নিজের নাম্বার গোপন রেখে যে কাউকে ম্যাসেজ দিন একদম ফ্রিতে

Level 4
টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী

হ্যালো বন্ধুরা, আশাকরি অনেক ভালো রয়েছেন। বর্তমানে সবাই চায় নিজেকে গোপন রাখতে এটি হোক না কেন একটি ম্যাসেজ করার ক্ষেত্রে। তাহলে আপনি কেন নিজেকে গোপন রাখবেন না। যদি নিজেকে বা নিজের নাম্বার গোপন রেখে যেকাউকে ম্যাসেজ দিতে চান তাহলে পুরো টিউনটি পড়ুন। এই পদ্ধতিতে আপনি চাইলে আপনার বন্ধুর সাথে মজা করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

নিজের নাম্বার গোপন রেখে ম্যাসেজ দিতে হলে একটি অ্যাপের প্রয়োজন যা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। সেজন্য প্লে স্টোরে গিয়ে সার্চ বারে টাউপ করবেন BD GO SMS। তাহলে নিচের মতো একটি অ্যাপ দেখতে পাবেন।

এটি একটি বাংলাদেশি অ্যাপ তাই পারলে অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটিতে পাচ স্টার দিয়ে দিয়েন। ইনস্টল হওয়ার পর অ্যাপটি অপেন করবেন। অপেন করার পর নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।

এই পেজটি আসার পর এখানে নিচে থাকা Next বাটনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি লগিন পেজ অপেন হবে।

লগিন পেজটি আসার পর আমরা যেহেতু অ্যাপটিতে নতুন তাই রেজিস্ট্রেশন করে নিবো। তার জন্য নিচে থাকা Signup বাটনে ক্লিক করুন।

এখানে প্রথমে আপনার নাম দিন। তারপর আপনার মোবাইলে থাকা মোবাইল নাম্বারটি দিন এবং একটি শক্ত পাসওয়ার্ড দিন এবং আবার সেই পাসওয়ার্ডটি দিন। সবকিছু ঠিক মতো দেওয়া হলে Sign up বাটনে ক্লিক করুন।

তারপর আপনার সামনে উপরের মতো একটি সতর্কবার্তা আসবে আপনি তা ভালো ভাবে পড়ে নিয়ে I Agree বাটনে ক্লিক করুন।

আপনি যে নাম্বার দিয়ে একাউন্ট খুলেছেন সেই নাম্বারে একটি ম্যাসেজ যাবে। ম্যাসেজে থাকা নাম্বারটি এখানে সঠিক ভাবে বসিয়ে Submit বাটনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট খোলা হয়ে যাবে।

এই পেজটিতে আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন। তার মধ্যে উপরের ডান পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন পয়েন্ট দেওয়া রয়েছে। এই পযেন্ট গুলোর মাধ্যমে আপনাকে ম্যাসেজ পাঠাতে হবে। একটি ম্যাসেজ পাঠানোর জন্য আপনার দুই পয়েন্ট কেটে নেওয়া হবে। যতক্ষন আপনার পয়েন্টগুলো থাকবে ততক্ষন আপনি যেকাউকে ম্যাসেজ পাঠাতে পারবেন। পয়েন্ট শেষ হয়ে গেলে আর পারবেন না। তাই কিভাবে পয়েন্ট শেষ হয়ে গেলে আবার ইনকাম করবেন সেটা এই টিউনের শেষে বলা হবে। তো এখন জানা যাক কিভাবে একটি ম্যাসেজ পাঠাবেন। তার জন্য পেজটিতে থাকা সেন্ড আইকনে ক্লিক করুন।

এখানে ম্যাসেজ পাঠানোর জন্য কিছু অপশন দেওয়া আছে। প্রথমে আপনার কাছে যার কাছে ম্যাসেজটি পাঠাবেন তার নাম্বার চাইবে। নাম্বারটি দিবেন নাম্বার অপশনে তারপর নিচের বক্সে আপনার ম্যাসেজটি টাইপ করবেন। সব শেষে ম্যাসেজ ঠিক থাকলে SEND বাটনে ক্লিক করুন।

এখানে আপনার ম্যাসেজটির একটা রিপোর্ট দেখানো হবে। রিপোর্টটি দেখে DONE বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ম্যাসেজটি আপনার দেওয়া কাঙ্গিত নাম্বারে কিছুক্ষনের মধ্যে চলে যাবে। এখন আপনি যদি আপনার পাঠানো সকল ম্যাসেজ দেখতে চান তাহলে পেজের উপরে থাকা থ্রি ডট এর উপর ক্লিক করুন। তাহলে আপনার সামনে অনেক গুলো অপশন চলে আসবে।

এখান থেকে আপনি History অপশনে ক্লিক করুন। তাহলে নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।

এখানে দুটি অপশন রয়েছে প্রথমটি হচ্ছে আপনার পাঠানো ম্যাসেজ গুলো দেখার জন্য আর দ্বিতীয়টি হচ্ছে অন্যদের থেকে আসা ম্যাসেজ গুলো দেখার জন্য। আমরা যেহেতু পাঠানো ম্যাসেজ গুলো দেখবো তাই Outgoing SMS বাটনে ক্লিক করবো।

এখানে আপনি যতজনকে ম্যাসেজ পাঠিয়েছেন সবকিছু দেখতে পাবেন। এবং আপনি যদি চান ম্যাসেজ গুলো এখান থেকে ডিলেট করে দিতে তার জন্য নিচে থাকা Clear All Logs বাটনে ক্লিক করুন। তাহলে সব ম্যাসেজ ডিলেট হয়ে যাবে। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে পয়েন্ট আর্নিং করবো।

পয়েন্ট আর্নিং করতে হলে প্রথমে আপনাকে পেজে থাকা উপরের থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে। তাহলে আগের মতো অনেক গুলো অপশন দেখতে পাবেন।

এখানে থাকা Get Points অপশনে ক্লিক করুন। তাহলে নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।

পয়েন্ট আর্নিং করার জন্য অনেক গুলো অপশন রয়েছে। এখান থেকে প্রতিদিন আপনি ৭৫ পয়েন্ট করে ফ্রি পাবেন। তার জন্য নিচের Daily bonus অপশনের সাথে থাকা 75+ বাটনে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন আপনার পয়েন্টের সাথে ৭৫ পয়েন্ট যুক্ত হয়ে গেছে। আপনি স্পিন করেও এখান থেকে পয়েন্ট আর্নিং করতে পারবেন। তার জন্য নাম্বার গুলো মধ্যে থাকা Spin বাটনে ক্লিক করুন। তাহলে আপনার স্পিনটি ঘুরতে থাকবে এবং শেষ হলে আপনি যা পেয়েছেন তা পয়েন্টে যুক্ত হয়ে যাবে। আপনি চাইলে ভিডিও দেখেও আর্নিং করতে পারেন। তার জন্য একেবারে নিচে থাকা video rewarded অপশনের সাতে থাকা 5+ অপশনে  ক্লিক করুন তাহলে আপনি ভিডিও দেখতে পাবেন। এবং ভিডিও দেখা শেষ হয়ে গেলে আপনার পয়েন্টের সাথে ৫ পয়েন্ট যুক্ত হয়ে যাবে।

আশাকরি টিউনটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে জোসসে ক্লিক করুন। আর ভালো মানের টিউন পেতে আমাদেরকে ফলো করুন।

Level 4

আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস