২২ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে সুইডিশ ফিনটেক কোম্পানি iZettle কিনে নিচ্ছে পেপাল, যা কোম্পানির এ যাবৎ কালের সর্ববৃহৎ একুইজেশন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

২.২ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে সুইডিশ ফিনটেক কোম্পানি iZettle কিনে নিচ্ছে পেপাল, যা কোম্পানির এ যাবৎ কালের সর্ববৃহৎ একুইজেশন। iZettle সবার কাছে স্মার্টফোনের ক্রেডিট কার্ড রিডার সুবিধার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাপ্লাইয়ার হিসেবে পরিচিত রয়েছে। কিছুদিন আগেই কোম্পানিটি পাবলিক ভাবে উন্মোচন হতে চেয়েছিল কিন্তু এর আগেই পেপাল কোম্পানিটিকে কিনে নেওয়ার প্রস্তাব দেয়।

পেপাল এই কোম্পানির মালিকানার সাহায্যে বিশ্বের ইন-স্টোর পেমেন্ট কার্যক্রমে আরো এক ধাপ এগিয়ে যাবে। মালিকানা স্বত্ত বিক্রির আগে কোম্পানিটি ১১ টি দেশে তাদের সার্ভিসটি দিয়ে আসছিলো। আর এবার পেপালের সাথে এটি আরো ২০০টির বেশি দেশে তাদের সার্ভিসকে দ্রুত ছড়িয়ে দিতে পারবে।

মালিকানা স্বত্ত বিক্রি হয়ে গেলেও iZettle এর সিইও Jacod De Greer এবং কোম্পানির বর্তমান কর্মকর্তা ও কর্মচারীরাই কোম্পানিকে ম্যানেজমেন্ট করে নিয়ে যাবেন।


টেকটিউনস টেকবুম - ১৯ মে ২০১৮

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস