রোকেয়া বিশ্ববিদ্যালয় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আংশিক সার্কুলার প্রকাশিত হয়েছে।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

☞বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আংশিক সার্কুলার প্রকাশিত হয়েছে।  😀 

University Admission Circulations
University Admission Circulations

☞ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২০১৫-২০১৬শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ১৫সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে

 

☞ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২০১৫-২০১৬শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬,৭, ৮ও ১০ ডিসেম্বর।

 

☞ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

হবে ১৮ ডিসেম্বর।

 

☞ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ইউনিটভিত্তিক ফ্রম এর দাম নিচে বিস্তারিত দেওয়াহলো।

 

➽ কলা অনুষদের (A ইউনিট) রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৪৪০ টাকা :-)।

 

➽ সামাজিক বিজ্ঞান অনুষদের (বি ইউনিট)রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৬০৫টাকা।

➽ বিজনেস অনুষদের (সি ইউনিট) রেজিস্ট্রেশনফি নির্ধারণ করা হয়েছে ৪৯৫ টাকা।

➽বিজ্ঞান অনুষদের(ডি ইউনিট) রেজিস্ট্রেশনফি নির্ধারণ করা হয়েছে ৪৯৫ টাকা।

 

➽ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের (ই ইউনিট)রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩৮৫ টাকা।

 

➽ জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের (এফ ইউনিট) রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩৮৫টাকা।

 

কেন্দ্র:

☞বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আবেদনের যোগ্যতা নিচে বিস্তারিতদেওয়া হলো :

 

➽ প্রার্থী কে অবশ্যই বাংলাদেশ এর নাগরিকহতে হবে।

 

➽ ২০১২/১৩ সনে এসএসসি ও ২০১৪/১৫ সনে এইচএসসিপাশ হতে হবে।যারা ২০১১ সালে এসএসসি পাসকরেছে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে নাহ।

 

➽ এ বছর বিশ্ববিদ্যালয়ের ভেতরেই প্রতিটিইউনিট এর পরীক্ষা গ্রহণ করা হবে। মানে পরীক্ষার কেন্দ্র বাইরে কোথাও পড়বে নাহ সব ক্যাম্পাস এর ভিতরেই সিট পড়বে।

 

➽বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ৮০ এবং অবশিষ্ট ২০ নম্বর এসএসসি/ সমমান পরীক্ষার এবং এইচএসসি/সমমান পরীক্ষার ৪ সাবজেক্ট সহো ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

 

➽বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবার পাসমার্ক নির্ধারণ করা হয়েছে ৪০।

 

➽বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবারওথাকছে না কোন নেগেটিভ মার্কিং।

 

☞ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটএ কতো টি করে আসন সংখ্যা তা নিচে বিস্তারিত দেওয়া হলো :

 

➽ কলা অনুষদে ১৯৫

➽ সামাজিক বিজ্ঞান অনুষদে ৩৪৫টি

➽ বিজনেস অনুষদে ২৪০টি

➽ বিজ্ঞান অনুষদে ২৪০টি

➽ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ৮০ টি

➽ জীব ও ভূ-বিজ্ঞান অনুষদে ৯০টি

 

➽ ➽মোট আসন:১১৯০ টি।

 

 

☞ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা

সম্পর্কিত বিভিন্ন তথ্য নিচে বিস্তারিত

দেওয়া হলো।

.

➽ ➽ মুক্তিযোদ্ধা কোটা শতকরা ৫জন

➽ ➽ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শতকরা ১জন

➽ ➽ প্রতিবন্ধী কোটা শতকরা ১জন

➽ ➽ পোষ্য কোটা শতকরা ১জন

➽ ➽ হরিজন কোটা শতকরা দশমিক ৫ জন

➽ ➽ ৩য় লিঙ্গ হিসেবে হিজড়াদের জন্য শতকরা

দশমিক ৫জন নির্ধারণ করা হয়েছে।

.

➽বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি

পরীক্ষায় মোবাইল,ক্যালকুলেটর, মেমোরি

কার্ড সহো সব ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ

করা হয়েছে।

.

➽ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এডমিড 

 

কার্ড ডাউনলোড এর তথ্য :

➽ আবেদন করা শেষ হলে এডমিট ডাউনলোড এর

তারিখ তোমার মোবাইল এ মেসেজ এর মাধ্যমে

জানিয়ে দেওয়া হবে।

.

➽পরীক্ষার হলে যা যা নিতে হবে :এইচএসসি বা সমমান এর মুল রেজিস্ট্রেশন কার্ড। অনলাইন থেকে ডাউনলোডকৃত ২ কপি কালাr এডমিট কার্ড।

 

NOTE: টিউন টি এর আগে Bdbestblog.Com এই ওয়েবসাইট এ প্রকাশিত হয়। ভাল লাগলে আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসবেন। আর হ্যাঁ আমার একটি youtube channel আছে, subscribe করতে ভুলবেন না। ধন্যবাদ।  🙂

 

Techtunes এ আমার আগের টিউনঃ কিভাবে কম্পিউটার থেকে একটি ড্রাইভ পার্টিশন হাইড করবেন ? (ভিডিও-সহ)

Level 0

আমি তানভীর ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস