মুসলমানদের পাশে এসে দাড়াল এক ফ্রান্সের শিল্পপতি?টিউনটি পড়েই দেখুন।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
  • পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ক্ষমতার প্রবাব দেখিয়ে ধর্মকে ধূলিরসাত করতে চায় ও চেস্টা করে।আপনি কি কখনো ভেবেছেন আপনি নিজে কি করছেন।একটু ৫ মিনিট ভাবুন তাহলে সব ঠিক করতে পারবেন।
  • ন থেকে আল্লাহ কে স্মরন করুন তাহলেও আল্লাহ আপনার সঠিক কাজ টা করতে সাহায্য করবে। এখন যে ব্যাক্তির কথা বলা হবে তিনি এক ভিন্ন ধর্মের মানুষ।যার মহত্ত্ব দেখে আসলেই বিস্মিত হতে হয়।

 

  • বিতে ডান পাশের ভদ্র লোকটি Rachid Nekkaz, একজন বিশিষ্ট ফ্রেঞ্চ ব্যবসায়ী। তিনি ঘোষণা করেছেন যত নারীকে নেকাব (বোরকা) পরিধান করার কারনে জরিমানা হবে সব তিনি বহন করবেন।
  • শুধু ফ্রান্সে নয়, যে সকল দেশে  নেকাব পরিধান করায় জরিমানা জারি করা হয়েছে, তিনি সব জরিমানা বহন করবেন।তাই আশুন সবাই আল্লাহর কাছে একবার শুকরিয়া জানাই ও সবার জন্য দোয়া করি। Rachid Nekkaz- সম্পর্কে জানতে এখানে দেখুন এবং ভিডিও টা এখানে দেখুন-

আপনাদের সুবিধার্থে বিভক্ত করেছি.
যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।
এই প্রত্যাশা রেখে
আল্লাহ হাফেজ”

*আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআন ও হাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ঠ হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....

*‘মাহে-রমজান ‘সঠিক ভাবে রোযা রাখার নিয়ম ?আশুন সঠিক ভাবে জেনে নেই?

 *নামাজ নিয়ে কোরআনে কিছু গুরুতপূর্ন কথা।ইসলামে (সালাত)নামাজ এর অবস্থান ।একটু দেখেন,ভালকিছু জানবেন?

Level 2

আমি নির্জন আলো BD(Eshcun)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 176 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

tnkz…..N pray for me

    @mthdryo:
    ধন্যবাদ ….
    সবার জন্যই দোয়া করি।

আল্লাহ্‌ তাকে হেদায়ত করুক। আল্লাহ্‌ তায়ালা মুসলমানদের সর্বদা সাহায্য কারি। এক হাদিসে পড়েছিলাম, যে ব্যক্তি আল্লাহ্‌ হয়ে যাবে, আল্লাহ্‌ তাহার জিম্মাদারি হয়ে জাবেন।

    @মোঃ আল মামুন:
    ধন্যবাদ …
    আল্লাহ সব সময় আমাদের পাশে থাকেন।কিন্তু, আমার কি তার কোন কাজ ঠিকমতো করি।

Level 0

shap hoia dongshon kore ,ojha hoia jhare

    @learner:
    ধন্যবাদ ….
    আপনার কথার সাথে ইসলামে কোন যুক্তি নেই,কিন্তু মানুষ কথাটি অন্য ভাবে ব্যবহার করে।আল্লাহর দয়া বেশি তাই আমরা বেচে যাই।ভালো থাকবেন।

আল্লাহ্‌ তাকে হেদায়ত করুক।

    @শওকত:
    ধন্যবাদ …সবাই কে আল্লাহ হেদায়েত করুক।

শুকরিয়া।

ধন্যবাদ Rachid Nekkaz । আরো ধন্যবাদ টিউন টি যিনি করেছেন।

    @Hossain Ahmed:
    ধন্যবাদ …
    আপনাদের সবার জন্যই আমি নিজেকে আল্লাহর কাজে রাখার চেষ্টা করি।আপনিও এগিয়ে আসুন।

Ami likhina but aj cokhe pano cole aslo allah take hedayet dik se jeno jannate jete pare.

ধন্যবাদ টিউন টি জন্য ….

    @rasel japan:
    আপনাকেও ধন্যবাদ। পাশে থাকার জন্য….

Level 0

Thank You vai amn valo tune korar jnno >…… aro janan amder…

    @nafihnn:
    ধন্যবাদ….
    চেষ্টা করব ভালো কিছু দেওয়ার।দোয়া করবেন,,,,,,,

ধন্যবাদ

Level 0

নেকাব সম্পর্কে আমাদের মধ্যে কিছু ভুল ধারনা প্রচলিত আছে। ইসলামে মহিলাদের পর্দা করা ফরয। তা সে বোরখা পরার মাধ্যমেই হোক অথবা ঢিলাঢালা মোটা কাপড় পরিধানের মাধ্যমেই হোক। কিন্তু নেকাব ব্যবহার বা চোখ সহ সম্পুর্ন মুখমণ্ডল ঢাকার বিধান কোন মাযহাবেই ফরয করা হয়নি, আর ভুল বোঝার শুরু এখান থেকেই। মুসলিম মহিলাদের অমুসলিম দেশে যে সমস্যা হচ্ছে তা বোরখা নিয়ে নয় বরং এই নেকাব নিয়েই আর অমুসলিম দেশগুলোর আপত্তিও এই নেকাব নিয়েই, যা কিনা নিরাপত্তার সাথে সম্পৃক্ত। আমাদের দেশেও হাজ্জ অথবা যেকোন উদ্দেশ্যে পাসপোর্টের ছবি তোলার সময়, ভোট প্রদানের সময় এমনকি ATM বুথ থেকে টাকা তলার সময়ও মুখ ঢাকা নিষেধ রয়েছে। আশা করি আমাদের দেশ সহ সারা বিশ্বের সম্মানিত ও বিজ্ঞ আলিমগন এই বিষয়টি নিয়ে ভুল বুঝাবুজির সমাধানে পদক্ষেপ গ্রহন করবেন।

    @SamuraixBD:
    ধন্যবাদ ….
    আসলে ,যখন যেখানে নেকাব পরা ও খোলা দরকার সেটা কারাই ভালো।মুসলিম হিসেবে নিজেকে ঢেকে রখা ভালো।

    @SamuraixBD: বিশেষ কারনে মুখ দেখাতে হলে সেখানে কোনো গোনাহ হবেনা যেমন হাজ্জ অথবা যেকোন উদ্দেশ্যে পাসপোর্টের ছবি তোলার সময়, ভোটার আইডী কার্ডের ছবি তোলার সময়।কিন্তু যদি সব সময় মুখ খোলা রাখা হয় এবং তার মুখ মন্ডল দেখে কোনো পুরুষ তার দিকে আকর্ষিত হলে সেটা অবশ্যই গোনাহ এর শামিল।এই জন্যই মুখ ঢাক্তে বলা হয়েছে।(যেখানে শুধু মাত্র চোখ খোলা রাখা যাবে।(আপনি খিদমাহ হাসপাতা এ গেলে দেখবেন সেখানকার আগত মহিলারা কিভাবে পর্দা করে।)
    আর কিছু কিছু ব্যপার হাদীস এবং কোর-আনে নেই।কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ি বড় বড় আলেম গন সেই কাজ করতে বলেন।এবং সেটা ইজমা এবং কিয়াস এর আলোকে।

    @SamuraixBD: জানিনা আপনি কোথা থেকে আপনার এই তথ্য জানতে পারলেন আপনার অবগতির জন্য পবিত্র কোরআনের সুরা আন নূরের ২৯ ও ৩০ নং আয়াতের অর্থ দিলাম। এখন ভেবে দেখুন। আর সকলের জন্য একটি কথা তা হল পর্দা শুধু নারীদের জন্য না পূরুষদের নজন্যও ফরজ করা হয়েছে। যা এই অর্থতেই বলা আছে আসাকরি সবাই চিন্তা করে দেখেবেন “মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও।”

Level 0

প্রকৃতপক্ষে ইসলামের বিধান সহজ, আমরাই এটাকে আমাদের জন্য কঠিন করে তুলছি।

    @SamuraixBD: একদম ঠিক কথা বলেছেন।সমস্যা এক্টাই।বর্তমান অশ্লিলতার যুগে সহজ ইসলাম কেই অনেক কঠিন মনে হয় এবং এ জন্যই সবাই আসতে আসতে ইসলাম বিমুখ হয়ে যাচ্ছে।আল্লাহ আমাদের হেদায়াত দান করুন।

Level 0

@ samuraixbd ভাই আপনি সঠিক বলেছেন প্রকৃতপক্ষে ইসলামের বিধান সহজ, তাই বলে নেকাব পড়লে জরিমানা করা নিষেধ করা তা তো হয় না ।

    @absar11:
    ধন্যবাদ ….
    আসলেই তাই,আমদের সমাজে কিছু মানুষ আছে যারা শুধু নিয়ম পাল্টায়।

    @absar11: ঠিক।ঠিক।অথচ তাদের দেশেই তাদের ধর্মের মহিলারা তাদের ধর্ম অনুযায়ি নেকাব পরে। সেটা যদি কোনো সমস্যা না হয় তবে মুস্লিম মহিলারা কেনো পরতে পারবেনা?

Level 0

সুন্দর একটা বিষয় জানিয়েছেন। কিন্তু প্রথমে ওসব হাস্যকর টিপস দেয়ার শানে নুযুলটা কি? :-/

    @Ashik72:
    ধন্যবাদ…
    ভাই নামাজের সময় মানুষ যখন মসজিদে যায়,তখন তাকে যদি বলি নামাজে আসেন তাহলে কি তাকে ৫ ওয়াক্ত নামজে ডাকা হাস্যকর ।নামজের কতো গুন আছে, তার মাঝে একটা উদাহরনে আপনার কাছে হাস্যকর লাগলো।দোয়া করি আপনাকে আল্লাহ ভালো রাখুক।

      Level 0

      @NirzonAlobd: কিছু মনে করবেন না ভাই। আসলে প্রথম পেজে আপনার টাইটেলের সাথে বিষয়বস্তুকে মোটেই সংগতিপূর্ণ মনে হচ্ছিল না। তাই বললাম।

      @NirzonAlobd:
      ধন্যবাদ…
      আপনি হয় তো আমার বাকি টিউন গুলো পড়েননি, এজন্য আপনি টাইটেল-বিষয়বস্তুর সাথে মিল না পাওয়ার-ই কথা।

    @Ashik72: নামাজ পরলে শরীরের অনেক ব্যায়াম হয়।নিয়মিত নামাজ পরলে অনেক অসুস্থ ব্যাক্তিও ভালো হয়ে যাবে।

Level 0

ধন্যবাদ Rachid Nekkaz.
NirzonAlobd @ তোমাকেও শেয়ার করার জন্য ।
কিন্তু যখন কিছু মানুষ এই পর্দাপ্রথার সুযোগ নিয়ে অন্য মানুষের জীবন হানি ঘটায় তখন তুমি কি বলবে ????
তোমার উত্তরের অপেক্ষায় রইলাম @ NirzonAlobd.

    @SPECIAL:
    ধন্যবাদ…
    ”আল্লাহর ভয় মনে থকলে কোন পাপ আসেনা।যার ঈমানের দুর্বলতা আছে সে বেক্তি পাপ করতে চিন্তা করে না।ভাই আল্লাহর হুকুম না হলে পারমানবিক বোমার সুইচও কাজ করে না।মানুষের জীবন হানি ঘটায় সেটাতো পরের চিন্তা।তবে সমাজিক ভাবে কিছু বোকা ও শিক্ষিত মানুষে ঈমানের দূর্বলতার কারনে বিভিন্ন খারপ পথ বেছে নিয়েছে।আল্লাহর মাল আল্লাহ দেখব, তাই বলে নিজেকে পাপ পথে নিব সেটা তো কখনই না।আল্লাহ বান্দার চেষ্টা দেখে,,,,,,,,,এক কথায়-তার নামই ঈমান?

    @SPECIAL: যে ঘটায় সে এর জন্য আলাহ তায়ালার কাছে দায়ি থাকবে।তাই বলে এই কারনে নেকাব বাদ দিতে হবে টা কেনো?

@don2011:
ধন্যবাদ …
সবার জন্য দোয়া করা উচিৎ।

আল্লাহ তাঁর সহায় হন

    @রেজাঊল কবির:
    ধন্যবাদ…
    সবার ভালোবাসা নিয়ে আমরা আল্লাহ কাছে দোয়া করি, যেন ভালো কিছু আমার নিজেরাও করতে পারি।

ঘটনা বুঝলাম না।এই টিউন টি করা হয়েছে ১৩ জানুরারি।কিন্তু প্রতিদিন ই টেক্টিউন্স এর প্রথম পৃষ্ঠায় থাকছে।টিউনার কি টিউন টা প্রতিদিন নতুন করে প্রকাশ করছে?

    @মুকুট:
    ধন্যবাদ….
    পাশে থাকার জন্য।টেকটিউনে হয়তো কাজ চলে,হয়তো সেটার কারনে প্রবলেম হতে পারে।

Level 2

খুবই, খুবই আনন্দ লাগল।

আল্লাহ উক্ত ব্যক্তিতে হেদায়েত দান কর, যদি তার নিয়ত সঠিক হয়।

Nekab Pora ashole kono islami shorioter Ontoborti noy borong amader ma bon der upor purushtantrik somajer chapiye deya babostha. apni al quran & Hadith e jotogulo ayat ache Porda somporke sob gulo pore dekhte paren ar jonne.

asole amra meye der k amader vog ponno hisebe dekhi ar amader iman bachate tader dheke rakhte boli tader oisob Organ je gulo allah ba rasul korte bolen ni. orthat nijer mongora.

NEKAB DIYE MUKH DHAKA OR NA DHAKA KONO BISHES OBOSTHAR UPOR NIRVOR KORE NA. BORONG SOB OBOSTHA TEI JAYEJ.

J khane allah Hajj er somoy nari purus er jonno alada kono jayga rakhen ni.

J khane sahabader sathe Jihad er Field e gechen.

J khane Ma Ayesha (Raw) khulafaye rashidin er upodesta chilen.

Sei adhunik islam k amra kotipoy sartthonneshi KatMolla Nijeder Sowaber bostha vore behest er tala churi korar jonne uthepore legeche nijeder chokher agrashon theke rokkha pete meyeder upor chapiye dicche.

OTHOCHO KOYJON HUJURER KACHE NIYOMITO WAJ SUNEN CHELEDER PORDA SOMPORKE??????

Level 0

খুব ভালো একটা সংবাদ। আল্লাহতায়ালা কখনো কখনো বিধর্মীরদের কাছ থেকেও মুসলমানদের জন্য খিদমত নেন। হেদায়েত আল্লাহতায়ালার হাতে। কাকে কখন হেদায়েত দিবেন তা উনি একমাত্র জানেন।