স্যামসাং (জাভা) মোবাইল এ বড় সাইজের গেম এবং অ্যাপ্লিকেশান (+৫০০ কেবি) ইন্সটল না হওয়ার সমাধান

😐 যারা স্যামসাং জাভা মোবাইল ব্যবহার করেন তারা গেম বা কোন অ্যাপ্লিকেশান ডাউনলোড  করার সময়

অনেকে এই মেসেজ দেখেন...:(...

"Downloaded Jar is Invalid" এবং  "JAR file is over max size"

স্যামসাং সাধারণ জাভা মোবাইল গুল যেমন স্যামসাং চ্যাম্প , স্যামসাং চ্যাট , কোরবি , (এমন অনেক গুলাই আছে)

জার ফাইল লিমিট কমান থাকে বলে অ্যাপ্লিকেশান ডাউনলোড করলে সেটা অনেক সময় ইনভেলিড দেখাই ( ইনভেলিড দেখানোর অনেক কারন আছে) এবং "JAR file is over max size" মেসেজ দেখাই

এখন এই সমস্যার সমাধানের জন্য

১. মেইন স্ক্রীন এর কিপ্যাড থেকে *#52828378# এই কোডটি লিখি।

২. এখানে আসবে *Trace setting

*OTA Type setting

*serial Test

* Change suitecache........

* Memory Test

*OTA Test

*Memory Log Setting

3. এবার OTA Test সিলেক্ট করে change maximum jar size ৫০০ কেবি থেকে ২০০০ পর্যন্ত ইচ্ছা মত করে নেন।।

৪. সেভ করুন 🙂

এখন থেকে মোটামুটি বড় সাইজের গেম এবং অ্যাপ্লিকেশান গুলো চলবে বলে আশা করা যাই।। 🙂

Level 0

আমি ফাইয়াদ ইফতিখার রাফী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার Tricks-টি কাজ করেছে…

কিন্তু Samsung Ch@t-322 এর জন্য ভালো কোনও Chatting Soft-এর খোঁজ দিতে পারবেন?

আমি ebuddy, Nimbuzz চেষ্টা করেছি, Support করছে না…

Level 0

আমার Samsung-j700 model এর সেট। আমার টায়
*Trace setting
*OTA Type setting
*serial Test
পর্যন্ত আসছে কিন্তু *OTA Test আসছে না কি করি বলুন তো?

Level 0

ভাই, আমার samsung chat 322, সমস্যা হচ্ছে আমার মোবাইল এ ৪ এমবি এর বেশি (সকল সফটওয়্যার মিলে মোট ৪ এমবি) কোনো সফটওয়্যার ইন্সটল করা জায় না, কিন্তু আমি অনেকগুলো সফট ইন্সটল করতে চাই, কুনু উপায় বললে আসেস খুসি হব।

    ভাই, আপন Chatting-এর জন্য কোন Soft-টি Use করেন?

    ঃ(@মিরাজ ভাই আপনার সেট এ মনে হই কোন সমস্যা আছে।। কেয়ার সেন্টারে নিয়ে যেতে পারেন ।। কারন আমার ভাই এর ওই সেট আছে সফটওয়্যার ইন্সটল করতে কোন সমস্যা করে না

      Level 0

      @ফাইয়াদ ইফতিখার রাফী: আপনার পোস্টটা ভাল লাগছে, c322 তে ম্যাক্সিমাম ৪ মেগাই দেখায় যেটা মিরাজ ভাই ও বলছেন। এই সফটওয়্যারের মেমোরি কি কোন ভাবে বাড়ানো যাবে?

Level 0

ebuddy ইউস করছি, getjar.com এ গেলে পাবেন,

Level 2

Samsung touchscreen mobile এর জন্য ভাল কোন software থাকলে শেয়ার করবেন।

ভাই আমার নকিয়া ২৭০০ সি সেটটি দিয়ে অনেক গেম ডাউনলোড করার সময় File tobe large কিংবা ডাউনলোড শেষে ওপেন করার সময় Aplication Eror দেখায় ।প্লিজ ভাইয়া এর একটা সমাধান দিন ।প্লিজ ।

Level 0

Samsung Ch@t-322 এ কল রেকর্ড করা যায়না, এটার কি কোন সমাধান আছে।

আপনার এই কোড টি মারলাম বাট আমার মোবাইল কোনো রেসপনস কোরলো না আমি samsung GT-5603 Model use kori…..

    samsung GT-5603 এর Java Test মেনু কোড আলাদা ।। আর আপনার সেট এ ঐ প্রকার কোন সমস্যা হওয়ার কথা না……।।

আমার নকিয়া ৬০৩০ সেটে ২০০ কেবি এর বেশি জার ফাইল সাপোর্ট করছে না। কি করি?

    😛 ওর চেয়ে বড় জার ফাইল সাপোর্ট করলে ত আপনার সেট অজ্ঞান হয়ে যাবে 😉
    নকিয়া Default ভাবে ওটা সেট এর জন্য ঠিক করে দিয়েছে মনে হই

ভাই শখ করে … SAMSUNG c3303 Champ কিনলাম …এখন সফটওয়্যার ইন্সটল হচ্ছে না :(( :((
“Downlaoded JAR are invalid” দেকাচ্ছে ….
Pls হেল্প …….. :'(

    সফটওয়্যার আপডেট দেন……।। মাষ্টার রিসেট দিতে পারেন দেখেন ঠিক হই নাকি …
    মাষ্টার রিসেট—-:*2767*3855#

    rafi vi ami to champ o chat e apner niom moto spess bariesi but sobkisu download hoy kintu instll hoyna bises kore opera mini master reset deao dekhesi….

    নতুন সেট তাই স্যামসাঙ কেয়ার এ দিয়া আসলাম সফটওয়্যার আপডেট এর জন্য 😐

Level 0

ভাই সমস্যা হচ্ছে,
আমার সেট এর মডেল E251
*#52828378# দেয়ার পর শুধু

*Trace setting
*OTA Type setting
*serial Test………………….আসে
তারপর OTA Type setting এ গেলে সুধু আসে

GPRS bearer OTA
Serial bearer OTA………………………কিন্তু কোন change maximum jar size আসে না

Level 2

sumsung chat-3222 mobile Games and more size just 3856 kb, so i cant Download many files. please give me a suggestion. How i can use unlimited java softs???

Level 0

vai amar set er model samsung e2652 duos e code ti kaj kore na….