ফাঁস হয়ে গেল হুয়াওয়ের ৫১২ জিবি স্টোরেজের মোবাইল ফোন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

কখনো কি ভেবে দেখেছেন ৫১২ জিবি স্টোরেজ আপনি পকেটে নিয়ে ঘুরছেন? আজ থেকে ১০ বছর আগেও এসব অনেকটা কল্পনীয় থাকলেও এখন তা আর অসম্ভব কিছুনা। আইফোন এক্স অলরেডি আমাদেরকে ২৫৬ জিবি স্টোরেজের ফোনের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আর এবার হুয়াওয়ে নিয়ে আসছে ৫১২ জিবির স্মার্টফোন।
আপকামিং এই ফোনের নিউজ সর্বপ্রথম প্রকাশিত হয়েছে হুয়াওয়ের চাইনিজ রেগুলেটরি এজেন্সি TENAA’s ওয়েবসাইটে।  ফোনটিতে ৬ জিবি র‍্যাম ব্যবহার করা হয়েছে। ফোনটির মডেল NEO-AL00.

স্যামসাং গত বছরের ডিসেম্বরে ৫১২ জিবি স্টোরেজের ড্রাইভ বানানোর জন্য কাজ শুরু করেছে। তবে হুয়াওয়ে কোন প্রযুক্তি ব্যবহার করে কাজ করছে তা জানা যায়নি। তবে একটা বিষয় বোঝা যাচ্ছে, সেদিন আর বেশি দূরে নেই যেদিন বড় স্টোরেজের মোবাইল মানুষের হাতে হাতে থাকবে। আর যারা মোবাইল দিয়ে ফোরকে ভিডিও রেকর্ড করত তাদের এটি অনেক কাজে দিবে। কারন তিন মিনিট ফোরকে ফুটেজ রেকর্ডিং করার জন্য প্রায় ১ জিবি স্টরেজ প্রয়োজন হয়ে থাকে।

সোর্সঃ ReviewDraft

Level 0

আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man who listens to his heart.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাত্র ৫০ টাকায় পাচ্ছেন ১ জিবি হোস্টিং ! https://secure.hostcart.net/aff.php?aff=1