আসছে! বিশ্বের প্রথম বাংলা Network ভিত্তিক Social নেটওয়ার্ক “Xen” আপনি কী কী চান? Xen এ?

টিউন বিভাগ খবর
প্রকাশিত
জোসস করেছেন

গত ১ যুগে টেকটিউনস তৈরি করেছে বাংলা ভাষার সবচেয়ে বড় ও সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তি Social Network - Techtunes। বাংলা ভাষায় প্রযুক্তি কন্টেন্টের সবচেয়ে বড় কন্টেন্ট আর্কাইভ হচ্ছে টেকটিউনস। প্রযুক্তির এমন একটি শাখা বা টপিক খুঁজে পাওয়া যাবে না যা টেকটিউনসে নেই। কোটি কোটি টিউনারের অসামান্য অবদানের টেকটিউনস বিশ্বের সর্ববৃহৎ বাংলা ভাষার এক অসামান্য Social Netowrk.

টেকটিউনস - বিশ্বের ২৩০ টি দেশের (Territory), প্রতি মাসে ১ কোটি+ পেইজ ভিউ, ১০ লক্ষ ইউনিক ভিজিটর সহ ৪ কোটি+ কমিউনিটির এর সুবিশাল সৌশল নেটওয়ার্ক। টেকটিউনসের ইউনিক ও অনন্য কন্টেন্ট এর জন্য পুরো বিশ্বের বাংলা ভাষাভাষি সহ বহু ভিন ভাষাভাষীর ভিজিটররা টেকটিউনস ট্রান্সটেল করে ভিজিট করে।

এছাড়া টেকটিউনস এর এড নেটওয়ার্ক Techtunes ADs এর মাধ্যমে ৫০০০+ ব্র্যান্ড ও প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপণ সার্ভ করে এবং Techtunes ADs প্রতি মাসে ৭ কোটি+ AD Impression সার্ভ করে।

Techtunes Zillion

টেকটিউনস শুধু মাত্র একটি Social Network ই নয়, বাংলাদেশের সর্ববৃহ ওয়েব সার্ভিস Flawlessly সার্ভ করার জন্য টেকটিউনস তৈরি করেছে Micro Architecture ও Distributed Cloud Architecture ভিত্তিক Clustering প্রযুক্তি Techtunes Zillion Cluster. যার মাধ্যমে টেকটিউনস এর ৪০ টি ক্লাউড সার্ভিস প্রতি মাসে প্রায় ১০০ টেরাবাইট ট্রাফিক সার্ভ করে।

Techtunes Zillion সম্বন্ধে আরও জানতে এখানে দেখুন

Techtunes ADs

সেই সাথে টেকটিউনস শুধুমাত্র বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তির Social Network ই তৈরি করে নি। টেকটিউনস তৈরি করছে বাংলা ভাষার সবর্বৃহৎ AD Network - Techtunes ADs.

Techtunes ADs এর মাধ্যমে এ পর্যন্ত দেশে বিদেশের প্রায় ৫০০০ এর ও বেশি প্রতিষ্ঠান তাদের ব্রান্ডিং, প্রমোশন ও বিজ্ঞাপণ দিয়েছে যার সংখ্যা দিন দিন বেড়েই চলছে।

Techtunes AD Network - Techtunes ADs সম্বন্ধে বিস্তারিত জানা যাবে Techtunes ADs এর অফিসিয়াল ওয়েবসাইট https://ads.techtunes.io থেকে।

Techtunes Supreme

কোয়ালিটি ও একসেপশন কন্টেন্ট তৈরির জন্য টেকটিউনস এর রয়েছে Content Network - Techtunes Supreme. Techtunes Supreme, সম্পূর্ণ ভাবে Techtunes Satellite এর মাধ্যমে পরিচালিত হয়।

Techtunes Kaizen

এছাড়া টেকটিউনস এর ক্লাউড বিজনেস ভিডিশন Techtunes Kaizen এর রয়েছে ৪০টি SaaS প্রডাক্ট। যা প্রথম সারির বহু কর্পোরেট প্রতিষ্ঠান তাদের IT Automation, Business Process ও Team Productivity তে ব্যবহার করছে।

Techtunes Kaizen সম্বন্ধে আরও জানতে এখানে দেখুন https://kaizen.techtunes.io

Techtunes Kaizen এর Marketo Family এর জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে

Techtunes Slash

Techtunes Slash - হলো  Techtunes Kaizen এর Marketo Family এর Short URL সার্ভিস যার মাধ্যমে আপনি যে কোন বড় URL কে নিমিষেই ছোট URL তৈরি করতে পারবেন। যেমন একটি বড় লিংকে Techtunes Slash এর মাধ্যমে Short URL করে তৈরি করা হয়েছে https://techtun.es/nJdCur

Techtunes Slash এর Pro ভার্সনের মাধ্যমে আপনি আপনার নিজেস্ব ডোমেইনে Short URL তৈরি করতে পারবেন। যেমন আপনার ডোমেইন যদি হয় dar.az তবে আপনি dar.az/nap7qmx বা dar.az/BuyNow বা dar.az/buy এরকম ছোট Short URL তৈরি করতে পারবেন।  এতে করে আপনার Brand Identity বজায় থাকবে। আপনার যেখানে যেখানে আপনার Short URL প্রকাশ করবেন কি সৌশাল মিডিয়াতে, কি বিলবোর্ডে বা কি পত্র-পত্রিকায় বা লিফলেটে বা কি ভিজিটিং কার্ডে সবজায়গাতে আপনার Branding বজায় থাকবে।

Techtunes Slash এর মাধ্যমে আপনি আপনার নিজেস্ব ডোমেইনে Short URL তৈরি করার পাশাপাশি Custom নামে Short URL তৈরি করতে পারবেন। যেমন আপনি চাইছেন আপনার Short URL এর dar.az/nap7qmx এর শেষের অংশে অর্থাৎ nap7qmx এর Random Word এর বদলে অর্থবহ কোন নাম থাকুক যেমন dar.az/BuyNow বা dar.az/buy Techtunes Slash এর মাধ্যমে আপনি খুব সহজেই তা করতে পারবেন।

Techtunes Slash সম্বন্ধে আরও জানতে এখানে দেখুন

Techtunes SMS

Techtunes SMS - হলো Intelligent SMS Platform. Techtunes SMS এর মাধ্যমে শুধু SMS পাঠানো ও Bulk SMS মার্কেটিং নয়, Techtunes SMS এর মাধ্যমে User Interaction ও User Engaging Wise SMS মার্কেটিং, Intelligent SMS Based Web Service ও App তৈরির অনন্য Cloud Based SMS সার্ভিস. Techtunes SMS - Techtunes Digital ও Techtunes Kaizen এর 'Techtunes Marketo' Family এর একটি প্রোডাক্ট Product.

Techtunes SMS এর মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে সুলভ রেটে মাত্র ১৯ পয়সা প্রতি SMS খরচে SMS পাঠানো যায়। যা দেশের সবচেয়ে সুলভ SMS রেট।

Techtunes SMS সম্বন্ধে আরও জানতে এখানে দেখুন।

বিশ্বের প্রথম বাংলা নেটওয়ার্ক ভিত্তিক কন্টেন্ট Social Network - Xen

আর সেই ধারাবাহিকতায় টেকটিউনস তৈরি করছে বিশ্বের প্রথম বাংলা নেটওয়ার্ক ভিত্তিক কন্টেন Social Network - Xen. প্রযুক্তি কন্টেন্ট এর বাইরে ভিন্ন স্বাধের এর মানের Creative কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যই Xen Social Network.

Xen এ প্রাথমিক ভাবে নিচের Network গুলো থাকছে।

  1. Food Network - Food খেতে ও তৈরিতে যারা ভালোবাসেন ও Food নিয়ে যারা কন্টেন্ট তৈরি করতে পারেন তাদের জন্য Food Network.
  2. Interior ও Furniture Network - Interior ও Furniture নিয়ে Interior ও Furniture Network.
  3. DIY বা Do it Yourself এর জিনিষ নিয়ে DIY Network ব্লগ
  4. Business ও Startup নিয়ে - Business Network
  5. বাংলা সাহিত্য নিয়ে - বাংলা সাহিত্য Network
  6. মুভি, ড্রামা ও নাটক নিয়ে - Flix Network
  7. শিক্ষা নিয়ে - Education Network
  8. Shopping নিয়ে - Shopping Network
  9. খেলা নিয়ে - Sports Network
  10. Travel নিয়ে - Travel Network
  11. Automobile নিয়ে - Auto Mobile Network
  12. Health ও Fitness নিয়ে - Fitness Network

প্রাথমিক পর্যায়ে এই ১২ টি নেটওয়ার্ক নিয়ে তৈরি হচ্ছে Xen.

Xen এ আপনি আর কোন নেটওয়ার্ক দেখতে চান? Xen সম্বন্ধে আপনার আর কি মতমত রযেছে? আমাদের জানান আপনার মতামত ও পরামর্শ। টেকটিউনস থেকে অবশ্যই তা বিবেচনা করা হবে।

-

Techtunes Xen Ops

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 127 টি টিউন ও 2880 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 527 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1591 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো উদ্দোগ ।কিন্তু টেকটিউনস তার ২.০ এর যে গৌরব ছিল সেটা হারিয়ে ফেলেছে…

    আমি তো দেখছি টেকটিউনস ২.০ থেকে টেকটিউনস ট্রিনিটিতে তাঁর সাম্রাজ্য ৫০০ গুণ বৃদ্ধি করেছে। আগে টেকটিউনসের প্রোডাক্ট ছিল ১ টি এখন ৪০টি। আর সেই সাথে ১০০ টেরাবাইট ট্রাফিক সার্ভ করে। এটা বাংলাদেশের আর ২য় কোন কোম্পানি করে বলে জানা নেই।

      প্রোডাক্ট থাকলেই কি হবে ।
      ১০০০ তা প্রোডাক্ট বানাল কিন্তু ব্যাবহার করার কেও নাই এই প্রোডাক্ট দিয়ে কোন লাব আছে ।
      টেকটিউনস শুরুতে যে ভুল গুলি করেছে তা যদি না করত আজ ভাল অবস্থায় থাকত ।
      আগে এক একটা টিউনে কমেন্টই ছিল কয়েকশ । আমি আম্বর কমেন্টের রিপ্লে দিতে দিতে দিন শেষ হয়ে যেত ।
      ১২ বছর আগে এমন এক অবস্থা ছিল যে টেকটিউনস এর আইডি মানুষ বিক্রি করত । কারণ টেকটিউনস নতুন আইডি খোলা বন্ধ করে দিয়েছিল । আর সব থেকে ভুল টা এখানেই হয়েছিল । এমন কি আমার আইডিও কোন কারণে বন্ধ করে দিয়েছিল । অনাক চেষ্টা করেও লগইন করতে পারি নাই । তার পর থেকে টানা ৩ বছর আর টেকটিউনস ঢুকি নাই । তারপর হটাত একদিন ঢুকে দেখি টেকটিউনস পুরাই চেঞ্জ । কমেন্ট তো দুরের কোথা এক টিউন ২ দিন পরেও প্রথম পেজে দেখতে পাই ।
      আর বাঘা বাঘা টেঁক রা তো টেকটিউনস ছেড়ে বহু আগেই চলে গিয়েছে ।
      এখন যাদের দেখি সবাই আসে নিজের প্রোফাইল বুস্ট করার জন্য নয়ত আসে বিজ্ঞাপন দেয়ার জন্য ।
      যাইহোক আগের টেকটিউনস কখনো আর ফিরে আসবেও না আর চাইলেও আর সম্ভব ও না । ইউটিউব আসার পর বড় বড় কোম্পানি তাদের হাত পা গুটিতে নিয়েছে আর টেকটিউনস তো বাংলাদেশি একটি কোম্পানি শুধু।
      আর চেটজিপিটি এসে তো গুগুল কেই এলোমেলো করে দিয়েছে । এখন কারো আর ব্লগ পড়ার সময় নাই সব এ আই জবাব দিতে পারে । ভাল থাকুন

৪০টি ক্লাউড প্রোডাক্ট তাও আবার ক্লাস্টারিং প্রযুক্তিতে। স্যালুট তোমায় টেকটিউনস! যেখানে বাংলাদেশের অগাচগা কোম্পানি প্রেস রিলিজ আর মিথ্যা পিআর নিয়ে ব্যস্ত সেখান টেকটিউনস একের পর এক ওয়ার্ল্ডক্লাস উদ্যাগ তৈরি করছে। কাঁদাছুড়াছুড়ি নয় টেকটিউনস কাজ করে দেখিয়ে দেয়। আবারও স্যালুট তোমায় টেকটিউনস!