ধমনী নষ্ট করতে মাত্র একটি সিগারেটই যথেষ্ট !!!!!!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ধূমপানের ভয়াবহতা বা এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমরা বিভিন্ন সময়ে না না ধরনের তথ্য পেয়ে থাকি। ধুমপান না করার জন্য প্রচার করা হয় না না সচেতনতামূলক অনুষ্ঠান। হয়ে থাকে বিভিন্ন সভা, সম্মেলন। সম্প্রতি এক গবেষণায় ধূমপানের ভয়াবহতা মানুষের ধারণার চেয়েও বেশি এমন তথ্য প্রদান করা হয়েছে। কানাডার পরিচালিত ওই গবেষণায় বলা হয়, কোন তরুন যুবকের স্বাস্থ্য নষ্ট করে দিতে একটি জ্বলন্ত সিগারেটই যথেষ্ট। নতুন ওই গবেষণায় আরো বলা হয়, মাত্র একটি সিগারেটই পারে যুবকদের ধমনী দূর্বল করে দিতে।ম্যাগগিল ইউনিভার্সিটির হেলথ সেন্টারের প্রফেসর ড. স্টিলা ডাসকালোপুলো বলেন, একটি সিগারেট ১৮ বছর বয়সী কোন যুবকের ধমনিকে ৩০ বছর বয়সী কোন ব্যক্তির ধমনির মত বৃদ্ধ করে দেয়। কমপক্ষে ২৫% যুবকের ক্ষেত্রেই এটা হয় বলে জানান ড. স্টেলা। ধুমপানের ফলে ধমনীগুলো এমন কঠিন হয়ে যায় যে, তা  রক্ত সঞ্চালনে বাঁধা প্রদান করে। হৃৎপিন্ডের কাজকে আরো কঠিন করে দেয়,  ফলে তা রক্ত সঞ্চালনে বাঁধার সৃষ্টি করে। এর ফলে সবচেয়ে যে ঝুকির সম্মুখীন হতে হয় তা হল হৃদরোগ বা স্ট্রোক। ড. স্টেলা বলেন , আমাদের ফলাফলটি অনেক কার্যকর কেননা এতে বলা হয়েছে , প্রতিদিন মাত্র কয়েকটি সিগারেট মানবদেহের ধমনীর উপর নেতিবাচক প্রভাব ফেলে। শরীরে জন্ম দিতে পারে নানা ধরনের সমস্যার।

(একটি দৈনিক পত্রিকা অবলম্বনে)

যারা এখনো ধূমপান করেন তারাই বলেন..... কি করবেন......???

ধূমপান চালিয়ে যাবেন ......নাকি....ছেড়ে দেবেন।

Level 0

আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

” I NEEDS NEEDS NEEDS & NEEDS MORE CIGARETTES FOR LIVE A HAPPY LIFE”

Level 2

জনাব অনুপম শুভ, অনেক অ—–নে—-ক ধন্যবাদ টেকপরিবারকে একটি সুন্দর এবং শিক্ষনীয় টিউন উপহার দেবার জন্য ।

তারপর, জনাব HDD LESS আপনাকে বলছি , আপনার অসুস্থ মানসিকতার বিকৃত মতামতটি পড়লাম । আপনি তো সুখ অথবা জীবনের মানেই জানেন না । আর তাই আপনার মতো মন মানসিকতার সবাইকে শুধুমাত্র সিগারেট নয় সম্ভব হলে গাজাঁ , হেরোইন সব একসাথে খাওয়া প্রয়োজন । আপনার মতো হতাশাগ্রস্থদের জন্য এই উক্তিটি বোধহয় যুক্তিযুক্ত হবে “প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না ।” হতাশার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে চেষ্টা করুন , দেখতে পাবেন জীবন কত সুন্দর , কত সুখের। আর যে কোন বিষয়ের ভাল মতামত দিন , যাতে করে কারো ভুল শুধরে যেতে পারে । আপনার কাছ থেকেও সবাই অনেক কিছু শিখতে পারে ।

বিঃদ্রঃ আমার এই মতামত কাউকে ব্যক্তিগত আক্রমনের লক্ষ্য নয় । আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আর হ্যাঁ , আমার ভুলগুলিকে ফুল ভাবার কোন যুক্তি নেই, শুধরে দেবার জন্য মতামত করতে ভুল করবেন না ।

ধন্যবাদ টেকপরিবারের সবাইকে , আবারও ধন্যবাদ বিশেষ করে অনুপম শুভ আপনাকে সুন্দর টিউন করার জন্য ।

মোহাম্মদ রেজাউল করিম মনি
জেদ্দা , সৌদি আরব ।

Level 2

MONI BAI….SOTTI BOLTE KI AMI CIGARETTE CHARA ONNO KICU KHAI NA….AR SUKKHER KHOTA BOLCEN JE AR MANE KI …AMI BUJI NA…HOTHE PARE….TOBE BAI….KARO BEPARE MONTOBBO KORAR AGGE TAR JIBON SOMPORKE JANTE HOI….SUDU A TUKUI BOLBO APNI KOTO GULU PRIYO & OTI PROYOJONIO JINIS CIRO DINER JONNO HARIYECEN KHUBI OLPO SOMOYE.