গাড়ি নিয়ে চোর পালাবে কোথায় !

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসসালামু আলাইকুম।টেকটিউনসে সবাইকে স্বাগতম।একটু বেখেয়াল হলেই কয়েক আপনার লাখ টাকা দামের গাড়িটি নিয়ে চম্পট দিতে পারে চোর। টাকার লোভে আপনার অজান্তে যাত্রী বা মালামাল বহন শুরু করতে পারে অসৎ ড্রাইভার। তবে জিপিএস প্রযুক্তির সহায়তায় গাড়ির তাৎক্ষণিক অবস্থান জানা এখন অনেক সহজ। স্টিয়ারিং হাতে না থাকলেও দূর থেকে গাড়ি বন্ধ করে দেওয়াও সম্ভব।

গাড়ি নিয়ে ভাবনার দিন বুঝি ফুরোল। মাত্র কয়েকটি প্রযুক্তি, ব্যস। নিত্যনতুন আপনার গাড়িটি চোখের আড়ালে রেখেও এবার নিশ্চিন্ত থাকতে পারেন। অবশ্য এ জন্য গাঁট থেকে কিছু পয়সা খসবে। প্রযুক্তি-সংশ্লিষ্টরা এ ব্যবস্থার নাম দিয়েছেন 'ভেহিকল ট্র্যাকিং সিস্টেম'।

যেভাবে কাজ করে

ভেহিকল ট্র্যাকিং সিস্টেমে যানবাহনের অবস্থান বের করার জন্য গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস, জিপিআরএস এবং জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা জিআইএস একত্রে কাজ করে। প্রতিটি প্রযুক্তিই আলাদাভাবে কাজ করলেও এটির সমন্বিত ফলাফলেই একটি যানবাহনের সুনির্দিষ্ট অবস্থান বের করা সম্ভব। এর জন্য নির্দিষ্ট যানবাহনটিতে আগে একটি বিশেষ ধরনের জিপিএস সমর্থক ডিভাইস ইনস্টল করতে হয়। গাড়ির গোপন স্থানে থাকা এ ডিভাইসটি মালিককে তাঁর গাড়ির সব ধরনের তথ্য দেয়। ডিভাইসটি জিপিআরএসের মাধ্যমে ওয়েবে এবং সংশ্লিষ্ট সার্ভারে বার্তা পাঠাতে সক্ষম। জিপিএস প্রযুক্তি জিপিআরএসের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী জিআইএস ম্যাপে প্রদর্শন করতে পারে নির্দিষ্ট যানবাহনটি কোথায় আছে, কিভাবে আছে।
ভেহিকল ট্র্যাকিং সেবাদানকারী প্রতিষ্ঠান 'এনট্র্যাক'-এর বিক্রয় বিভাগের সিনিয়র নির্বাহী তন্ময় সাহা জানান, যানবাহন ট্র্যাক করার এ প্রযুক্তির মাধ্যমে গাড়ির বর্তমান অবস্থান সম্পর্কে যেমন জানা সম্ভব তেমনি এর মাধ্যমে গাড়ির গতিও নিয়ন্ত্রণ করা সম্ভব। চালক বেপরোয়া গতিতে চালালেও মালিক ঘরে বসে তা স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে পারবেন। এতে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমবে। কোনোভাবে গাড়ি চুরি হলেও মালিক দূর থেকে এর স্টার্ট বন্ধ করে দিতে পারবেন। ফলে গাড়ি খোয়া যাওয়ার আশঙ্কাও কমে যাবে।
গাড়ি চলার সময় তেলের খরচ, তেলের বর্তমান অবস্থা ইত্যাদি সম্পর্কেও ব্যবহারকারীকে বিস্তারিত তথ্য দেবে এ প্রযুক্তি। একই সঙ্গে এ ডিভাইস এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব নিরূপণ, ট্রিপ রিপোর্ট এবং ওভারস্পিড রিপোর্টও আলাদা করে দিতে পারে।
এ সেবার ব্যবহারকারীরা ওয়েবসাইট, মোবাইল এসএমএস এবং নির্দিষ্ট কল সেন্টারের মাধ্যমে গাড়ির অবস্থান জানতে পারবেন। ব্যবহারকারীরা যেসব প্রতিষ্ঠান থেকে এ সেবা নেবেন তাদের প্রত্যেকেরই আলাদা ওয়েবসাইট রয়েছে। এ ওয়েবসাইটে গাড়ির মালিককে তার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এর পরই তাঁর গাড়ির সম্পর্কে সব তথ্য জানা যাবে। এ ওয়েবসাইট ছাড়াও এসএমএসের মাধ্যমে গাড়ির আপডেট পাওয়া যাবে। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই ঠিক করে দেবে ব্যবহারকারী কোন নম্বরে কী লিখে এসএমএস পাঠাবেন। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের আলাদা কল সেন্টারও রয়েছে, যেখানে কল করে ব্যবহারকারী তাঁর গাড়ির তথ্য জানতে পারবেন।

রয়েছে পুলিশি সেবাও
চুরি হওয়া গাড়ি তাৎক্ষণিক উদ্ধারে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগে 'অটোমেটিক ভেহিকল ট্র্যাকিং ইউনিট' নামে একটি আলাদা ইউনিটও খোলা হয়েছে। ট্র্যাকিং সেবাদাতা প্রতিষ্ঠান 'এনট্র্যাক'-এর সঙ্গে চুক্তির ভিত্তিতে এ সেবা ঢাকা মেট্রোপলিশন পুলিশ বা ডিএমপিতে চালু করা হয়েছে। যেসব যানবাহনে এ ডিভাইসটি ইনস্টল করা থাকবে তার মালিক সংশিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ডিএমপিকে জানাতে পারবেন। ডিএমপি এ সিস্টেম ব্যবহার করে গাড়িটির অবস্থান ও গতিবিধি নির্ণয় করে সেটি উদ্ধারে তাৎক্ষণাৎ ব্যবস্থা নেবে।

খরচাপাতিঃ

ডিভাইসটির দাম পড়বে ১০ থেকে ১২ হাজার টাকা। আর প্রতি মাসে ব্যবহারকারীদের দিতে হবে ৫০০ থেকে ৭০০ টাকা। তবে প্রতিষ্ঠানভেদে এবং করপোরেট ব্যবহারকারীদের জন্য খরচের হেরফের হতে পারে। অনেক গাড়ির জন্য একই সঙ্গে এ প্রযুক্তির সহায়তা নিলে খরচ কম পড়ে।

কোথায় এ সেবা পাবেনঃ

বিডিকমঃ বাড়ি-৪৩, রোড-২৭ (পুরাতন), ধানমণ্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯ ঠিকানায়। এ ছাড়া ৮১২৫০৭৪-৫ ফোনে এবং ওয়েবে http://www.bdcom.com-এ  সেবা সম্পর্কে জানা যাবে।

ফাইন্ডার : হাউস নম্বর-৭৬৯ (দ্বিতীয় তলা), সাত মসজিদ রোড, ধানমণ্ডি, ঢাকা-১২০৯। ৮১৫৭২১২ এবং ৮১৫৭১৩২ নম্বরে ফোন করে বিস্তারিত জানা যাবে। ওয়েবে জানতে পারেন http://www.finder-lbs.com থেকে।

ট্র্যাক বাংলা : মাহবুব ট্রেড ইন্টারন্যাশনাল, ডিএমসি-ক-৪৬ (নিচতলা), মহাখালী দক্ষিণপাড়া, গুলশান, ঢাকা ঠিকানার অফিসেও যোগাযোগ করা যাবে। ০১৮১৭০০৪৩৩৫ নম্বরে কল করার পাশাপাশি http://www.trackbangla.com ঠিকানার ওয়েবসাইট থেকেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

এনট্রাক : http://www.nitsbd.com থেকে প্রতিষ্ঠানটির ভেহিকল ট্রাকিং সিস্টেম সম্পর্কে জানা যাবে। ফোন করা যাবে ০১৯৭০০০০৯৯৯ নম্বরে। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের সাথে চুক্তিবদ্ধভাবে এসএমএসের মাধ্যমে ট্রাকিং সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

তালুকদার আইসিটিঃ ৫৭/১২ (তৃতীয় তলা, সোনারগাঁও প্লাজা, পূর্ব রাজাবাজার, পান্থপথ, ঢাকা ঠিকানায় সরাসরি যোগাযোগের পাশাপাশি ০১৭৩০-০৬১৮৮৮ নম্বরে যোগাযোগ করা যাবে। http://www.talukderict.com/ vehicle-tracking-system.php ওয়েবসাইট থেকেও জানা যাবে বিস্তারিত।

সুত্রঃ কালের কন্ঠ

Level 0

আমি আরিফিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 578 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যদি নতুন কিছু দিতে পারি যা সামান্য হলেও কাজ়ে লাগে তাহলে আমি সারথক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাসে মাসে আরেকজন কে কেনো টাকা দিবেন? জি,পি,এস ট্রেকার কিনে নিজেই গুগল আর্থ এ বের করা যায় গারিটি কথায় আছে। তবে আপনে যেটা বলেন যে গাড়ি বন্ধ করা যাবে সেটা নরমাল ইউসার পারবে না। জি,পি, এস ট্রেকারের দাম ৭-৮ হাজার টাকা আমার জানা মতে।
ধন্যবাদ আপনাকে, ভালো কাজের টিউন করেছেন, অনাকে উপকার পাবে। রিয়েল লাইফ টিউন এটা। গুড জব

হা ঠিকই বলেছেন।ধন্যবাদ পুদিনা ভাই সুন্দর কমেন্ট করার জন্য। 🙂

ভাল হয়েছে । চালিয়ে যান ।

    ধন্যবাদ সাইদ ভাই। 🙂

জটিল হয়েছে…

    অসংখ্য ধন্যবাদ মুশফিক ভাই……।

এ ব্যাপারে আরও যদি কেহু বেশী যেনে থাকেন তবে অনুগ্রহ করে প্রকাশ করতে পারেন…

ভাল একটা খবর জানানোর জন্য ধন্যবাদ।
আসুন গাড়ি চোরদের থেকে আমরা সবাই সতর্কতা অবলম্ভন করি,
তবে যাদের গাড়ী আছে কমেন্টা তাহাদের জন্য।

ভাই আর কিছু টিউন করুন না।