এবার সোসাল নেটওয়ার্কিং জগতে প্রবেশ করল পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি অ্যাপল!

অ্যাপল এর প্রথম সোস্যাল নেটওয়ার্ক ‘পিং’ , যা আইটিউন্স এর মাধ্যমে চালানো যাবে। সান ফ্রান্সিসকো তে অনুষ্ঠিত এর উদ্বোধনী অনুষ্ঠানে ‘পিং’ -এর ব্যাপারে স্টিভ জব্‌স বলেন, -”এটা হলো মিউজিক জগতের জন্য এক বিশেষ ধরনের সোস্যাল নেটওয়ার্ক”।

অ্যাপল আশা করছে যে , এই নতুন সেবাটি পছন্দনুযায়ী সঠিক গানটি খুঁজে বের করতে ব্যবহারকারীকে সাহায্য করবে । নতুন এই সোস্যাল নেটওয়ার্কে যে বিশেষ সুবিধাগুলো থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো , এতে অনলাইনে বন্ধু এবং প্রফেশনাল মিউজিশিয়ানদের সাথে নেটওয়ার্কিং সিস্টেম করা , যা অনেকটা টুইটারের আদলে গড়া হয়েছে ।

তবে অ্যাপল এর কো-ফাউন্ডার স্টিভ ওজনিয়াক এর মতে, “আমার কাছে মনে হয়েছে এটা ফেসবুকের মতই, কিন্তু ফেসবুক হলো জীবন আর পিং হলো মিউজিক”।
এছাড়াও পিং এ থাকছে এক বিশেষ ধরনের প্লেলিস্ট, যেখানে দেখা যাবে বন্ধুরা কোন ধরনের গান বেশি শুনছে এবং পছন্দ করছে।

পিং এর ব্যাপারে স্টিভ জব্‌স আরো বলেন , “আমরা মনে করছি এই সোস্যাল নেটওয়ার্কটা খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে কারণ বিশ্বের ১৬০ মিলিয়ন মানুষ আজই এটা শুরু করতে পারবেন ”।

”আইটিউন্স-১০” ইন্সটল করার মাধ্যমে ব্যবহারকারীরা ‘পিং’ সোস্যাল নেটওয়ার্কে যুক্ত হয়ে যেতে পারবেন । এটি উইন্ডোস পিসি অথবা ম্যাক এবং আইপ্যাড ও আইফোনে চলবে।

আরও বিস্তারিত জানতে চাইলে আপনি ঘুরে আসতে পারেন “পিং” এর ওয়েবসাইট থেকে ।

http://www.apple.com/itunes/ping/
তথ্যসূত্র

Level 0

আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আচ্ছা মিউজিক জগতের জন্য এক বিশেষ ধরনের সোস্যাল নেটওয়ার্ক বুঝলাম, কিন্তু এর কারন কি ? এখানে কই শুধু মিউজিক কেই প্রাধান্য দেয়া হবে নাকি ! দেখা যাক আমাদের জন্য কি সুবিধা ওয়েট করছে। ধন্যবাদ তথ্য টা শেয়ার করার জন্য।

আর কত ?
ফেসবুক তো পুরাই গুগল প্লাসের নকল। সবাই সোসাল নেটওয়ার্কে গেলে ক্ষেত হইতে বেশি দেরি নাই। মানুষের টাইম নষ্ট…

যেমন – টিভিতে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠান।

    @মাসপি: “ফেসবুক তো পুরাই গুগল প্লাসের নকল।” নাকি “গুগল প্লাস তো পুরাই ফেইসবুকের নকল।” 😛

বড় বড় প্রতিষ্ঠান গুলার সোসাল নেটওয়ার্কিং তৈরী একটা ফ্যাসান হয়ে দাড়াবে ভবিষ্যতে।

good tune………….
ভাই কেউ আমােক help করুন…..আমার laptop AC mood e ঠিকমত চলছে কিন্তু charge হচ্ছে না

Level 0

আজকাল রেয়ালিটি শো আর সসিয়াল সাইট গুল এক রম এ হয়ে গেসে এক গেয়েমি ।।

কিন্তু এটা তো আজ কালকের খবর না! গত বছর অথবা তার আগের বছর থেকে Apple এই প্রজেক্টটা চালাচ্ছে। খুব একটা জনপ্রিয়তা পায়নি সার্ভিসটি। আমিও প্রায়ই গান সিংক করার সময় ভাবি একবার ঢুকব। কিন্তু এমন কিছু আকর্ষনীয় নেই যে কারনে এই সার্ভিসটি ব্যবহার করব।

now its ok……….. without anything doing………..