আর নয় পুরাতন মেনু ভিউ এখন ইউজ করুন নতুন মেনু ভিউ ( সিম্বিয়ান S60v3v5) প্রমানিত

সবাই কে   ১১.১১.১১  তারিখের সুভেচ্ছা। আজ সেই রকম একটা তারিখ যা আমরা প্রতি বছর পালন করি। অনেকে এই দিন টি কে স্বরনীয় করে রাখার জন্য নানা জায়গায় বেড়াতে জায় । জাদের মনে নেই তাদের মনে করিয়ে দিলাম। তো কাজের কথায় আসি। আজ আমি দেখাবো কি ভাবে সিম্বিয়ান মোবাইল এর মেনু ভিউ চেঞ্জ করা যায়। কোন রকম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

প্রথমে এখান থেকে  menu ফোল্ডার টি ডাউনলোড করুন। তারপর এক্সট্রাক্ট করুন। এক্সট্রাক্ট করা মেনু ফোল্ডার টি আপনার মোবাইল এর মেমোরি কার্ড এ ট্র্যান্সফার করুন। মোবাইল এ এক্সপ্লর ওপেন করুন।

মোবাইল অবশ্যই হ্যাক করা হতে হবে।

মেমোরি কার্ড এ যান।

 

মেনু ফোল্ডার টি ওপেন করুন

rompatcher ইন্সটল করুন

ছবি দেখুন

রম প্যাঁচার ওপেন করুন

অপশন এ গিয়ে Disable caps এ ক্লিক করুন

এবার ্মেনু ফোল্ডার এ গিয়ে C2Z ফোল্ডার ওপেন করুন

C2Z.RMP কপি করুন

E:\ patches এ পেস্ট করুন

আবার রম প্যাঁচার ওপেন করুন। C2Z এর উপর অপশন এগিয়ে PATCH APPLY করুন

দেখেবেন সবুজ হয়ে গেছে। বের হয়ে আসুন

এবার মেনু ফোল্ডার এ গিয়ে Private ফোল্ডার টি কপি করুন

ডাইরেক্ট   C:  তে পেস্ট করুন

কপি হচ্ছে

হচ্ছে

দেখবেন মেসেজ এসেছে নিচের মত। ওকে করুন

কাজ হয়ে গেছে। একবার রিস্টার্ট দিন। এবার যেকোনো জায়গায় অপশন এগিয়ে CHANGE MENU VIEW  তে যান

যদি  Grid দেওয়া থাকে List এ ক্লিক করুন। একটু সময় লাগবে। ব্যাস কাজ শেষ

বলবেন how to see me

কিছু ছবি

তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেট অফ করে অন করলে প্যাচ ডিসেবল হয়ে জেতে পারে। তাই সেট অফ করে অন করলে C2Z প্যাচ অ্যাপ্লাই করতে হবে । করা থাকলে প্রয়োজন নেই।

এই টিউনটি যদি একটু ভাল লাগে তবে আমার ব্লগ থেকে একটু ঘুরে আসুন

মিডিয়া ভুবন

Level 2

আমি */*/*/*/ব্রাদারহুড */*/*/*। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 579 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি "ফয়সাল"। আমার হাতেখড়ি এই টেকটিউনস থেকে। তাই টেকটিউনস ছাড়া থাকতে পারিনা ।বর্তমান এ নিজের ব্লগ নিয়ে পরে আছি। (www.mediaarchive.tk) ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

screen shot ঠিক ভাবে আসে নাই

আবার চেক করুন ঠিক করছি

ভাল টিউন। 🙂

Level 0

superv!

ভাল হয়েছে। ক্যারি অন বস।

সেট হ্যাক করা না থাকলে কাজ করবেনা

সেট হ্যাক করা না থাকলে কাজ করবেনা আমার সেট হ্যাক করা জায় না তাই ইচ্ছা থাকা সত্তেও করতে পারব না আগেও করে বিফল হয়েছি

Level 0

bhai jotodur mone holo tate eta ager je manu view asay oigulare disable kore diye notun duita chalu korbe……..poratongula rekhe notun gulo neya jae kina ei typer ekta tune koren..dhonnobaad

Level 0

আমার Nokia E52. আমি কিভাবে আমার সেট হ্যাক করবো? সেট হ্যাক কারর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে একটু বলুন। plez,

    @Shetu: সেট হ্যাক করলে সুবিধা তো আছেই কিছু কিছু অসুবিধাও আছে যেমন আপনার সেট slow হতে পারে hang হতে পারে মাঝে মাঝে সেট open হতে দেরি করতে পারে

Level 0

আমার নোকিয়া 5320 te V-SHAPE আর Horse-shape অটো দেওয়া থাকে। এটার আর প্রয়োজন হলো না

Level 0

ভাই আমি গত ৪ দিন ধরে try করছি কিন্তু পারতাসি না ,আমার memory card এ patchs folder creat হয় না।আমার সেট এর model nokia 3250 . সেট hack করা ই আসে ,কিন্তু হচ্ছে না ,কিভাবে কি করব ?

ভাই আপনার সেট কি দিয়ে হ্যাক আমাকে জানান। আর সেট হ্যাক করতে চাইলে এই লিঙ্ক এ যান https://www.techtunes.io/mobileo/tune-id/102949/

good boss

vhai ami e63 use kori. Rompatch a c2z patch apply kor le phone automatic restart hoy. joto bar apply kori toto bar restart. Please help me