পৃথিবীর ১০ টি নিষিদ্ধ ভয়ংকর জায়গা Video

টিউন বিভাগ খবর
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামুয়ালাইকুম

পৃথিবীর ১০ টি নিষিদ্ধ ভয়ংকর জায়গা সম্পর্কে আজকে জানবো.আপনাদের দেখার সুবিধার্থে নিছে ভিডিওটি দিলাম

পর্ব-১

#১০। সূসেসি দ্বীপ
সূসেসি হল একটি আগ্নেয়গিরি দ্বীপ যা আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত। ১৯৬৩ সালে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে সূসেসি দ্বীপ গঠিত হয় এবং ১৯৬৭ সাল পর্যন্ত টানা ৪ বছরের অগ্ন্যুত্পাতে এটি অনেক বিশাল আকারের হয়ে যায়।
সূসেসি দ্বীপে কোন মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। কয়েকজন বিজ্ঞানীকে প্রাকৃতিক পরিবেশগত গবেষণার জন্য অনুমতি দেওয়া হয়েছিলও।
যাইহোক, বিগত বছরগুলিতে সূসেসি দ্বীপ, শুধুমাত্র একটি টমেটো উদ্ভিদ এর প্রজাতি পাওয়া গিয়েছিলও

# ৯। মাউন্ট Weather

মাউন্ট Weather এর অবস্থান সেন্টার ভার্জিনিয়া যুক্তরাষ্ট্রে, যা একটি জরুরী অপারেশনস সেন্টার, এটি যুক্তরাষ্ট্রের একটি বেসামরিক কমান্ডো সুবিধা ব্যাবস্থা।
প্রাকৃতিক দুর্যোগের সময় বা জুদ্দের সময় বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের উচ্চতর স্তরের নিরাপত্তার জন্য এতী ব্যবহার হয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একনায়কত্বের প্রধান ভূমিকা পালন করে।

# ৮। মেজগরি শহর

মেজগরি অবস্থান Bashkortostan, Russia তে এবং এটি একটি চারদিক্‌ থেকে বন্ধ শহর। বলা হয় যে, শহরে বসবাসকারী মানুষ মাউন্ট Yamantaw এর আসে পাশে একটি গোপনীয় কাজ করছে,
তারা একটি পারমাণবিক কর্মসূচি উপর কাজ করছে যা অত্যন্ত বিপদজনক এবং গোপনীয়, রাশিয়ার কিছু ধণীরা তাদের টাকা পয়সা এখানে সংরক্ষিত রাখে, ধারণা করা হয় এখানে পারমানবিক অস্ত্র তইরি করা হচ্ছে। কিন্তু আসলেই কি সত্যিই, তা কেও জানে?

# ৭। মেট্রো-২

মেট্রো -২ একটি গোপন ভূগর্ভস্থ মেট্রো ব্যবস্থা যা রাশিয়ার জনসাধারণের কাছে মস্কো মেট্রো নামে পরিচিত। জোসেফ স্ট্যালিন এটি তৈরি করেছিলো এবং তিনি এর নাম ডি -৬ দিয়েছিল।
মেট্রো-২ এখন রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়, যা সাধারন মানুশের জন্য নিষিদ্ধ স্থান.

# ৬। উত্তর সেনানিলে দ্বীপ

এটি বঙ্গোপসাগরের মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জের একটি, যেখানে আদিবাসীদের একটি দল অবস্থান করে যাদের সেন্টিনেলিস বলা হয়।
ধারণা করা হয় এই দিপের জনসংখ্যা ৫০ থেকে ৪০০ জন মধ্যে হতে পারে। সেনানিলে দ্বীপের মানুষেরা অন্যদের সাথে কোন মানুষের সাথে যোগাযোগ রাখে না, এবং আধুনিক সভ্যতা সাথে কনো সম্পর্ক নেয়।
এই দ্বীপ এতটাই ভয়ঙ্কর যে ২৬ জানুয়ারি, ২০০৬ তে দিপ্টির আশে পাশে মাছ ধরতে যাওয়া দুই জেলেকে সেনানিলে দীপের অধিবাসীরা হত্যা করে।

ভিডিটিতে অবশ্যই লাইক দিবেন এবং টিউমেন্ট করে আপনাদের মতামত জানাতে

বুলবেন না।

Level 0

আমি মাহমুদুল হাসান সুজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি বিশ্বাস করি, জ্ঞান শেয়ার করলে বাডে। তাই TechTunes এ সবাইকে কিছু শেয়ার করতে চেষ্টা করবো ইন-শাআল্লাহ।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস