কি হবে Samsung আর Xiaomi র ভবিষ্যৎ?

অনেকেই হয়তো জানেন যে Samsung তাদের কম দামের smartphone M series বাজারে আনার ঘোষণা দিয়েছে, কারন তারা চায় যে Xiaomi র বাজার দখল করতে। এমনকি এতো মোবাইল brand থাকতে বিশেষ করে Samsung যখন Xiaomi র কথা ভাবছে, তার মানে Xiaomi নিশ্চই এমন কিছু করেছে যার কারনে Samsung মনে করছে যে, যদি Xiaomi কে এখনই বাজার থেকে সরানো না যায়, তাহলে হয়তো পরে বিপদে পরতে হবে।

আমার মতে Samsung আগেই ভুল করেছে, Nokia বাজার থেকে চলে যাবার পরে একা রাজত্ব ছিলো Samsung এর, তখন তারা যদি তাদের মোবাইল গুলোর দাম কম রাখতো, তাহলে আজকে বাংলাদেশে অন্য কোনো brand দাড়াতেই পারতো না। কিন্তু Samsung নিজেদের brand এর নাম কাজে লাগিয়ে বেশি দামে মোবাইল বিক্রি করেছে, আর সেই সুযোগে অনেক brand বাজারে কম দামে ভালো কিছু মোবাইল এনে উপরে উঠে গেছে।

ব্যাপারটা কিন্তু মোবাইলে quality র না, ব্যাপারটা হচ্ছে মোবাইলে দামের। Samsung দাম বেশি রাখলেও তাদের মোবাইলের quality কিন্তু অন্যদের চেয়ে বেশ ভালো। এমন না যে অন্যদের quality খারাপ, অন্যদেরটা ও ভালো, তুলনামূলক ভাবে Samsung অন্যদের চেয়ে ভালো। কিন্তু, Samsung যেই ৫০/৬০/৭০/৮০/৯০ হাজার টাকার smartphone গুলো বের করতো, সেই গুলোর মতো একই feature যখন মানুষ ২০/২৫/৩০/৪০ হাজার টাকার Xiaomi মোবাইলে গুলোতে পেয়ে যায়, আর কেনার পরে quality ও ভালো পায়, ঠিক তখনই মানুষ Samsung এর থেকে মুখ ফিরিয়ে নেয়।

যাই হোক, Samsung এখন কম দামে ভালো কিছু smartphone বাজারে আনার ঘোষণা দিয়েছে, সেই smartphone গুলো হচ্ছে Samsung Galaxy M10 ও Samsung Galaxy M20 আর অন্যদিকে Xiaomi Redmi Note 7 এর ঘোষণা দিয়ে Xiaomi তো ২০১৯ সালের শুরুতেই আলোচলায় চলে এসেছে। এখন দেখার পালা, কে হাসবে বিজয়ের হাসি! এছাড়া Samsung আর Xiaomi র নতুন কোনো মোবাইল বের হবার সাথে সাথেই আপডেট দেয়া হয় mobile29.com ওয়েবসাইটে।

Level 4

আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস