Symphony Z100—এসে গেলো প্রজেক্টর সহ মোবাইল ফোন—Symphony Z100

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আস-সালামু-আলাইকুম।

টিউনার বন্ধুরা,কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।

আপনার যখন বিশ্বকাপ  ক্রিকেট খেলা দেখেছেন তখন সবাই হয়তো খেয়াল করেছেন যে ইন্ডিয়া তে Spice projector Mobile phone এর বিজ্ঞাপন দেখেছেন।তখন আপনারা নিশ্চই এরকম একটি মোবাইল ফোন নিজের হোক এমন কল্পনা করেছেন।তাই না...।

আর নয় অপেক্ষা।বাংলাদেশ এর বাজারে এসে গেলো Symphony Z100 projector Mobile Phone.দেখে নিন এর Features গুলো।বিস্তারিত নিচে দেয়া হলো।

Features:

Display2.4" TFT
Camera2 MP
MultimediaMP3, MP4, FM
Data ServicesWAP, GPRS, EDGE
Phonebook Entries1000
Technical Features
Display ResolutionQVGA(240*320)
Built in Java ApplicationNimbuzz
Internal Memory1Gb+512Mb
StoragePhone Memory 80MB
Memory Card Expandable up to 8GB
Battery1000 mAh Li-ion
Other Features
RecorderVideo, Audio & Call recorder
ConnectivityUSB, Bluetooth
SecurityBlacklist
Special FeaturesMobile Projector
Price8990 Taka

আমি symphony x110 ব্যবহার করি।নাহলে এই ফোন টি  এখনি কিনতাম।টিউনার ভাইয়ারা...।।ভাল লাগলে কমেন্টস করুন।

আরো জানতে ওয়েবসাইট টির লিঙ্ক দেয়া হলো।এখানে ক্লিক করুন

বিঃ দ্রঃ হযরত মুহাম্মাদ (স) এর নাম শুনলে দুরুদ শরীফ পরুন।এটা পরা ওয়াজীব। দুরুদ শরীফ টা হলোঃ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম।

সবাইকে ধন্যবাদ।visit: http://bit.ly/dEz6Ke

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটা কি এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে ? আর দামটা কি বাংলাদেশী টাকায় ?

    আমারো একই প্রশ্ন ❓

    ভাই বসুন্ধরা সিটিতে গতকাল দেখে আসলাম।

    Level 0

    কেমন দেখলেন ভাই?

Level 0

আপনি কি বাংলাদেশ এ থাকেন?Symphony Mobile বাংলাদেশ এ কম দামের মদ্ধে সবচেয়ে জনপ্রিয় মোবাইল।

জি।এটা বাংলাদেশি মোবাইল।

    Level 0

    এটা আমি জানি । আমি বলছিলাম এই latest মডেলটা বাংলদেশের বাজারে আসছে কিনা ? Latest মডেল গুলো বাংলাদেশে আসতে একটু সময় লাগে কিনা, তাই ।

    Level 0

    সিম্ফনি মোবাইল এমন না ভাই।আগে মার্কেট এ আসে।পরে বিজ্ঞাপন দেয়।

Level 0

সস্তার দশ অবস্থা। সিম্পনি, ম্যাক্সিমাস, বেনকিউ, যে লাউ সেই কদু……………………… দুই দিন পরে নষ্ট হবে, কাস্টমার কেয়ার এ যাবে ঠকে টাকা নিবে এ টা বাংলার মোবাইল কাস্টমার সার্ভিস এর রীতি।

    আপনি কতবার মোবাইলের সমস্যা নিয়ে সিমফনি/ম্যাক্সিমাস এর কাস্টমার কেয়ার এ গেছেন?
    আমি বহুবার গেছি। তাদের মতো উন্নত ও দ্রুত কাষ্টমার সেবা নামকরা ব্রান্ডের কোম্পানী গুলোও দেনা।
    তাই না জেনে এমন উক্তি করবেন না।

    Level New

    মলয় ভাই, আমি নকিয়া ব্যবহার করি। কিন্তু আমি বিভিন্ন পরিচিত দোকানদারদের সাথে কথা বলে জা জেনেছি তা হচ্ছে মোবাইলে মধ্যে গত ১/২ বছর ধরে সিম্ফোনীর মান সবচেয়ে ভালো, তেমন কোনো কম্পলেইন নেই। পাশাপাশি কাস্টোমার কেয়ার খুবই ভালো। দোকানদাররাই বলে নকিয়া, সনি, স্যামসাং এর চেয়েও বর্তমান সিম্ফোনী অনেক ভালো।
    আর সচেতন গ্রাহক হিসেবে আপনি তো দামের দিকে একবার তাকাবেনই তাই না? ১০০০০ টাকার নকিয়ার ফিচার আপনি ৪০০০ টাকার সিম্ফোনীতে পেয়েও যদি বলেন সিম্ফোনী ভাল না, পচা- তাহলে ভাই কিভাবে হবে বলুন?
    বরং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে নকিয়ার কাস্টোমার সার্ভিস খুবই বাজে। আর স্যামসাং বর্তমানে ১ মাস টাইম নেয় তাদের বসুন্ধরা সিটি সেন্টারে। আপনার যদি নিজের কোনো বাজে অভিজ্ঞতা থাকে তাহলে তা শেয়ার করতে পারেন

    আপনাদের কথা শুনে খুব মজা পেলাম।
    প্রথমে আসি, ওরা যদি সব দিয়ে দেয়।তাহলে মানুষ নোকিয়া, নোকিয়া বলে নাচে কেন?

    আপনি নকিয়া এর 2 megapixel এর সাথে symphony এর 2 megapixel এর তুলনা কইরেন।

    তারপর, আপনি মোবাইল এ গেম খেলবেন, তাহলে আপনার brand এর সেট কিনতে হবে। symphony তে ডাউনলোড করা গেম 95 percent চলে না।

    বড় বড় mobile game company এসব সেট এর জন্য গেম বানায় না।

    আর দেখুন ভাল জিনিষের দাম একটু বেশি হবে।

    দেখুন আপনি যদি মোবাইল শুধু গান আর কথা বলেন তাহলে এগুলোই ভাল।

    কিন্তু সাথে যদি গান এর কোয়ালিটি , গেম খেলা, ভাল ক্যামেরা দিয়ে ছবি তোলা, ভাল কোয়ালিটি এর video, এসব কিছু চান তাহলে nokia, sony ericson, এসব সেট এর কাছে যেতে হবে।

    আসলে দাম অনেক বড় জিনিষ।তারপরেও বলি, আপনি আজ ৪০০০ টাকা দিয়ে সেট কিনলেন, কিন্তু যদি আপনি কস্ট করে টাকা জমিয়ে কয়েক মাস পর সেট কিনেন তাহলে৭০০০-৮০০০ টাকা দিয়ে ভাল সেট পাবেন।

    আর নোকিয়া এর সেট কিরকম টেকসই তা সবাই জানে। আমি এখনো মানুসের হাতে নোকিয়া ১১০০ সেট দেখি।

    আপনি দেখাতে পারবেন symphony এর কোন সেট এর জন্য গেম বানায়??????????????

    আর, brand এর বাহিরে কোন সেট এ software support করে।

    Level 0

    ্সবার অবগতির জন্য বলছি, Symphony মোবাইল মধ্যবিত্ত দের জন্য আদর্শ মোবাইল।

    আমার দেখা সবচেয়ে সেরা এবং কম দামের মধ্যে চায়না মোবাইল হলো এটি।

    @ সাবিহা আপু,=আপনার কথার মধ্যে কোনো ভুল নাই।কিন্তু কম দামে ভাল Features সহ এর চেয়ে ভালো মোয়াইল আছে কিনা আমার জানা নাই।এটি Micromax থেকে অনেক Better.

    সিম্ফনি আমি ইউজ করেছি। কোনো অংশে খারাপ না। ২ বছর হল x100 কিনেছিলাম, এখন আমার বোন ব্যবহার করে। একদম ভাল আছে

    Level 0

    দিহান ভাইএর সাথে এক্মত।আমার মোবাইল সিম্ফনি এক্স ১১০

আমি অনেক দিন যাবত প্রজেক্টর কিনব বলে ভাবছিলাম, এখন দেখি মোবাইলেই প্রজেক্টর পেয়েগেলাম। আমাকে একটু জানাবে এটার মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া যাবে কি না ? এবং প্রেজেন্টেশনে বাংলা ফন্ট ব্যবাহার করা যাবে কিনা। জানালে খুব উপকৃত হব।

    বাংলা নেই ভাই ।
    পয়েন্ট প্রেজেন্টেশন ও সম্ভব নয় ।

    Level 0

    আমার মনে হয় এতে পাওয়ার প্রেজেন্টেশন করা সম্ভব হবেনা ।এটি মোবাইল স্ক্রীন এ যা দেখাবে তাই প্রজেক্টর এর মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করবে।

হুম ,
বুঝলাম ভাল প্রযুক্তি ।
কিন্তু কিছু বলতে চাই । Symphony এর মোবাইল গুলতে যেখানে মোবাইল ডিসপ্লে তেই ভিডিও দেখা অনেক জাতনার এক্তা ব্যাপার শেখানে আমার প্রশ্ন হল এত কম টাকার ( ৮০০০+ ) মোবাইল এ কন ধরনের কোয়ালিটি এর ভিডিও প্লে হবে ? আর শেই ভিডিও প্রোজেক্টর মোবাইল এর বড় স্ক্রীন এ দেখতেই বা কেমন লাগবে ? আশলেই প্রশ্ন থেকে যায় ……। চিন্তা করতে পারেন তো ?

খুব তারাতারিই মোবাইল টি মার্কেট এ আশবে কিন্তু কেনার আগে একবারের জন্য হলেও ভেবে নেবেন ।

    Level 0

    আমি symphony x110 সেট ব্যবহার করি।আমার স্ক্রীন অনেক ভালো।আমি HD video গুলো কে 3gp তে কনভার্ট করে আমার মোবাইল এ দেখি।এখন নিশ্চয় বুঝতে পারছেন?
    আর মোবাইল প্রজেক্টর সহ মোবাইল কয়টা আছে বলতে পারবেন? এখন হয়তো কোয়ালিটি ততোটা ভালো হবেনা।কিন্তু পরে অবসশই হবে।

    এটা মোবাইল প্রোজেক্টর।এখন আপনি এটা দিএ যদি ৬*৬=৩৬ square feet এর পর্দায় দেখেন তবে তো কোয়ালিটি কেমন হবে সেটা আপ্ননিই চিন্তা করুন।

thank you

    Level 0

    আপ্নাকেও ধন্যবাদ

Level 0

ওরে বাবা…।।টিউনার রা দেখি কমেন্টস করে ভরে ফেলেছেন……।

সবাই কে বলি।আমি মোবাইল ফোন ব্যবহার করি ৪ বছর হয়েছে।এর মধ্যে Symphony ব্যবহার করি ২.৫ বছর ধরে।১ম সেট টা যখন নিলাম সেটা ভালো ছিলনা।চার্জ থাকতোনা।সেটা ৬মাস ব্যবহার করে নতুন আরেকটা Symphony নিলাম।এর পর থেকে আর কোনো সমস্যা হয়নি।আমার ছোটো ২ভাই অ সিম্ফনি সেট ব্যবহার করে।

    Level 0

    আপনারা তো দেখি সিম্ফনি পরিবার ।

আচ্ছা শেষমস যদি 3GP,MP4 File প্রজেক্টরে দেখতে হয়!

    Level 0

    আপনি কি বোঝাতে চেয়েছেন বুঝতে পারলাম না।
    এটা মাল্টি মিডিয়া মোবাইল।এর স্ক্রীন এ যা দেখাবে সেটাই প্রজেক্টর এ দেখাবে।তার মানে এটি দিইয়ে বড় পর্দায় 3gp ,mp4 সহ সব কিছুই দেখা যাবে।

Level 2

প্রশ্ন থেকে যায় ……চিন্তা ?

ই-মামুন ভাই, চিপ প্রজেক্টর এর জন্য যোগাযোগ করতে পারেন [email protected] or 01731797513.

অনেক সময় নিয়ে সবার comment পরলাম। ভাল লাগলো নোকিয়া ও সিমফোনির তুলনা দেখে। শুধু একটা কথাই বলি, যদি কেউ নোকিয়ার একটা ‍simple Java সেট কিনতে যে টাকা লাগে সেই দামে আপনি একটা খুব ভাল মানের সিমফোনি সেট কিনতে পারবেন। আর নোকিয়ার ‍symbian সেটের সাথে ‍সিমফোনি সেটের কোন তুলনাই হয়না। আর এটা প্রত্যেকের ব্যাক্তিগত ইচ্ছা। তবে আমার মতে দাম একটু বেশি হলেও যেকোন symbian, windows অথবা android সেট ব্যাবহার করা উচিৎ; কেননা এসব সেটে ইচ্ছা মত software install করা যায়।

যেমন আপনি যদি চান আপনার মোবাইলে সমস্ত কথা Auto record হয়ে আপনার মেমোরি কার্ডে জমা হবে এবং তা হবে সম্পুর্ন বিনামুল্যে ! তা হলে আপনাকে Java সেট ছাড়তে হবে।

    Level 0

    ধন্যবাদ।।সিম্ফনি কে সাপোর্ট দেবার জন্ন।কম দামে এতো কিছু পেলে আর কি লাগে?

Symphony বেশ ভাল সেট। Lasting যায় বেশিদিন।

    Level 0

    ঠিক বলেছেন।আগের সেট গুলা থেকে এখনকার সেট গুলা টিকে বেশি।আমি সিম্ফনি x110 ব্যবহার করি।ব্ল্যাকবেরি তো আর কেনার টাকা নাই।তাই দুধের সাধ ঘোলে মেটাই।ওটার লিঙ্ক।http://symphony-mobile.com/store/361

Level 0

জানার পর ভাল লাগল।ধন্যবাদ

Level 0

nokia ভাল সেট কিন্তু symphony টাকার তুলনায় অনেক ভাল সোট। আমি এই পেস্টটি করছি x120 সেটের EDGE Use করে। so…….

Level 0

Micro-max is way better than symphony 🙂

NOKIA ফিনল্যান্ডের মূল কারখানার বাইরে (বিশেষ করে এশিয়ার জন্য) যেসব সেট বাজারে নামায় তার মানের চেয়ে SYMPHONY এর মান কমকরে হলেও 10 গুন ভালো।

সিম্ফোনি এনড্রয়েড বা সিমবিয়ান (নকিয়ার একান্ত সত্তাধিকারী ওএস) এর কোন ফোন বাজারে আনেনি, তাই প্রযুক্তিবিদরা ব্যাপকভাবে এর ব্যবহার শুরু করেনি। তবে হার্ডওয়্যার ও টেকসই এর দিক থেকে এবং ব্যাটারীর মান বিবেচনায় সিম্ফোনিকে নকিয়ার চেয়ে এগিয়ে রাখতে হয়।

নকিয়া শুধু ব্রন্ডের লগোর কারণে প্রচুর টাকা নিচ্ছে, টাকা অনুসারে উন্নত হার্ডওয়্যারদিচ্ছে না, কিন্তু সিম্ফোনি বেশ ভালো হার্ডওয়্যার দিয়ে নেটের মান অনেক উন্নত করে ফেলেছে।

নকিয়ার নিজস্ব ও প্রধান কারখানা ফিনল্যান্ড ছাড়া, অন্যন্য প্লান্টের নকিয়ার চেয়ে সিম্ফোণির মান অনেকগুণে ভালো।

    Level 0

    আপনার কমেন্টস পড়ে ভালো লাগ্লো।আমি সিম্ফনি মোবাইল এর FAN.আপনি কি জানেন, SIEMENS মোবাইল কোম্পানি তাদের মোবাইল উতপাদন বন্ধ করে দিয়ে চায়না প্রযুক্তি ব্যবহার করে এখন বাংলাদেশ এ SYMPHONY মোবাইল বাজারে ছেরেছে।এবং তারা সফল ও হয়েছে।

    SYMPHONY বাংলাদেশ এর কম দামের মোবাইলের মধ্যে সবচেয়ে সেরা।এটি এতই জনপ্রিয় যে অন্য কোম্পানি মেমরি কার্ড ফ্রী দিলেও তারা দেয়না।কারন তারা বাজার ধরতে পেরেছে।

আমি দুই বসরে প্রায় ১০ টি মোবাইল খয় করেছি। এর মধ্যে ৮ টিই ছিল চায়না ব্রান্ডের। Symphony D42 ছয় মাস চলার পরে নষ্ট হয়ে গেল।
তারপর কিনলাম Sprint D300 সেটা টিকল ৪৬ দিন। এ ভাবে ৮ টি সেট খয় করার পরে আবার কিনলাম Symphony C101
এই সেটটা মোটামুটি ৩ মাস ধরে চলতেছে। তবে মাঝে মধ্যে এমনি বন্ধ হয়ে যায়। মনেহয় এটার ও আয়ু শেষ হয়ে আসছে। আমি আবার প্রতিদিন
প্রায় ৭ থেকে ১০ ঘন্টা মোবাইল এ কথা বলি। তার সাথে সব কথা রেকর্ড করি। তাহলে আপনারাই বলেন আমার মোবাইল কি করে বেশি দিন টিকবে?

    Level 0

    সমস্যা মোবাইল এ নয়।আপনার মধ্যে।আপনি মোবাইল ব্যবহার করেন নাকি মোবাইল দিয়ে খেলেন?

    শুধু শুধু মোবাইল কে কেনো দোষ দিচ্ছেন ভাই?

Level 0

ভাই এতো কথা কার সাথে বলেন?

    Level 0

    আপনার সাথে।হেহেহেহে

Level 2

প্রজেক্টরের সাইজ সম্পর্কে জানালে আরো ভাল হত । আমি যতটুকু এই প্রজেক্টরের সাইজ ১৪"
আপনারা কি কেউ কিছু জানেন? জানলে আমাকে জানাবেন আমি কিনতে আগ্রহী ।

আমার কাছে নকিয়াই বেস্ট। চায়নার ভেতর Symphony।

    Level 0

    নোকিয়া হলো international Brand.আর সিম্ফনি হলো চায়না ব্র্যান্ড।

    Level 0

    HOW Funny.First of all i wana say that NOKIA is the best especially nokia 5230.i enjoy desktop flavour internet with it.the video quality is awsome.it captures 30 frames in a secend in real time.it supports symbian software and i can make video call with my mobile.it gives me mindblowing touch experience.i can download anything at 40 kb per secend.on the other hand china mobile like symphony does not give these facilities.a proverb goes that"Magna gorur dat nai and Shastar 3 obostta….

Mukut vai salam niben. amio apnar moto symphonyx110 set use korchi sudhu voice call er jonno, but akhon opera mini, mig33, nimbuzz etc application chalate gele java support error show korche, amar ek bondhu bollo tumi care cente a jao java soft ta pobs hoise ota install korte hobe, okhane phn a kotha bolar por bolse warranty card nia ashen, meyad ase kina dekhi etc , care centre amar akhan theke onek dur tai jai nai, amake ekta help koren opera mini chalate gele java er jei ver symphonyx110 a lagbe otar addrs amake dile net theke pc te down kore mob a install korta partam

ore baaps ki obstha..Vai ami amr Nokia N8 ( symbian belle ) nia onk shanti te asi !!!

Level 0

আরিব্বাস। এতো কমেন্ট।
আমি নোকিয়া,সিম্ফোনী,স্যামসাং সব গুলোই ইউজ করেছি।
আমার মনে হয়েছে,
১। যদি অরিজিনাল নোকিয়া হয়, তাহলে কোন কথা নেই, সাউন্ড কোয়ালিটি বেস্ট।
২। সিম্ফোনী ভাল কিন্তু সমস্যা, ডিস্প্লে রেজ্যুলুশন আর ভয়েস কোয়ালিটি নোকিয়া মানের না।
এই দুইটা ব্যাপার বাদ দিলে বর্তমানে সিম্ফণী ই সেরা।
সর্বশেষ w25 আমার দেখা সেরা সিম্ফোনী মোবাইল।
এবার কিন্তু সিম্ফোনী বাজিমাৎ করেছে।

আপনারা যারা সিম্ফোনী পছন্দ করেননা, তাদের বলবো, W25 টা কিনে দেখুন।
এক কথায় বস।

    @rajibnill: কোথায় নকিয়া আর কোথায় সিম্ফনি।তবে ২টাই কিন্তু চায়নার।ধন্যবাদ।

Level 0

মার্কেটিং এ দুইটা টার্ম আছে, (স্যরি! আমি লেকচার দিয়ে দিচ্ছি)
Market Leader আর Market Follower.
নকিয়া এখন আর মার্কেট লিডার নেই, এখন স্যামসাং মার্কেট লিডার।
এক সময় নকিয়ার দিন ছিল, আমরা সবাই নকিয়া কিনতাম,(সিম্বিয়ান/জাভা/মিমো) ইত্যাদি নিয়ে হইচই করতাম।
এখন আমরা আর গর্ব করে বলিনা আমি সিম্বিয়ান বা মিমো ব্যবহার করি।
হালফ্যাশন হল Android. স্যামসাং আর সিম্ফোনি যেটা এডাপ্ট করেছে।
আমরা আগে নকিয়া ব্যবহার করতাম, আমাদের মাথায় এটা পাকাপাকি ভাবে আছে যে নোকিয়া সেরা।
এখন মার্কেট এ যে নোকিয়া পাওয়া যায় সগুলা যে কি তা আর বল্লাম না।

thanks vi