সমাপনী এবং JSC/JDC পরীক্ষার ফলাফল

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রাথমিক শিক্ষা সমাপনী(৫ম শ্রেণী) এবং JSC/JDC পরীক্ষার ফলাফল SMS & Internet এর মাধ্যমে পেতে পারেন।

প্রাথমিক শিক্ষা সমাপনী(৫ম শ্রেণী) পরীক্ষার ফলাফল পেতে

  • যে কোনো মোবাইলের Message অপশনে গিয়ে DPE<Space>প্রার্থীর নিজ উপজেলার কোড নম্বর<Space>রোল নম্বর লিখে Send করুন 16222 নম্বরে। উদাহরন: DPE 10101 34589 এবং Send করুন 16222 নম্বরে।
  • ইন্টারনেটে ফলাফল পেতে ব্রাউজ করুন: http://www.dpe.gov.bd অথবা http://dpe.teletalk.com.bd

জুনিয়র স্কুল সার্টিফিকেট-JSC/জুনিয়র দাখিল সার্টিফিকেট-JDC(৮ম শ্রেণী) পরীক্ষার ফলাফল পেতে

  • যে কোনো মোবাইলের Message অপশনে গিয়ে JSC<Space>প্রার্থীর নিজ বোর্ডের প্রথম তিন অক্ষর<Space>রোল নম্বর লিখে Send করুন 16222 নম্বরে। উদাহরন: JSC DHA 123456 এবং Send করুন 16222 নম্বরে।
  • ইন্টারনেটে ফলাফল পেতে ব্রাউজ করুন: http://www.educationboardresults.gov.bd

উলেখ্য, মাদ্রাসা বোর্ডের জুনিয়র দাখিল সার্টিফিকেট-JDC পরীক্ষার ফলাফল পেতে JSCএর স্থলে JDC এবং বোর্ডের নামের স্থলে MAD লিখতে হবে। উদাহরন: JSC MAD 123456 এবং Send করুন 16222 নম্বরে।

  • সরকারী ভাবে ফলাফল প্রকাশ করা মাত্র SMS এবং Internet এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।

তথ্যসূত্র: প্রথম আলো, ২৪ ডিসেম্বর ২০১০(সাহিত্য সাময়িকী পাতা)

Level 0

আমি বিমল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

সমাপনী এবং JSC/JDC পরীক্ষার ফলাফল কোন তারিখে প্রকাশ হবে?

    আমিও তাই জানতে চাই

    27 তারিখে

    Level 0

    প্রাথমিক শিক্ষা সমাপনী(৫ম শ্রেণী) পরীক্ষার ফলাফল December 28,2010
    জুনিয়র স্কুল সার্টিফিকেট-JSC/জুনিয়র দাখিল সার্টিফিকেট-JDC(৮ম শ্রেণী) পরীক্ষার ফলাফল 31 December 2010.
    বিস্তারিত জানতে http://goo.gl/UwRD2

    আগামি বুধবার,28/12/2011

আমিও ফলাফল প্রকাশের তারিখ জানতে চাই।

thanks.amar onek kage lagche

যারা অনলাইনে থাকে তাদের বেশিরভাগেই জানে কোন সাইটে পাওয়া যায়, এইটা ণা দিয়া ফলাফলের তারিখ জানান, ভাল লাগবো

    আপনি যেমন ফলাফলের তারিখ জানেন না, তেমনি অনেকেই এই SMS বা Internet এর মাধ্যমে ফলাফলের প্রক্রিয়া জানে না। ২৭ তারিখে।

হায় হায় কি বললেন, রেজাল্ট এসে পড়সে, অজুহাত বাহির করতে হবে, রেজাল্ট ভালো হইলে ১০০ রাকাত নফল নামাজ পড়বই………।

আমি আপনাকে জিএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ বলছি ৩০/১২/২০১০

Level 3

২৭তারিখ কখন ফলাফল প্রকাশ হবে, এবং পজেলার কোড নম্বর সঠিক বঝলামনা। একটু বলবেন?

ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ