এস.এস.সি 2009-2010(ভর্তিযুদ্ধে) সেশনের ছাত্র-ছত্রীরা এবার কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে । সরকারী কলেজ এই প্রথমবারের মত অনলাইনে ভর্তির কর্যক্রম শুরু করেছে।

টিউন বিভাগ খবর
প্রকাশিত
Level 2
Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।

  • একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে তোড়জোড়। ইতিমধ্যে রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি ও নামিদামি কলেজে ভর্তি ফরম ছাড়া শুরু হয়েছে। এ কারণে দিন দিন বিভিন্ন কলেজে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের ভিড় বাড়ছে। কোনো কোনো কলেজ মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, বেতন মওকুফ, এককালীন বৃত্তি ও বিনা বেতনে পড়ার সুযোগ অফার করেছে। আবার খ্যাতনামা কলেজগুলোতে ভর্তির জন্য অভিভাবকরাও ছুটছেন কলেজ অধ্যক্ষ, গভর্নিং বডির চেয়ারম্যান ও সদস্যদের বাসায়।
  • এবারও সারাদেশে জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জনকারী ৮২ হাজার ৯৬১ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে রয়েছে ভালো কলেজে ভর্তি হতে না পারার অনিশ্চয়তা। ভর্তিযুদ্ধে মেধাবী ছাত্রছাত্রীরা এখন পছন্দসই কলেজে ভর্তি হতে হন্যে হয়ে ঘুরছে।
  • জানা গেছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবারও কলেজে ভর্তি পরীক্ষার বদলে মেধার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। গতবারের মতো এবারও সরকার শহরাঞ্চলের কলেজগুলোতে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য ১০ ভাগ আসন সংরক্ষিত করেছে। ফলে এ কলেজগুলোতে মধ্যম মানের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বেড়েছে। এবারের এসএসসির ফল অনুসারে প্রায় ৮৩ হাজার শিক্ষার্থীর মধ্যে শহরের ভালো কলেজে ভর্তির জন্য মূল প্রতিযোগিতা হবে।
  • শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ীএ বছর ৮টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৮ লাখ ১০ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী। মাদরাসা বোর্ড থেকে এবার এসএসসি বা সমমান পর্যায়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ১ লাখ ৯৭ হাজার ৬৯৯ জন শিক্ষার্থী।  সরকারি কলেজে আসন আছে ১ লাখ ১১ হাজার ১৫০টি এবং বেসরকারি কলেজে আসন আছে ৬ লাখ ৯৮ হাজার ৮৫০টি। । ৮টি বোর্ডে মোট আসন কম আছে ৬৬৬টি। বিভিন্ন বোর্ডের কলেজে আসন বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকার কয়েকটি সরকারী কলেজ এই প্রথমবারের মত অনলাইনে ভর্তির প্রক্রিয়া হচ্ছে।এস.এস.সি 2009-2010 সেশনের ছাত্র-ছত্রীরা এবার কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে। নিচে ঢাকার  শীর্ষ কয়েকটি কলেজের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলঃ

শিক্ষার মাঝেই আলো

ঢাকা

ঢাকার সরকারী কলেজগুলো

ঢাকা কলেজ

  • একাদশ শ্রেণীতে ভর্তিপ্রক্রিয়া । যোগ্যতা: জিপিএ বিজ্ঞানে-৫, ব্যবসায় শিক্ষায়-৪.২৫, মানবিকে-৩.৫০। সকাল ৯টা থেকে ৪টা। স্থান: কলেজ অডিটরিয়াম, ঠিকানা: মিরপুর রোড, নিউমার্কেট, ঢাকা।

রাজউক উত্তরা মডেল কলেজ

  • একাদশ শ্রেণীতে বাংলা মাধ্যম (প্রভাতী ও দিবা) এবং ইংরেজি মাধ্যমে ভর্তির প্রক্রিয়া । আবেদনের যোগ্যতা: জিপিএ বিজ্ঞানে-৫ ব্যবসায় শিক্ষায়-৪.৫০, মানবিকে-৩.৭৫। আবেদনপত্র বিতরণ ও জমা দেওয়ার শেষ তারিখ: ১০ জুন। ফল প্রকাশ: ১৭ জুন। ঠিকানা: সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা।

*ওয়েবসাইট হ্যাক করেছে হেকারআপনার কস্ট করে কলেজ যান।

ঢাকা কমার্স কলেজ

  • একাদশ শ্রেণীতে ভর্তিপ্রক্রিয়া । যোগ্যতা: জিপিএ-৪, চতুর্থ বিষয়সহ। কোনো বিষয়ের মান ‘সি’ গ্রেডের নিচে গ্রহণযোগ্য নয়। ঠিকানা: মিরপুর, ঢাকা।

ঢাকা সিটি কলেজ

  • একাদশ শ্রেণীতে ভর্তির । যোগ্যতা: বিজ্ঞান গ্রুপ থেকে জিপিএ-৫ (ন্যূনতম-৪.১ পয়েন্ট), উচ্চতর গণিত থাকতে হবে। ব্যবসায় শিক্ষা শাখা: জিপিএ-৪.৮১ ছেলেদের জন্য, ৪.৫০ মেয়েদের জন্য। মানবিক শাখা: যেকোনো গ্রুপ থেকে ছেলেমেয়ে উভয়ের জন্য ৩.৩৮। ঠিকানা: রোড-২, ধানমন্ডি।

*অনলাইনে Admission form সাময়িক ভাবে প্রবলেমআপনারা কস্ট করে কলেজ যান।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

  • বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তিপ্রক্রিয়া । যোগ্যতা: জিপিএ বিজ্ঞানে-৫, ব্যবসায় শিক্ষায়-৪ ও মানবিকে-৩।
  • H.S.C. Admission Form for the Session 2010-2011

নটরডেম কলেজ

  • ঠিকানা - মতিঝিল, ঢাকা

*অনলাইনে Admission form সাময়িক ভাবে প্রবলেমআপনারা কস্ট করে কলেজ যান।

হলিক্রস কলেজ

  • বাংলাদেশের নারী শিক্ষার ক্ষেত্রে একটি খ্যাতিনামা শিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত। এখানে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিন বিভাগেই শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

  • জিপিএ বিজ্ঞানে-৫, মানবিকে-৩.০০, ব্যবসা শিক্ষা-৪.০০ থাকতে হবে।
  • ঠিকানা: মতিঝিল, ঢাকা।

ঢাকা ইমপিরিয়াল কলেজ

  • একাদশ শ্রেণীতে জিপিএ বিজ্ঞানে ছাত্র-৪.৬০, ছাত্রী-৪.৫০, ব্যবসা শিক্ষায় ছাত্র-৩.৫৬, ছাত্রী-৩.২৫, মানবিকে ছাত্র-৩.০০, ছাত্রী-২.৭৫, সংগীত শাখায় ছাত্র-৩.০০, ছাত্রী-২.৭৫। ঠিকানা: নিউ মার্কেট, ঢাকা। ফোন: ৮৬১০২৪৫।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

  • Bir Shreshtha Noor Mohammad Rifles Public school and college at BDR Headquarters, Peelkhana, Dhaka is one of the most reputed educational institutions in Dhaka Metropolitan City.

ভিকারুননিসা নুন স্কুল এন্ডকলেজ

  • ঢাকার বেইলি রোডে অবস্থিত বাংলাদেশে মেয়েদের একটি স্বনামধন্য স্কুল। ১৯৫২ সালে তৎকালীন পাকিস্থানের পূর্ব পাকিস্তান প্রদেশের (বর্তমানে স্বাধীন বাংলাদেশ) গভর্নর ফিরোজ খান নুনের সহধর্মিনী ভিকারুননিসা নুন ঢাকায় মেয়েদের একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান শুরু করার লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেন তার পর কলেজ ও তাঁর নামানুসারেই স্কুলটির নামকরণ করা হয়েছে।

টিএন্ড টি মহিলা ডিগ্র কলেজ

  • Wireless Gate, Mohakhali,
    PS. Gulshan, Dhaka-1212.
    Dhaka, Bangladesh
    E-mail: [email protected]
    Telephone: Principal: 029888960, 01550400112
    Mobile Phone Number: Office: 01712036460, 01718513295
  • ওয়েব সাইট:http://tandtmc.edu.bd/

রাজধানীর সরকারি কলেজের আসন :

ঐতিহ্যবাহী ঢাকা কলেজে একাদশ শ্রেণীতে এক হাজার ১১০, মিরপুর সরকারি বাঙলা কলেজে এক হাজার ৩৫০, আগারগাঁও সরকারি সঙ্গীত কলেজে ৭৩, গার্হস্থ্য অর্থনীতি কলেজে ৫০, সরকারি বিজ্ঞান কলেজে ৭৫০, কবি নজরুল সরকারি কলেজে ৭৫০, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৯৫০ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এক হাজার ৩৭৫টি আসনে এবার শিক্ষার্থী ভর্তি করা হবে।পাশাপাশি-

  • *আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ,
  • *আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ,
  • *ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজ,
  • *ইস্পাহানী গার্লস স্কুল অ্যান্ড কলেজ,
  • *উইলস লিটল ফ্লাওয়ার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,
  • *এএফ শাহীন কলেজ (কুর্মিটোলা),
  • *ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ,
  • *ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি কলেজ,
  • *ঢাকা স্টেট কলেজ,
  • *তেজগাঁও কলেজ,
  • *উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ,
  • *বিএএফ শাহীন কলেজ (তেজগাঁও),
  • *বীরউত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ,
  • *বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ,
  • *মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ,
  • *মাইলস্টোন কলেজ,
  • *মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট,
  • *মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ,
  • *মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক কলেজ,
  • *সিদ্ধেশ্বরী কলেজ,
  • *সিদ্ধেশ্বরী গার্লস কলেজ,
  • *সেন্ট জোসেফ,
  • *শহাজালালমাটিয়া মহিলা কলেজ,
  • *হাবীবুল্লাহ বাহার কলেজ


==================================================================================================

<<<<<<<<<ঢাকার বাহিরের বিভিন্ন জেলার কলেজ সমুহ>>>>>>>>>>

বগুড়া

Government Azizul Haque University College:

বরিশাল

Galachipa Secondary School &College:

  • Established in 1932 is spreading the light of knowledge till now with reliability, confidence and sincerity. The school is under Barisal Education Board, Bangladesh.
  • ওয়েব সাইট:http://www.galachipasecondaryschool.net

সিলেট

Sylhet Cadet College:

  • Having graduated from Sylhet Cadet College, the ex-cadets felt the need to have an organization of their own at the heart of their heart.
  • ওয়েব সাইট:http://www.sylhetcadetcollege.org

কুমিল্লা

কুমিল্লার ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ:

  • একাদশ শ্রেণীতে  ভর্তি যোগ্যতা: বিজ্ঞানে জিপিএ-৫, মানবিকে জিপিএ-৩.৫০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৪.৭৫। তবে বিজ্ঞান বিভাগ থেকে যারা ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৪.৫০ থাকতে হবে। একই সঙ্গে ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক বিভাগে জিপিএ-৪.২৫ থাকতে হবে।

রাজশাহী

রাজশাহী কলেজ:

  • বাংলাদেশে এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু হয়। কলেজটি রাজশাহী শহরের কেন্দ্রস্থলে রাজশাহী কলেজিয়েট স্কুল এর পাশে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ‍্যালয়ের অধীনে মাস্টাসর্ ও সম্মান ডিগ্রি প্রদান করে থাকে।

চট্টগ্রাম


চট্টগ্রামের সরকারী কলেজগুলো

  • চট্টগ্রামের কয়েকটি সরকারী কলেজ এই প্রথমবারের মত অনলাইনে ভর্তির প্রক্রিয়া।এস.এস.সি 2009-2010 সেশনের ছাত্র-ছত্রীরা এবার কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে। নিচে চট্টগ্রামের শীর্ষ কয়েকটি কলেজের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলঃ

হাজী মুহম্মদ মুহসীন কলেজ:

চট্টগ্রাম কলেজ:

সরকারি সিটি কলেজ:

চট্টগ্রাম সরকারী মহিলা কলেজ,নাসিরাবাদ:

বি:দ্র:আপডেট চলবে….সরকারি ঘোষনা দেওয়ার পর থেকে আবেদন জমা দেওয়ার কাজ শুরু হবে।

যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।
এই প্রত্যাশা রেখে
“আল্লাহ হাফেজ”

Level 2

আমি মঈন খাঁন। Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 610 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

tune ta onek sundor hoise. Future e kaje lagbe. thanks

    Level 2

    ধন্যবাদ।
    ভাই ,ওনেক ধন্যবাদ।

কিন্তু রাজশাহী কই ভাই? আমি আবার চাঁপাই নবাবগঞ্জ এ থাই তো!

জটিল পোস্ট

    Level 2

    ধন্যবাদ।
    ভাই ,আবার কি সেই কলেজের কফি হাউজের আড্ডায় যাওয়ার ইচ্ছাজাগে।
    '''''''বি:দ্র:আপডেট চলবে''''….টিউনে এই কথা টি বলা আছে।

তথ্যের উৎস কী? এখনো তো কোনো কলেজ সার্কুলার দেয়নি বলেই জানি। উৎস ক্লিয়ার করুন। কারণ, কলেজের সাইটগুলোতেও তেমন কোনো তথ্য নেই।

    Level 2

    ধন্যবাদ।
    অনলাইনে ভর্তির কর্যক্রম শুরু করেছে ।তাই সবাই কে তথ্যটা বালার জন্য।
    এবং সর্বদা আপডেট চলবে।উৎস কোন কথা না,নামি-দামি কলেজ গুলোতে-ভর্তি যুদ্ধে জিতার জন্য সবার যেন কাজে লাগে তাই আগেই দিলাম।

    উৎস কোনো কথা না? আপনার কথা শুনে হাসবো নাকি মেজাজ খারাপ করবো বুঝতে পারছি না। প্রতিটি লেখায় উৎসই হচ্ছে মূল কথা। আপনি একটা কিছু লিখে দিলেই তো হলো না, সেটার সোর্স দিতে হবে যাতে আমরা যাচাই করে দেখতে পারি তথ্য ঠিক আছে কি না। নামি-দামি কলেজ অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু করেছে ভালো কথা, কিন্তু আপনি যে লিংকগুলো দিয়েছেন সেগুলোতে নিজেই একবার ঘুরে আসুন। এসে সাইটের কোন জায়গায় এ বছর ভর্তির যোগ্যতা জিপিএ কত তা লেখা হয়েছে আমাকে জানান। কারণ, আমি নিজে কমার্স কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, রেসিডেন্সিয়াল কলেজের সাইটে গিয়ে খুঁজেছি যোগ্যতা কত চাওয়া হয়েছে। কিছুই পাইনি। আপনার কাছে সোর্স কোনো কথা না হতে পারে আর সবার কাছেই সোর্স গুরুত্বপূর্ণ। এবার আমাদের সোর্স দেখান।

কাজের টিউন।

    Level 2

    ধন্যবাদ।
    ভালো থাকবেন।

ভালো। কাজের খবর। আপনাকে ধন্যবাদ

    Level 2

    ধন্যবাদ।
    পাশে থাকার জন্য,,,

Level 0

টিউনটা সুন্দর হয়েছে।কিন্তু অনলাইনে ভর্তির ফরম কোথায় কিভাবে পুরন করতে হবে তাতো নেই।অনলাইনে কিভাবে ভর্তির ফরম পুরন করতে হবে দয়া করে জানাবেন।জানালে অনেক উপকৃত হব।

    Level 2

    ধন্যবাদ।
    সময় হলে জানতে পারবেন।
    কারন,রাজউক উত্তরা মডেল কলেজ এর ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকার ।এ কারনে অনলাইনে কাজ প্রক্রিয়াধীন সব গুলো।
    সরকারি ঘোষনা দেওয়ার পর আশারাখি সব ঠিক হবে।

ভালো খবর।

    Level 2

    ধন্যবাদ।
    টিটির পাশে থাকার জন্য,,,

ধন্যবাদ।

Level 0

অনেক কাজের একটা পোষ্ট ।নবীন ছাত্ররা আপনার জন্য অনেক দোয়া করবে।

Level 0

Thank you

Vai mobile ar maddome board challeng korte hole ki korte hobe?

ভাই আমি “মুন্সিগঞ্জ” সরকারি হরগঙ্গা কলেজ এ এপ্লাই করতে চাই কিন্তু আপনি তো এই কলেজের কোন সাইড এর কথা বলেন নাই।দয়া করে আমাকে বলবেন আমি কিভাবে সরকারি হরগঙ্গা কলেজ”মুন্সিগঞ্জ” এ এপ্লাই করতে পারি।
পোস্ট এর জন্য ধন্যবাদ।