অবশেষে টুইটারের কাছে বিক্রি হয়েই গেল টুইটডেক

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রযুক্তি বিশ্বের খবর যারা মোটামুটি হলেও রাখেন তারা অবশ্যই জানেন টুইটারের জনপ্রিয় অ্যাপ্লিকেশন টুইটডেক কিনে নেয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে টুইটার বহুদিন ধরেই। চোখ কপালে তোলার মতো দাম হেঁকে অবশেষে টুইটডেক নিজেদের করে নিয়েই ছেড়েছে টুইটার। সূত্র জানিয়েছে, টুইটডেকের নতুন মালিক এখন টুইটার।

মার্কিন সংবাদ সংস্থা সিএনএন নিশ্চিত করে জানিয়েছে, বিভিন্ন মোবাইল ও কম্পিউটারে টুইটার ব্যবহার করার থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন টুইটারকে মার্কেট শেয়ার (স্টক) ও নগদ টাকার অঙ্কে ৪০ মিলিয়নেরও বেশি টাকায় টুইটডেককে কিনে নিয়েছে টুইটার। উল্লেখ্য, টুইটডেক মূলত টুইটারের জন্য তৈরি হলেও এর মাধ্যমে ফেসবুক, লিংকইন ও মাইস্পেসও আপডেট করা যায়। এর দৃষ্টিনন্দন ডিজাইন ও ইউজার ইন্টারফেস ব্যবহার-বান্ধব হওয়ায় টুইটারের জন্য যতগুলো থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছে এই টুইটডেক।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, টুইটারের ২৫ শতাংশেরও বেশি সংখ্যক ব্যবহারকারী টুইট করেন টুইটডেকের মাধ্যমে। টুইটার ব্যবহারকারীদের এতো বড় সংখ্যক ব্যবহারকারী নিয়ন্ত্রণের ক্ষমতা টুইটার টুইটডেকের উপরে ছেড়ে রাখতে নারাজ ছিল বলেই বিশাল অঙ্কের বিনিময়ে টুইটডেক কিনে নেয়ার জন্য মাঠে নামে টুইটার। অবশেষে ৪০ মিলিয়নের ঘরে এসে সেই বেচাকেনার অবসান হয়েছে বলে জানা গেছে। যদিও সিএনএন জানিয়েছে টাকার মোট অঙ্ক ৪০ মিলিয়নেরও বেশি।

তবে এই বিকিকিনি নিয়ে কোনো মন্তব্যই জানায়নি টুইটার। উল্টো নিজেদের টুইটার অ্যাকাউন্টে তারা জানিয়েছে, কোনো গুজবে তারা মন্তব্য করবে না। তবে নেক্সট ওয়েব নামের আরেক সংবাদ ব্লগ সিএনএন মানি'র এই রিপোর্ট নিশ্চিত বলে জানিয়েছে। অর্থাৎ, স্কাইপ বিক্রি হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই আবারও বড় রকমের কেনাবেচা সম্পন্ন হলো প্রযুক্তি বিশ্বে। তাই প্রযুক্তি বিশ্বকে এখন কাঁচা বাজার বললেও হয়তো ভুল হবে না। 😉

Level 0

আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Social network use করিনা তাই এ ধরনের খবর রাখিনা । ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য ।

শেয়ার করার জন্য ধন্যবাদ।