২০১৯ সালে 4G ছাড়া মোবাইল বের করে Walton কি ভুল করলো?

এমন না যে বাংলাদেশে 4G আসেনি, আর এমনটা ও না যে Walton এমন এক দেশে smartphone বিক্রি করে যেই দেশে 4G নেই। তাহলে কেনো যে Walton ২০১৯ সালে নতুন করে 3G মোবাইল বের করেছে সেটা নিয়ে একটু চিন্তায় পরে গেছি। কারন ২টা হতে পারে, হয়তো 3G মোবাইলে চাহিদা আছে এখনো, আর নয়তো বাংলাদেশের মানুষ এখনো 4G ব্যবহার করছে না।

কারন যেটাই হোক না কেনো, এই বিষয় টা উঠলো কারন mobile29.com ওয়েবসাইটে ভিজিট করার সময় দেখলাম Walton Primo E9 নামের একটি smartphone বাজারে আনতে যাচ্ছে Walton যার দাম এখনো প্রকাশ করা হয়নি তবে Walton Primo E9 এর specifications দেখে মনে হলো যে দাম খুব কমই হবে।

কিন্তু দাম যতোই কম হোক না কেনো, এখন এই 4G যুগে 4G SIM চালানো যাবে না এমন মোবাইল কি মানুষ কিনবে? ধরে নিলাম যারা ইন্টারনেট ব্যবহার করে না তারা হয়তো কিনবে কারন তাদের 4G মোবাইল দিয়ে কোনো কাজ নেই। তবে যারা ইন্টারনেট ব্যবহার করে না তারা কি smartphone কিনবে?

আমি জানি না যে মোবাইলে 4G ব্যবহারের সুযোগ করতে কি অনেক বেশী খরচ হয় নাকি, তবে এই 4G যুগে 4G ছাড়া Walton Primo E9 কতোটা বিক্রি হবে সেটা নিয়ে কি আপনার মতামত কি?

যদি Walton Primo E9 নিয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে ভিজিট করুন mobile29.com

 

Level 4

আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস