http://prntscr.com/izjovk
এখন এইখানে সব হেলথ রিলেটেড টপ অফার গুলো শো করবে

http://prntscr.com/izjovk

লিস্ট থেকে আপনার যে অফার ভালো লাগবে সেটিতে ক্লিক করবেন
আজকে এই প্রযন্ত, আগামী পর্বে বাকি অংশ পাবেন।

কোর্স সম্পর্কিত যে কোন প্রশ্নের জন্য কল করুন:০১৬৩২৫৪৯৪৯৫, ০১৫১১৪১৭৫১০, ০১৫১১০০৯৫৯৩, ফোন নাম্বার: ০২-৯১১৯১৬৪।

এক্সটেন্ট আইটি ইন্সটিটিউট।
ফার্মভিউ সুপার মার্কেট (৬ষ্ঠ তলা) (লিফটের ৫ এর হাতের
বামদিকে) ফার্মগেট, তেজগাঁও, ঢাকা-১২১৫।

Level 1

আমি শিমুল কাজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

h.s.c-2006,s.s.c-2004, E.C.E-2007-2008,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস