সাকিব আল-হাসানের সাথে এক সন্ধ্যা এবং আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় দিন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

পিসিতে বসে ঝিমাচ্ছিলাম এমন সময় ফোন আসলো। ফোনের অপর পাশের ব্যক্তি জানালেন তিনি প্রিয় টেক থেকে ফোন করেছেন এবং আমাকে ৮ই নভেম্বর রুপসী বাংলায় সাকিব আল-হাসানের সাথে ডিনার করার জন্য ইনভাইট করা হয়েছে।

কথাটা শোনার পর আনন্দে মনটা ভরে গেল। এরপর আরো অনেক কথাই উনি বলেছেন কিন্তু সেগুলো আমার কানে ঢুকছিল না।

কম্পিউটার সোর্স এবং প্রিয় টেক মিলে একটা প্রতিযোগীতার আয়োজন করে। যেখানে পোস্ট দিতে হবে এবং বিজয়ীরা সাকিব আল-হাসানের সাথে ডিনারের সুযোগ পাবে। আমিও সেই প্রতিযোগীতায় অংশ গ্রহন করি। হ্যাকারদের নিয়ে সেই লিখা পাবেন এখানে।

সৌভাগ্যক্রমে আমি সাকিব আল-হাসানের সাথে দেখা করার সুযোগ পেয়ে যাই। 🙂 কাজিনের ক্যামেরা, আয়রণ করা জামা কাপড় ইত্যাদি ইত্যাদি করে রেডি হয়ে থাকি দুই দিন আগে থেকেই। 😛

যথারীতি সেই কাংখিত দিনে রুপসী বাংলা হোটেলে গিয়ে উপস্থিত হই। জানি সেলেব্রেটি মানুষ আসতে দেরী করবে তবে সাকিব আল-হাসান বেশি লেট করেন নাই। প্রথম দেখায় আমার কাছে যা মনে হলোঃ
তিনি বেশ সাধাসিধে চলাফেরা করেন।
অনেক লাজুক টাইপ।
কথা তেমন বলেন না।
ব্যবহার অনেক ভাল।
সব মিলিয়ে বলা যায় সেলেব্রেটি মানুষকে নিয়ে যে সব বাজে গুজব শুনি তার কোনটাই সাকিব আল-হাসানের মধ্যে দেখলাম না। 🙂

সাকিব আল-হাসানের সব চেয়ে আকর্ষণীয় দিকটি আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে হাসি। এমন নিষ্পাপ হাসি দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। 🙂

ব্লগে বা পেপারে অনেক রকম লিখাই পড়েছি সাকিবের আচরণ সম্পর্কে কিন্তু বাস্তবে তার কোন লক্ষনই দেখলাম না। সব মিলিয়ে বলবো "সাকিব ভাই ভাল মানুষ"। 🙂

উপস্থাপনার জন্য আনা হয়েছে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ানকে। উনার কথাগুলোও অনেক মজার। আমাকে বলে আমার জীবনের লাভ স্টোরী বলার জন্য। 😛 😛
যাই হোক ঐ কমেডিয়ানের জন্যেও বেশ মজায় কেটেছে সময়টা। যদিও উনার বেশিরভাগ কৌতুকগুলো ছিল একটু এডাল্ট টাইপের।:P B-))

NSU তে এই কমেডিয়ানের একটি ভিডিও রয়েছে। চাইলে দেখতে পারেন। সাবধানতা ১৮+

সরাসরি ভিডিও লিঙ্ক।

আবার সাকিব আল-হাসানের দিকে ফিরে আসি। কথা বলার জন্য উনাকে মাইক দেয়ার পর দেখলাম বক্তা হিসেবে সাকিব আল-হাসান অল রাউন্ডার নয়। 😛 বুঝাই যাচ্ছিল মাঠেই উনি সাচ্ছন্দ্যবোধ করেন আর কথায় কথায় তিনি নিজেও বললেন মাঠে আসলে সবাইকে খেলা দেখাতে পারতেন।

সাকিব আল-হাসানের সাথে ডিনারের অফারের চেয়ে সাকিব আল-হাসানের সাথে খেলার অফার হইলে আরো বেশি ভাল লাগতো। 😛

সব শেষে কম্পিউটার সোর্স, Norton Antivirus এবং প্রিয় টেককে ধন্যবাদ জানাই এমন একটি সুযোগ তৈরি করে দেয়ার জন্য।
আমার জীবনের অন্যতম সেরা একটি দিন। 🙂

সাকিব আল-হাসানের সাথে আমি।

ব্লগারদের সাথে আমি। 😀

ধন্যবাদ সবাইকে। 🙂

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসম ভাইয়া । আমার ও খুব ইছে হছে। সাকিব ভাই তু সাকিব ই ।

Level 0

সাকিব আল হাসান এবং টেকটিউনস এর হাসান দুই জনেই দেশের রত্ন। দুই ক্ষেত্রে 🙂

হে হে জটিল মজা হইছে

আপনি ফসল সরি সফল হয়ে গেলেন দোয়া করবেন আমাদের ও যে ঐ রকম সুযোগ আসে। ধন্যবাদ

Level 0

হাসান ভাই আমি সেই দিনটির দিকে তাকিয়ে যেদিন দেখব কোন ব্লগে পুরষ্কার হিসেবে ঘোষণা করবে । বিজয়ীদের হাসান জোবায়ের আল ফাতাহ ’ এর সাথে ডিনার করার সুযোগ দেয়া হবে।
আশা করি সেদিন বেশি দূরে নয়। আপনার জন্য শুভ কামনা। আপনার গুরুত্বপূর্ণ সব পোস্টে এটিই আমার প্রথম কমেন্টস

    @carifahmad: হা হা অনেক ভাল লাগলো এবং মজা পেলাম আপনার মন্তব্য দেখে।
    কোন ব্যাপার না ডিনারের অফার দেন দৌড় দিয়া আপনাদের বাসায় চলে আসমু। 😛 😆

Khub valo laglo… 🙂

Level 0

aapnara to tar sathe dekha korar jonno koto pagol ar ami proti week a tar sathe 3-4 bar cell pn a kotha boli—–ar barite asle ek sathe adda dei——-heheheheh

uni amar 2yr boro ek sathe koto cricket khelechi—maje maje football o kheltam—-uni valo football o khele—-

Level 0

🙂

Level 0

ভাই আপনাকে এক কথায়ে বলা যায় “Luckiest Guy In BANGLADESH”

ফটোশপ ভালই পারেন ! 😀
এরকম একটা ছবি আমাকেও বানিয়ে দেন না ! পিলিজ 😀

সে ধার্মীকও মনে হয়।

Level 0

আপনি Computer source এর কোন branch আছেন। আমি সার্ভিস সেন্টারের ৪ লেভেলে ইন্টানি করতেছি। আশে পাশে থাকলে যোগাযোগ কইরেন।

Level 0

আমার বাসায় তো আপনার আসতে মন চাইবে না তাই ভাবতেছি আপনার বাসায় আপনার সাথে খেলে কেমন হয়।

Level 0

ততদিন যদি বেচে থাকি তাহলে আমি অবশ্যই আসব!!!

ভালো লাগলো ভাইয়া….দু’জনের নামেই হাসান আছে। কামনা করছি, আপনিও একদিন আমাদের সাকিব আল হাসানের মতো বিখ্যাত আর সফল একজন হবেন। দেশের জন্য সাকিব যেভাবে নিজেকে উজাড় করে খেলছে, আপনিও আপনার কর্মক্ষেত্রে দেশকে তুলে ধরবেন বিশ্বের কাছে। আমার প্রিয় একজন টেক ব্লগার, হাসান যোবায়ের (আল-ফাতাহ্ ‘র কাছে এমনটা নিশ্চয়ই আশা করতে পারি..। শুভ কামনা রইলো ভাইয়া। ভালো থাকুন।

amdr scl er reuni0n e sakib vai er sathe ami 🙂 28oct s0ndha 7:30 a ..
sakib vai j amdr scl er p0la :p
http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-snc6/178668_3276641693873_959652022_o.jpg

Coooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooool

আপনি লাকি।অনেএএএএএএক লাকি।।