ওয়ার্ডপ্রেস প্লাগিনঃ ওয়ার্ডপ্রেস ভল্ট দিয়ে ঠেকান লেখা কপি, চুরী

ওয়ার্ডপ্রেস ভল্ট আমার নতুন একট ওয়ার্ডপ্রেস প্লাগিন। প্লাগিনটি মুলত আপনার ব্লগকে সুরক্ষিত করার জন্যই তৈরী। এটি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে যে কোন ধরনের লেখা কপি, রাইট ক্লিক এবং সেই সাথে ইমেজ ড্রাগিং ও ব্লক করবে।

সম্পূর্ন অ্যাডমিন ব্যাক এন্ড থেকে কাষ্টোমাইজেবল এই প্লাগিন টি খুবই সিম্পল। মাত্র ২.৪ কিলোবাইট সাইজ। সাথে কোন অতিরিক্ত অবর্জনা কিংবা এ্যাফলিয়েট লিঙ্ক দেয়া নেই। তবে আমি নিজের একটু গুন গেয়েছি :)

প্লাগিন টি কিভাবে কাজ করে এবং এটাকে কিভাবে চালু করবেন, ধাপে ধাপে দেখাচ্ছি।

প্রথম প্লাগিন টি ডাউনলোড করুনঃ

http://cdn.oritro.com/oalvault

এবার আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের ড্যাশবোর্ডের প্লাগিন এ গিয়ে অ্যাড নিউ এ ক্লিক করুন। এরপর আপলোড এ যান। সেখান থেকে প্লাগিনের জিপ ফাইল টা আপলোড করুন।

আপলোড শেষে অ্যাক্টিভেট করুন।

এবার খেয়াল করুন, Settings এ OALWPV নামের একটা নতুন মেনু যোগ হয়েছে।

মেনুমেনু

এখানে গেলে আপনি নিচের ছবির মতো একটা মেনু পাবেন, খেয়াল করুনঃ

সেটিংসসেটিংস

আসলে প্লাগিনটির ব্যাপারে বলার মতো তেমন কিছু নেই। তিনটি অপশন আছে। প্রথমটিতে আপনার ব্লগে রাইট ক্লিক ব্লক হয়ে যাবে।

দ্বিতীয়টিতে কেউ মাউস দিতে লেখা সিলেক্ট করতে পারবে না। তৃতীয়টাতে আপনার সাইটের ইমেজ ফাইল Drag And Drop এর মাধ্যমমে কেউ কপি করতে পারবে না।

এর পর আপডেট সেটিংস এ ক্লিক করে সাইট চেক করুন। দেখুন রাইট ক্লিক কিংবা মাউস সিলেকশন কাজ করছে না।

এটা ভন ডেলীর ওয়ার্ডপ্রেস সিকিউরিটি ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করে বানানো। ওয়ার্ডপ্রেস ২.২ থেকে ৩.৩.১ পর্যন্ত সব গুলো ভার্সন এ এটা ঠিক ভাবে কাজ করছে। ব্যবহার করুন, রক্ষা করুন নিজের সাইট কে। তবে যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন না, তাদের জন্য একটা গ্যাজেট ভার্সন ও বানিয়েছি। শীঘ্রই দেবো সেটা।

যদি প্লাগিনে কোন ধরনের বাগ কিংবা ত্রুটি খুজে পান আমাকে জানাতে ভূলবেন নাঃ [email protected] এ।

Level 0

আমি asas xcxc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্যবহার করে দেখি তবে আমি একটা ব্যবহার করেছিলাম সম্ভবত চেতন ঘোলের বানানো WP-CopyProtect।ওটাতে শুধু সমস্যা ছিল কোড নিয়ে কারণ লেখাকে কপি প্রটেক্ট করলেও কোডিং বিষয়ক কোন লেখায় আমাকে কোডগুলো ভিজিটরদের সুবিধার জন্য কপি করার সুবিধা রাখতে হয়।আপনার টায় আছে কিনা জানি না তবে এটা করলে সম্ভবত ভাল হয় এবং আমার মনে হয় কঠিন কিছু না।যেমন, লেখার সিনট্যাক্স হাইলাইটার এর কোড কিংবা পেলেই সেই জায়গায় এটা ডিজাবল থাকবে।

Level 0

ব্রাউজারের জাভা স্ক্রিপ্ট অফ করে দিলে তখন কি কাজ করবে?

http://cdn.oritro.com/oalvault
ai link theke প্লাগিনটি download kora jasse na. please sothik download link din

Level 2

sob off kore dile to jara adsense kore tara bipode porbe. Text cache hobe na. 🙁

apnar deya download link kaj korse na

Level 0

link kaj kore na___foul link :/