আনুষ্ঠানিক ভাবে অ্যালার্টপের যাত্রা শুরু বাংলাদেশে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

অনেক আনন্দ আর উদ্দিপনা নিয়ে বাংলাদেশে অ্যালার্টপে তাদের যাত্রা শুরু করল । তাদের বাংলাদেশর স্লেগান হচ্ছে “মুহূর্তে আপনার টাকা আপনার হাতে”। গত ২২ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস এর সফট এক্সপো ২০১২ মেলার প্রথম দিনেই উদ্বোধন হয় অ্যালার্ট পে'র কার্যত্রম। এবং গত ২৫ই মার্চ আনুষ্ঠানিক ভাবে অ্যালার্টপে যাত্রা শুরু বাংলাদেশে।

অ্যালার্টপে হচ্ছে একটি কানাডীয় অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান । পেমেন্ট প্ল্যাটফরমের ধরনের সার্ভিসের উদ্যোগ বাংলাদেশে এটাই প্রথম। বাংলাদেশে ঢাকাভিত্তিক প্রতিষ্ঠান ক্যাসাডা টেকনোলজি লিমিটেড এর সহযোগিতায় এ কার্যক্রমটি বাংলাদেশে শুরু হয়েছে। এই পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশে ফ্রিল্যান্সার এবং আইটি কর্মীরা তাদের আন্তর্জাতিক কোনো কাজের জন্য পাওনা অর্থ সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন।

অ্যালার্টপে’র ওয়েবসাইট [http://www.alertpay.com] এ ব্রাউজ করে তার নিজস্ব অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন বিনামূল্যে। এবং পরবর্তীতে প্রতি ট্রানজ্যাকশনে (সর্বোচ্চ ৫০০ ডলার) বাংলাদেশি ২৪০ টাকা ফি’র বিনিময়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা করতে পারবেন। এ লক্ষ্যে বাংলাদেশে ব্যাংক এশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে অ্যালার্টপে।

বাংলাদেশে অ্যালার্টপের যাত্রা শুরু হওয়াতে বাংলাদেশি ফ্রিল্যান্সার এবং আইটি কর্মীরা খুবই উপকৃত হবে বলে অনেকে মনে করছেন । অ্যালার্টপের বাংলাদেশিদের জন্য তৈরি অফিসিয়াল ফেসবুক ট্যাব থেকে বিভিন্ন তথ্য সংগ্রত করতে পারবেন।

পোষ্টটি আরো বিস্তারিত ভাবে আমি আমার ইংরেজি ব্লগে প্রকাশ করেছিলাম।

Bangladeshi First Online Payment Gateway “AlertPay Bangladesh” Officially Launched

Level 0

আমি মার্ক বিপ্লব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 180 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার ভাললাগে নতুন কিছু জানতে আর জানাতে।আমি খুব একরোখা স্বাধীন ভাবে চলতেই বেশি ভালো লাগে।গান আর কম্পিউটার এই দুইটিই আমার বেচে থাকার সম্বল মাঝে মাঝে গলা ছেড়ে গান করি।স্বপ্ন দেখি নতুন দিনের আর নতুন কিছু আবিস্কার করার। আমাকে ফেসবুকে অখবা টুইটারে ফলো করুন । আমার ব্লগের পোষ্টগুলোর নিয়মিত আপডেট পেতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পেপালে কিভাবে একাউন্ট খুলতে হয়, কিভাবে DBBL এর একাউন্ট add করতে হয় এবং টাকা উঠানের বিস্তারিত ভাবে একটি টিউন করুন
ধন্যবাদ