নতুন আঙ্গিকে ইউকেবিডিনিউজ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

একটি পূণাঙ্গ অনলাইন সংবাদপত্র হিসেবে ইউকেবিডি নিউজ ডট কমের যাত্রা শুরুর এক বছরের মধ্যেই আবারো নতুন আঙ্গিকে সাজানো হলো এই নিউজসাইটটি। ইতিমধ্যেই বৃটেনসহ প্রবাস থেকে প্রকাশিত অন্যান্য বাংলা ওয়েবসাইটের তুলনায় শীষে অবস্থান করছে ইউকেবিডি নিউজ। বিশ্বজুড়ে তথ্যপ্রযুত্ত্নির বিকাশ ও প্রসারের কারণে আগামী দিনগুলোতে অনলাইন সংবাদ সাইটগুলো গুরুত্বপূণê স্থান দখল করে নিচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশেও এই পরিবতêনের ছোঁয়া লেগেছে। সে পথেই পথচলা শুরু হয়েছিল ইউকেবিডি নিউজ এর। এই অনলাইন প্রকাশনার পুরো কাযত্র্নমই পরিচালিত হচ্ছে লন্ডন থেকে। এবার থেকে শুধু একটি সম্পূণ দৈনিকের স্বাদ নয়, পাঠকরা এতে পাবেন প্রতি মুহুতেêর সংবাদ। আর সেই চিন্তা করেই ইউকেবিডি নিউজ এর নতুন ওয়েবসাইট সাজানো হয়েছে।

পুরো সংবাদপত্রটিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে পাঠকরা তাদের পছন্দের বিষয়টি সহজেই খুজে নিতে পারেন। পাঠক যেন সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ি বিভিন্ন বিভাগে যেতে পারেন। ইউকেবিডি নিউজ এর বিভিন্ন বিভাগগুলো সাজানো হয়ে সেই কথা চিন্তা করেই। ইউকেবিডি নিউজ শুধুমাত্র একটি সংবাদপত্রই নয়, এটি লন্ডনে অবস্থানরত বাঙালী কমিউনিটির সেতুবন্ধনের অন্যতম মাধ্যমও বটে।

http://www.ukbdnews.com/

প্রতিদিনের গুরুত্বপূণê সংবাদগুলো তাৎক্ষণিক আপডেট, বিস্তারিত থাকবে প্রথমেই। তাছাড়া অঞ্চল ভিত্তিক প্রতিদিনের সংবাদগুলোর জন্য বিভাগ অনুযায়ী সাজানো হয়েছে সংবাদগুলোকে। এগুলো থাকছে সমসাময়িক ঘটে যাওয়া সংবাদ ও ফিচারে ভরপুর। বৃটেনে বসবাসরত বাঙালী কমিউনিটির বিভিন্ন সমস্যা, সম্্‌ভাবনা ও সফলতার কাহিনী নিয়েই ‘বাংলা কমিউনিটি’ সাজানো হয়েছে। বহিবিশ্বের প্রতিদিনের ঘটে যাওয়া নানা ঘটনাগুলো নিয়ে থাকছে বিশ্বজুড়ে। মুত্ত্নমত বিভাগটিতে দেশ ও বিদেশের প্রখ্যাত কলামিষ্টদের লেখায় ভরপুর থাকছে।

হোম অফিসের নতুন নীতিমালা ও ইমিগ্রেশন সংত্র্নান্ত তথ্যগুলো নিয়ে প্রতিদিনই থাকছে তথ্যবহুল নতুন নতুন সংবাদ। যা উচ্চশিক্ষাথেê লন্ডন আসা শিক্ষাথী এবং লন্ডন আসতে ইচ্ছুক শিক্ষাথীদের জন্য সবচে’ আকষনীয়।

পাঠকপ্রিয় এই নিউজসাইটটিতে বিভিন্ন প্রয়োজনীয় ওয়েবসাইটের লিংক দেয়া হয়েছে যেন পাঠকরা দ্রুত বিভিন্ন সাইটে যেতে পারেন। ইউকেবিডিনিউজ এর মাধ্যমেই সরাসরি দেখা যাবে বৃটেনের জনপ্রিয় দুটি বাংলা টেলিভিশন ‘চ্যানেল এস’ ও ‘বাংলা টিভি’ এবং বাংলাদেশের ‘দেশ টিভি’।

ইউকেবিডি নিউজ এর সম্পাদক সোয়েব উদ্দিন কবীর বলেন,“বৃটেন প্রবাসী পাঠকদের সবসময় তরতাজা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এটাকে শুধুমাত্র একটি নিউজসাইট হিসেবে নয়, পাঠকদের একটি নিভêরশীল প্লাটফমে পরিণত করতে চাই। প্রবাসী পাঠকদের অংশগ্রহণের বিষয়টি বিশেষভাবে নিশ্চিত করা হবে এতে। শীঘ্রই সংবাদপত্রটি বাইলিংগুয়াল হবে। প্রবাসীদের সবসময় তরতাজা খবর দিতে ইউকেবিডি নিউজ এর রয়েছে একদল তরুণ সংবাদকমী।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 33 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর ভাবে সাজানো সংবাদপত্র। দেখে ভাল লাগল।

টিউনের জন্য কৃতজ্ঞতা।

ধন্যবাদ ভাইয়া

দেখতে যাচ্ছি……..

আমারও অনেক ভালো লাগলো।ধন্যবাদ টিনটিন ভাই আপনাকে

ধন্যবাদ….. আপনাকে….. সাথে আছি সবসময়।

দারুন টিউন । ধন্যবাদ ভাইয়া ।

অনেক ধন্যবাদ,
আপনার টিউনটা আমাদের প্রবাসী ভাইদের অনেক উপকারে আসবে…………….অসংখ্য ধন্যবাদ আপনাকে. 😀