সিডি ছাড়াই লিনাক্স ইনষ্টল করা

সাধারণত লিনাক্স ঘরনার অপারেটিং সিস্টেম ইনষ্টল করতে হয় সরাসরি সিডি থেকে। কিছু লিনাক্স ডিষ্ট্রো উইন্ডোজ থেকেও ইনষ্টল করা গেলেও তা সিডি থেকে চালাতে হয়, হার্ডডিক্স থেকে চালানো সুযোগ নেই। আপনি যদি ইন্টারনেট থেকে ইমেজ ডাউনলোড করেন বা অন্যকোন ভাবে আপনার হার্ডডিক্সে লিনাক্স ঘরনার কোন অপারেটিং সিস্টেমের ইমেজ থাকে তাহলে অপারেটিং সিস্টেমটি ইনষ্টল করতে হলে ইমেজটি সিডিতে বার্ন করে তারপরে সিডি থেকে ইনষ্টল করতে হয়। তবে ইউনিভার্সেল নেট বুট ইনষ্টলার বা নেটবুটইন সফটওয়্যার দ্বারা লিনাক্স ঘরনার অপারেটিং সিস্টেম হার্ডডিক্স বা ফ্লাশ ডিক্স থেকেই ইনষ্টল করতে পারবেন। এজন্য http://unetbootin.sourceforge.net থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। সফটওয়্যারটি পোর্টেবল তাই ইনষ্টল করার প্রয়োজন নেই। এই সফটওয়্যার ৩২টির মত লিনাক্স ডিষ্ট্রোর প্রায় সবগুলো সংস্করণই এই সমর্থন করে। এই সফটওয়্যার দ্বারা লিনাক্স ডিষ্ট্রোর লাইভ ইউএসবি ডিক্সও তৈরী করা যাবে।

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

@মেহেদী ভাই- ধন্যবাদ ।
আশা করি অনেকে আমার মত উপকৃত হবে ।

লাইন তো ভাই মেগা হওয়া লাগব। হেই কপাল নাই।

বহজবত স কবহজকত;কগজচজ্ব

@ শামীম – এটা কী বাংলায় স্প্যাম?

    আমি এই নামে সদস্য হওয়ার আগেই দেখি আমার নামে স্প্যামিং হইতো ….. 😮

Level 0

শফিউল ভাই আমারও তাই মনে হয় ।

ভালোই একটা কাজের জিনিস দিলেন। ধন্যবাদ।

ভাই আমার হচ্ছে না। এইখানে একটু দেখবেন প্রব্লেমটা কীঃ
https://www.techtunes.io/help-ask/tune-id/133541

আমি অনেক চেষ্টা করে একবার ফেডোরা ইন্সটল করে ছিলাম কিন্তু পরে কন এক কারনে আবার উইন্ডোজ দিতে হয় পরে আবার লিনাক্স ইন্সটল করে ছিলাম কিন্তু আর পারলাম না কার প্রসেস টা ভুলে গেছি