আপনার ব্যবসার জন্য কিছু অসাধারণ ওপেন সোর্স এ্যাপ্লিকেশান

সারাবিশ্বে এমন কি আমাদের টেকটিউনসে ও জরিপ চালালে দেখা যাবে আমাদের সবাই ই ওপেন সোর্সের ফ্যান। ওপেন সোর্সের এই গগনচুম্বী জনপ্রীয়তা দিন দিন বেড়েই চলেছে। আমরাও প্রতিদিন পরিচিত হচ্ছি কোন কোন ওপেন সোর্স এ্যাপ্লিকেশানের সাথে। এর আগেও আমি নিজে এবং অন্যান্য টিউনার বন্ধুরা ওপেন সোর্স নিয়ে টিউন করেছেন তবে এই ধরনের বিজনেস রিলেটেড ওপেন সোর্স এ্যাপ্লিকেশান নিয়ে মনে হয় এই প্রথম টিউন।

বিজনেস রিলেটেড ওপেন সোর্স এ্যাপ্লিকেশান গুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ব্যবসা একদিকে যেমন অটোমেডেড করতে পারবেন ঠিক তেমনি এগুলোর সুষ্ঠু ব্যবহারের মাধ্যমের ব্যবসার প্রোডাক্টিভিও বাড়ানো সম্ভব বহু গুণে। আসুন আজ আপনাদের সেরকম কয়েকটি ওপেন সোর্স বিজনেস এ্যাপ্লিকেশানের সাথে পরিচয় করিয়ে দিই।

অরেঞ্জ এইচ আর এম

orangehrm.jpg

আমার দেখা প্রথম কোন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এ্যাপ্লিকেশান। খুবই সমৃদ্ধ এবং আকর্ষনীয় ইন্টারফেসের একটি ওপেস সোর্স এ্যাপ্লিকেশান। কোন অর্গানাইজেশানের জন্যে এইচ আর এ্যালাইনিং এবং রি - ইঞ্জিনিয়ারিং এর কাজগুলো আরো সুবিন্যস্ত করার সুযোগ করে দিচ্ছে এই এ্যাপ্লিকেশানটি।

ম্যাগেনটো

magento.jpg

ম্যাগেনটো মূলত একটি ইকমার্স প্ল্যাটফর্ম যার লক্ষ হচ্ছে ই কমার্স ইন্ডাস্ট্রি তে এক নতুন বিপ্লব ঘটানো। ম্যাগেনটো খুবই সহজে বোধগম্য একটি এ্যাপ্লিকেশান। ই কমার্স বিষয়ে যাদের আগ্রহ রয়েছে তাদের জন্যে অনেক উপকারী এটি এ্যাপ্লিকেশান বলে বিবেচিত হবার মত। ম্যাগেনটোর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পচ্ছে। আর এই ওপেন সোর্স এপ দিয়ে গড়ে ওঠেছে হাজারোইকমার্স সাইট।

কালচিউরা

kaltura.jpg

অনলাইন ভিডিও ম্যানেজমেন্ট, ক্রিয়েশান, ইন্টারাকশান এবং কলাবোরেশান এর জন্যে তৈরি করা সর্বপ্রথম ওপেন সোর্স এ্যাপ্লিকেশান এটি। কোন সাইটে এ্যাডভান্স ইন্টারএকটিভ রিচ মিডিয়া ইন্টিগ্রেশান সক্রিয় করতে এই এ্যাপ্লিকেশানটির কোন তুলনা হয় না।

কন্ক্রীট ফাইভ

concrete5.jpg

এটি মূলত একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যদিও জুমলা বেশ ভাল মানে সিএমএস কবে কন্ক্রিট ফাইভ বড় বড় ফিচার সমৃদ্ধ এবং পাওয়ারফুল সাইট মেইনটেইনেন্স এর কাজে ব্যবহার করার মত। ডেভেলপারদের কাজ করার মত আরেকটি ভালো প্ল্যাটফর্ম। খুবই বন্ধুসুলভ এবং সহজগম্য GUI। আসলেই আপনার কাজে নতুন মাত্রা যোগ করার মত।

টেলম্যাটিক

tellmatic.jpg

এটি আসলে একটি নিউজ লেটার মেশিন যা পিএইচপি স্ক্রিপ্টের উপর বেজ করে তৈরী করা হয়েছে। এটি মূলত নিউজ লেটার সেন্ডিং এর কাজে ব্যবহৃত হয়ে থাকে। খুব সহজে অনলাইনে আপনার বা আপনার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ফর্ম, ঠিকানা এবং নিউজলেটার মেইন্টেইন করার মত একটি চমৎকার এ্যাপ্লিকেশান।

মাইন্ডটাচ

mindtouch.jpg

একটি তুমুল জনপ্রিয় এন্টারপ্রাইজ কলাবোরেশান প্ল্যাটফর্ম। একটি এন্টাপ্রাইজকে আরো গঠনমূলক এবং এর উত্তরোত্তর উন্নতি ঘটাতে সংযুক্ত করা হয়েছে অনেক সমৃদ্ধ ফিচার। এর মাধ্যমে, উইকি কলাবোরেশানের সহযোগীতায় কোন একটি এন্টারপ্রাইজের প্রোডাক্টিভিটির মান উন্নয়ন করা সম্ভব বলে মনে করেন টেকিরা। আরো আছে কম্যুনিটি পোর্টাল তৈরী করার মত সুবিধা। ড্যাশবোর্ডের মত জনপ্রিয় সিস্টেমের সাহায্যে কলাবোরেশানকে করা হয়েছে আরো সহজ ও সুন্দর এবং এন্টারপ্রাইজের ডায়নামিক রিপোর্ট সোসিয়্যাল এন্টারপ্রাইজের সাথে কলাবোরেট ও করতে পারবেন।

এক্স টাপল

xtuple.jpg

একটি এ্যাওয়ার্ড বিজয়ী ইআরপি সুট। এ্যাকাউন্টিং, সিআরএম সিস্টেম এবং পোষ্ট বুক ইন্টিগ্রেটেড সিস্টেম। বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এমন কি ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও একটি ফুলপ্রুফ এ্যাপ্লিকেশান।

গ্রপ অফিস

groupoffice.jpg

আপনার অফিসকে অনলাইনে শেয়ার করার মত একটি প্রয়োজনীয় টুল। এছাড়াও আপনার ফাইল, প্রোজেক্ট, ক্যালেন্ডার এবং শিডিউল আপনার ক্লাইয়েন্ট এবং সহকর্মীদের সাথে শেয়ার করতে পারবেন। সহজে ব্যবহার করার মত সম্পূর্ণ ক্ষ্টমাইজ একটি টুল যা আপনার বিজনেসকে অনলাইন কলাবোরেশানের পাওয়ার এনে দিতে সাহায্য করবে।

ইনফোরামা

inforama.jpg

একটি ওপেন সোর্স ডকুমেন্ট অটোমেশান সিস্টেম। ডকুমেন্ট টেম্প্লেটস তৈরী এবং ডাটা রানটাইমের সাথে মার্জ করে একদম প্রফেশনালাইজ করে প্রেজেন্ট করার জন্যে এই রকম প্ল্যাটফর্ম খুবই দূর্লভ।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিনটিন ভাই, জটিল টিউন করছেন। আমি এখন একটা একটা করে ট্রাই মারতেছি। 😀

Level 0

xtuple নিয়ে বেশ ঝামেলায় পড়ে গেলাম।

অরেঞ্জ এইচ.আর.এম টা জোস। এমন একটা এপ্লিকেশন যে ওপেন সোর্স হতে পারে, ভাবতেও পারি নি।

আরো অনেক আছে …….. যেগুলো ব্যবহার করলে বোঝা মুশকিল যে ওপেন সোর্স কি না!

Level 0

darun ekta tune korechen tintin via..thx