টিঊন copy / pasts বা চুরি রোধ করার একটি জটিল টিপস ( সকল টিউনার ভাইদের এবং টেকটিউনের দৃষ্টি আকর্ষণ )

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আগামী কাল খালেদ ভাই এর টিউন copy হতে দেখে আমি সত্যই খুব হতাস হয়েছি । কারন যে কোন সময় আমাদের কেও এই হতাসায পরতে হতে পারে ।  আজ সকালে হঠাৎ আমার মাথায় একটি Idea খেলে গেল যার মাধ্যমে টিউন copy / paste রোধ করা যাবে । আমি জানিনা আপনাদের এই টিপসটি কেমন লাগবে,আমি একজন নতুন এবং ছোট টিউনার । যদি আমার এ টিউন আপনাদের ভাল লাগে তাহলে নিজেকে একজন টিউনার মনে করব । নিচে copy / paste রোধক টিপস্ টি দেখানো হল :-

প্রথমে  আপনি যে টিউন টি করবেন তা আগে লিখুন । লেখা শেষ হলে পুরোটি selete করে copy করুন । এবার start থেকে paint open করুন । তারপর Fill With Color থেকে সাদা রং selete করুন এবং page এ দিন । এখন Text selete করে আপনার টিউনটি paste করে দিন । Text color Black করে দিন ব্যাস হয়ে গেল । এখন আপনি এটাকে Save as এ Click করে GIF , JPEG বা অন্য কোন Type এ Save করতে পারেন ।

untitlo

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

হুমম এভাবে লেখা যেতে পারে কিন্তু এতে কি পেজ লোড হতে বেশি সময় নিবে না ??? যদি অনেক লেখা থাকে….

    Level 2

    প্রথমে আপনাকে ধন্যবাদ । হ্যা ভাইয়া এর মাধ্যমে বড় লেখাও দেওযা যাবে । আমি যে pic টা দিয়েছি তা মাএ 11.6kb । 🙂 🙂 🙂

    Level 2

    সবার জন্য…

    ছবি অব্শ্যই GIF এ করতে হবে ।

    ছবি অব্শ্যই GIF এ করতে হবে ।

    ছবি অব্শ্যই GIF এ করতে হবে ।

    ছবি অব্শ্যই GIF এ করতে হবে ।

    ছবি অব্শ্যই GIF এ করতে হবে ।

    ছবি অব্শ্যই GIF এ করতে হবে ।

আসলে Idea টা ভালো কিন্তু এতে লেখা খুবই অস্পষ্ট দেখা যায়। তাছাড়া picture থাকলে upload করতে অনেক সময় লাগবে। আর যে চুরি করবে সে এটা দেখেও লেখতে পারবে। তার চেয়ে ভালো হয় গণ ধিক্কার। অর্থাৎ যে চুরি করবে তার ব্লগে গিয়ে আমরা সবাই যদি গণ ধিক্কার জানাব। এতে তার মধ্যে যদি বিন্দু মাত্র মানুষত্ববোধ থাকে তবে সে অপমানিত হবে এবং ভবিষ্যতে এধরণের কাজ করা থেকে বিরত থাকবে।

    Level 2

    হা…হা…হা……. খালেদ ভাই ? আজকে বিকালে দেখা হবে ।

Level 2

🙂

যারা চোর তাগো কোন লজ্জা-শরম নাই। এরা ওই GIF PIC সেভ কইরা তাদের ব্লগে পোষ্ট মারবো। এইটা আরও সহজ তাদের জন্য।
লেখা copi কইরা কিছুটা হইলেও edit করতে হয় কিন্তু pic খালি save আর post – কাম শেষ।

    Level 2

    সজীব ভাই কথা ঠিক । pic এর মাঝে যদি হালকা করে ছবি লাগান যায় তাইলে তো আর copy করতে পারব Edit ও করতে পারবোনা না । হা হা হা……..

ভাই, চোরে না শোনে ধর্মের কথা…..
যদি কেঊ চায় যে, সে এটা কপি করবে, তাহলে সে যেকোন ভাবেই কপি করতে পারবে….. কোন ভাবেই এটা ঠেকানো সম্ভব নয়।
তাই সবচেয়ে ভালো পথ হল, টিউন চোর চোখে পড়লে সবার সামনে তার মুখোশ খুলে দেয়া……. আর এতে করে যদি তার বিন্দু মাত্র লাজ-লজ্জা থাকে তবে ভবিষ্যতে আর কপি-পেস্ট করবে না।
তাছাড়া অনেক বড় টিউন ইমেজ আকারে পোস্ট করাও অনেক ঝামেলার, অনেকেই এটা করতে চাইবে না।

    Level 2

    ধন্যবাদ

Level 0

এতে কোন লাভ নাই। যে করার সে করবেই

সত্যই খুব খারাপ ব্যাধি …

তবে, আপনি কি সত্য সত্যই টাইম ট্রাভেল করলেন নাকি “গতকাল” হবে? 😉

লাভ নাই!!! যেই লাউ সেই কদু!!!!