একটি মোবাইল সাইট…

ছোট ও অগুছালো একটি টিউন। কারন বেশি কিছু বলার নেই। শখ করে একটা মোবাইল সাইট বানিয়েছি। টেকটিউনসে আমার নামে ক্লিক করে কেউ কেউ ভিজিট করেছেন। আশা করি আপনাদের ভাল লাগবে। সাইটটা কেমন লাগল, কোন সাজেশন ইত্যাদি জানেতে ভুলবেন না।
চেষ্টা করছি নিওমিত আপডেট করার।
আপনারা কি চান না চান তাও বলবেন। সাইটটা ক্লিন রাখতে চেয়েছি যাতে সব বয়সিরা ঘুরাফেরা করতে পারে। তাই সেরকম কন্টেন্ট আশা করবেন না। কারন মাঝে মাঝেই সেরকম কী-ওয়ার্ড সার্চ হতে দেখি।
মার্কেটিং সম্পর্কে আমার ভাল ধারনা নেই। এ বিষয়ে আপনাদের সাহায্য চাই। তবে মার্কেটিং এর নামে কাউকে বিরক্ত করতে ইচ্ছুক নয়। নতুন কিছু সার্ভিস যোগ হবে। আমার পরীক্ষা চলছে তাই খুব বেশি কিছু করতে পারছিনা। পরীক্ষা পরে নতুন অনেক কিছুই পাবেন।

ভাল লাগলে আপনিতো অবশ্যই ব্রাউজ করবেন সাথে আশা করি পরিচিতদেরকেও রেফার করবেন। ভাল না লাগলে কেন ভাল লাগেনি এবং কিভাবে ভাল লাগবে জানাবেন।

সাইটটার লিঙ্কঃ

WayToWap.com

QrCode:

আপাদত যে ফিচারগুলো আছেঃ

  • ক্রীকেট স্কোর(অনুন্নত)
  • খবর(বিবিসি থেকে) 😛
  • ওয়ালপেপার (এইটা বেশ ভাল মানের)
  • এনিমেশনস
  • থিমস
  • বাংলা, হিন্দি ও ইংরেজি গান
  • ভিডিও গান এবং ফান ভিডিও
  • গেমস
  • মোবাইল সফটওয়্যারস

পরিকল্পনাঃ পরীক্ষার জন্য এগুলো আপাদত পেন্ডিং আছে তবে ৩০ তারিখ পরীক্ষা শেষ হওয়ার পর এগুলো নিয়ে কাজ করব।

  1. কয়েকটি প্রয়োজনীয় সার্ভিস (যেমনঃ মোবাইল ইউজারদেরকে @waytowap.com ইমেইল ঠিকান নেয়ার ব্যবস্থা করা, ফ্রী এসএমএস)
  2. ক্রীকেট স্কোর পেজটার উন্নতী সাধন করে আরেকটু ইউজার ফ্রেন্ডলী করা
  3. বিভিন্ন মোবাইল উপযোগি নতুন থিমস যোগ করা
  4. নতুন বাংলা ও ইংরেজি গানের অ্যালবাম সংযোজন(হিন্দি বর্তমানে যথেষ্ট আপডেটেড আছে)
  5. নতুন ভিডিও গান যোগ করা
  6. কয়েকদিনের মদ্ধেই বিভিন্ন রেজুলেশনের ২-৩ হাজার গেম যোগ হবে সেই সাথে মোশন গেমস যোগ করা
  7. মোবাইল সফটওয়্যার বিভাগকে আরেকটু সমৃদ্ধ করা
  8. মোবাইল ফ্রেন্ডলী সর্ট লিঙ্ক সার্ভিস দেয়া
  9. সাইটের বাগ রিপেয়ার ও ন্যাভিগেসন উন্নত করা
  10. নিজের নামে ওয়ালপেপার/লোগো তৈরীর সার্ভিস যোগ করা

আপাদত কম্পিউটার দিয়ে ব্রাউজ করার জন্য খোলা রাখা হয়েছে তাই ব্রাউজ করতে পারেন। তবে মোবাইল দিয়ে ইউজ করলেই ভাল হয়।

আমার মনে হয় টেকটিউনসের নীতিমালার সাথে এই টিউনের কোন বিরোধ নেই। থাকলে জানিয়ে দিন আমি আপডেট করে দেব।

Level 0

আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ইংরেজী লেটেস্ট গান আপডেট থাকা চাই…!

সুন্দর হয়েছে ধন্যবাদ।

Warning : preg_match() [ function.preg-match ]: Compilation failed: nothing to repeat at offset 1 in /home/waytowap/public_html/wp-content/plugins/wassup/wassup.php on line 3954
Warning : preg_match() [ function.preg-match ]: Compilation failed: nothing to repeat at offset 1 in /home/waytowap/public_html/wp-content/plugins/wassup/wassup.php on line 3954

ঠিক করে নিয়েন। কোন হোস্টিং?

    ঠিক করার চেষ্টা করছি। নাহলে ওয়াসআপ প্লাগীনটা অফ করতে হবে। হোষ্টিং শাকিল ভাইয়ের কাছ থেকে নেয়া DnsService না কিযেন একটা হোষ্টের।

Level New

প্রথম কথা সাইট এর ডিজাইন পরিবর্তন করুন। আর কনটেন্ট এতো কম কেন? প্রফেশনাল করেন। আপনে বললে আমি আপনাকে কিছু ভাল ভাল SCRIPT দিতে পারি।
আমার সাইট ঃ
http://www.bd2fun.com
http://www.banglafun.info
http://www.dreamyfriend.com
http://www.expresswap.tk
and many more………………….

    ডিজাইনটা আইফোনের স্টাইলের এবং সিমপ্লিসিটির জন্য। অন্য মোবাইল সাইটগুলোর মত জবড়জং করতে চাইনি।
    আসলে আমার ডিজাইন করতে ভাল লাগে তাই সাইটটা অনেকদিন আগে খুললেও ফেলে রেখেছিলাম। সে হিসাবে নতুন ভাবে শুরু করেছি। তবে কন্টেন্ট অবশ্যই বাড়াব পরীক্ষা পরে। কোন সেকশনে আপডেট দরকার বলে আপনি মনে করেন?
    আপনার সাইটগুলো ভাল হয়েছে। কি কি স্ক্রীপ্ট দিতে পারেন? ওয়ালপেপার তৈরীর স্ক্রীপ্ট নিজে তৈরী করার ইচ্ছা নাই পারলে সেটাও দিবেন।
    আর আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।

    আপনার সাইটথেকে কি একটা বেক লিঙ্ক দেয়া যায়। সাবপেজে দিলেই চলবে। আমিও ভাবছি ফ্রেন্ডস সাইটস নামে একটা পেজ দিব।

ধন্যবাদ…এগিয়ে যান..

হূমম ভালো হইছে, একজন ভিজিটর নিশ্চিত পাইছ।

Level 0

আপনার জন্য উপহার ২০ লাখ নেকী (পড়ে নিন)

লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকা লাহু আহাদান্ ছামাদান্
লাম্ ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ্, ওয়ালাম্ ইয়াকুল্লাহু কুফূওয়ান আহাদ্।

    ভাই এইটা আবার কোন দোয়া? অর্থ কী?

Level New

আপাতত ১ম পেজ এ ব্যাক লিঙ্ক দিলাম। আমার ইন্টার ফাইনাল এক্সাম চলছে। আমার জন্য সবাই দোয়া করবেন। যারা নতুন সাইট বানায় তাদের আমি অবশ্যই হেল্প করবো। ওয়াপ সাইট নিয়ে ২ টা টিউন ও করেছিলাম। কিন্তু তেমন সাড়া পায় নি। তাই আর করবো না।আপনি যে সিএমএস ব্যবহার করছেন তা ওয়াপ, মোবাইল আর উপযুক্ত না…যদি আপনার দরকার হয় আমি আপনাকে ভাল ভাল সিএমএস দিব এক্সাম আর পর…ভাল থাকবেন। আর আমাকে [email protected] এ পাবেন।

    ধন্যবাদ। আমি মোবাইলের সি এম এস নাড়াচাড়া করে দেখেছি। তবে সেগুলো বেশি ভাল লাগেনি। তাছাড়া আমি ওয়ার্ডপ্রেসের কাজ করি তাই ওয়ার্ডপ্রেসকেই কাজে লাগিয়েছি। আপনি কি বলতে চাচ্ছেন এটাকে WML এ নিলে মোবাইল কম্পাটেবল হবে? তাহলে কিন্তু এইটা দিয়েই করা সম্ভব। আর কোন দিকে কি মোবাইল কম্পাটিবল না? আয় নিয়ে চিন্তা করছি না। এইটা শখের সাইট। তবে ভিজিটর অবশ্যই চাই। অন্য কাউকে দিয়ে কাজ করানোর প্রশ্নই উঠে না কারন এই কাজগুলো করেই আমি মজা পাই। তাই কন্টেন্ট এত কম। কারন সবসময় আমি ডিজাইনের খুটিনাটি নিয়েই পড়ে থাকি।

Level New

আর ইনকাম ভিসিটর নিয়ে কখন চিন্তা করবেন না…তাহলেই সব শেষ। আগে সাইট কে ডেভলপ করুন। কাওকে দিয়ে কোন সাইট বানাবেন না বা ডেভলপ করতে দিবেন না। নিজে জা করবেন তার উপরে আর কিছু নাই।

Ronybd44 কি পরাগদা নাকি?

ভাইজান আপনি কি সফটওয়্যার ব্যবহার করেছেন প্লিজ একটু জানাবেন কি?
আপনার সাইটটা সত্যিই খুব সুন্দর হয়েছে।

    আমি ওয়ার্ডপ্রেস ডেভেলাপের কাজ করি। তাই এটাও ওয়ার্ডপ্রেস। তবে মোবাইল সাইটের জন্য আলাদা সফটওয়্যার আছে। এব্যাপারে মনে হয় আপনাকে Ronybd44 ভাই হেল্প করতে পারেন।

Level 0

http://www.fundoor.wapka.mobi
সাইটটি ভিজিট করুন প্লিজ