স্যামসাং এর ডিজিটাল ডোর লক!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

নিরাপত্তার জন্য আজকাল বিভিন্ন ডিজিটাল লক জনপ্রিয় হয়ে উঠেছে। এসব লকের মাধ্যমে ঘরের নিরাপত্তা ব্যাবস্থা আরো শক্তিশালী ও উন্নত হয়। সম্প্রতি ইলেক্ট্রনিকস জায়ান্ট স্যামসাং SHS-5230 মডেলের ডিজিটাল ডোর লক বাজারে এনেছে। এতে দ্বৈত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারী ঘরে ঢুকতে চাইলে তাকে ফিংগারপ্রিন্ট ও পাসওয়ার্ড উভয়ের আশ্রয় নিতে হবে।

এই লকের একটি বিশেষ বৈশিষ্ঠ্য হল র‍্যান্ডম সিকিউরিটি কোডিং টেকনোলোজী, যার মাধ্যমে দুইটি র‍্যান্ডম সংখ্যা প্রবেশ করানোর পরই ব্যবহারকারী পাসওয়ার্ড প্রবেশ করাতে পারবে। এতে আরো আছে কভার সুবিধা, যার ফলে লকের "ওপেন" বাটনে চাপ দিলে ফিংগারপ্রিন্ট প্যানেল এর উপর থেকে কভার খুলে যায়।

এই লকটি অ্যামাজন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ৩৭০ ডলার দামে।

সৌজন্যে: http://www.projukti24.com

Level 0

আমি ফাহীম আবরার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

PricE…..?