ব্লগার ব্লগের মন্তব্য ফর্মে স্মাইল আইকন ব্যাবাহার করুন | সাথে আমার ইংরেজী ব্লগ রিলিভ

বেশ কদিন ধরে আমার ইংরেজী ব্লগ নিয়ে ব্যাস্ত ছিলাম। এখনও আছি তাই টিউন করতে পারছি না। তবে একটা নতুন বিষয় শিখলাম। এটা নিয়ে টিউন না করে আর পারলাম না। বিষয় হল কি ভাবে ব্লগার ব্লগের মন্তব্য ফর্মে স্মাইল আই কোন ব্যাবহার করা যায়। ডেমো দেখতে আমার ব্লগে যান।
ব্যাপারটা ব্যাপক সোজা তার জন্য প্রথমে আপনার ব্লগার ব্লগে Log in করুণ তার পর তারপর Design> Edit HTM এবং Expand Widget Templates এ টিক চিহ্ন বসিয়ে পুরো টেমপ্লেট খুলে নিন।

এবং < b:if cond="data:post.embedCommentForm"> কোডটা খুজে বের করুন। তার পর এর নিচে নিচের কোডটা বসিয়ে দিন।

<div style='-moz-background-clip: -moz-initial; -moz-background-origin: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; width: 369; text-align: left; border: 1px solid #cccccc; padding: 5px; background: #eeeddf; height:86'>

<b>

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/21.gif' width='18'/> :))

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/71.gif' width='18'/> ;))

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/5.gif' width='18'/> ;;)

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/4.gif' width='18'/> 😀

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/3.gif' width='18'/> 😉

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/10.gif' width='18'/> :p

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/20.gif' width='22'/> :((

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/1.gif' width='18'/> 🙂

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/2.gif' width='18'/> 🙁

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/8.gif' width='18'/> :X

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/12.gif' width='18'/> =((

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/13.gif' width='18'/> 😮

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/7.gif' width='20'/> :-/

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/11.gif' width='18'/> :-*

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/22.gif' width='18'/> 😐

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/35.gif' width='24'/> 8-}

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/100.gif' width='31'/> :)]

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/102.gif' width='44'/> ~x(

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/104.gif' width='30'/> :-t

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/66.gif' width='18'/> b-(

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/62.gif' width='18'/> :-L

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/14.gif' width='34'/> x(

<img border='0' height='18' src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/24.gif' width='30'/> =))

</b>

</div>

এবার </body> নামের কোডটা কে খুজে বের করুন। তারপর এর নিচে নিচের কোডটা বসিয়ে দিন। ব্যাস হয়ে গেল আপনার কাজ।

<script
src='https://sites.google.com/site/neshibly24/tuakurti/smiley.js'
type='text/javascript'/><noscript><a
href="http://blogger-shibly.blogspot.com/" target="_blank"><span
style="font-size: x-small;">Add
Smilies</span></a></noscript>

এইবার আমি কদিন ধরে এটা ইংরেজী ব্লগ লিখছি আপনারদের পরামর্শ চাই। সাইটা সম্পর্কে। http://blogger-shibly.blogspot.com/ । দয়া করে পরামর্শ দিন কোন খারপ দিক দেখতে পেলে জানাবেন।

Level 0

আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম শিবলী। থাকি খাগড়াছড়ির মত সুন্দর একটা জায়গায় আর লেখা-পড়া করি খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে। গ্রাফিক্স এবং ওয়েব ডেভলপিং এ খুব আগ্রহ। নতুন কিছু শিখতে ভালো লাগে। তবে ব্লগিং করতে আরাম পাই Blogger এ। আমার জীবনের স্বপ্ন শুধু বড় হওয়া।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সাইটি খুব ভাল হয়েছে…………..

শিবলী তোমাকে কখনো থানকু দিয়ে শেষ করা যাবে না।কথা আছে তারাতারি চাট এ আসো।

    তখন ওটা ঘুমানোর সময় ছিল। তোর টিমপ্লেট আপডেট করেছি।

খুব সুন্দর হয়েছে শীবলি আপনার সাইটি……..চালিয়ে যান।………

    ধন্যবাদ। ইংরেজীতে আমি কাঁচা তুবুও যাই পারি তা দিয়ে শুরু করেছি।

    সবাই যদি ব্লগিং করে তবে মন্তব্য করবে কে?

মন্তব্য করার জন্য আমরা সবাই ভয় পান কেন।

    আল্লার গজব পড়ুক যারা মন্তব্য করে না তাদের ওপর।

    Level 0

    এটা কি আপনার গজব দেওয়ার জায়গা ???
    আরে ভাই ভাল কাজ করতে থাকেন মরনের আগে না হোক তার পরে ঠিকই পাবেন

    আর হা আপনার এই ধরনের মন্তব্য দৃষ্টিকটু

    শিবলী ভাই মনে দুঃখ পাইলাম আপনার কথা শুনে কাউকেও বদদোয়া দিয়েন্না যদি পারেন ভাল দোয়া কইরেন এবং এটাই উচিত।
    অনেকে ইংরেজী বুঝেনা যেমন আমি নিজেও বুঝিনা এমন কি HTM কিংবা সি প্রোগ্রামিনের কিছুই বুঝিনা এখন বলেন কি মন্তব্য করব আপনার টিউনে না বুঝেকি কোন মন্তব্য করা ঠিক?আমি নিজে বেশীর ভাগ মন্তব্য না বুঝে করিনা,ভাই দয়া করে আমাকে বদদোয়া দিয়েন্না আর আশা করছি আপনার মন্তব্যটা ফিরিয়ে নিবেন ধন্যবাদ।

    আতাউর ভাই মনে কষ্ট নিবেন না বেচারা বুজে উঠতে পারেনি,একজন না বুজে ভূল করলে আমরা কি তাক ক্ষমা করতে
    পারি না প্রথমবারের মত বিবেচনা করে দেখবেন।

    লাকি ভাই আপনিও মাফ করুন তাকে (শিবলি) ভাইকে নতুন হয়তো বুঝতে পারেনি।

    আতাউর ভাই উনি হইতো ভূল বুঘতে পেরছেন ।

    আপনাদের সবার উদ্দশ্যে বলি আমি এই মন্তব্যটা কারও ওপর রাগ হয়ে করি নাই। এটা শুধু একটু মজা করার জন্য করেছি। রাজিব ভাই একটু মজা করে কয়েকটা মন্তব্য করলো। তাই আমি ও একটু মজা করলাম। কিন্তু এই মন্তব্য’টা যে সবাই এত সিরিয়াস ভাবে নিবেন ভাবতে পরি নাই। আমি খুব দুঃখিত, খুবই দুঃখিত। আপনারা যদি বলেন তহলে এই মন্তব্য মুছে দিতে রাজি আছি। করণ আমার প্রিয় মানুষরাই এই মন্তব্যটা কে পছন্দ করছে না। একটু আওয়াজ দেন মন্তব্য মুছে দেব।

    @LuckyFM: ভাইয়া আপনাকে তো মনে হয় বলেছি আমি মন্তব্য পাওয়ার জন্য টিউন করি না। আর আমার টিউনের মান ভালো না তাই টিউনও কম করি। আপনি শুধু একবার বলেন মন্তব্য মুছে দেব।

    @আতাউর রহমান: ভাই আপনাকে দুঃখ দেবার জন্য আমি মনে ভীষণ দুঃখ পেলাম। আমি ওটা এমনি মজা করার জন্য করেছি। আপনারা যদি এত সিরিয়াস ভাবে নিবেন বুঝতে পারতাম তবে করতাম না। আর ভয়ের কিছু নাই আমি বছরে দু’বার নামজ পড়ি। তাই লাগবে না কিছুই লাগবে না, না বদদোয়া না দোয়া। আপনি বলেও আমি মন্তব্যটা মুছে দিব।

    @রাজিব: সব দোষ আপনার আপনি একটু মজা করলেন আমি একটু করলাম। আর হয়ে গেল সব আমার । হা হা হা.. (আশা করি আপনি ফাজলামো বোঝেন)

    ভাই আপনার মনোভাব বুঝতে পারছি অনেক আগেই তাইতো আপনার হয়ে সবার কাছে এতো অনুরোধ করলাম
    তাও কি বুঝেন না?

    আর ভয়ের কিছু নাই আমি বছরে দু’বার নামজ পড়ি। তাই লাগবে না কিছুই লাগবে না, না বদদোয়া না দোয়া।

    ঐ উপরেরটা এটা আবার কি বললেন আপনি মুসলিম হয়ে এমন একটা কথা বলতে পারলেন! তারপরও খুশি হলাম এবং অনুরোধ করতেছি
    পরবরতিতে জুম্মার নামাজগুলো পড়ার জন্য আশা করি অনুরোধটুকু রাখবেন রাখলে খুবখুশি হব।

    আর ভয়ের কিছু নাই আমি বছরে দু’বার নামজ পড়ি। তাই লাগবে না কিছুই লাগবে না, না বদদোয়া না দোয়া।

    ঐ উপরেরটা এটা আবার কি বললেন আপনি মুসলিম হয়ে এমন একটা কথা বলতে পারলেন! তারপরও খুশি হলাম এবং অনুরোধ করতেছি
    পরবরতিতে জুম্মার নামাজগুলো পড়ার জন্য আশা করি অনুরোধটুকু রাখবেন রাখলে খুবখুশি হব।

    না নামাজ পুরোপুরি ধরবো। এনি বড়িতে ভীষণ অশান্তি।

কত মন্তব্য লাগবে আপনার।

৩টা হইছে আর লাগলে বলবেন।

ধন্যবাদ। ভাই আপনার ওয়েব সাইটা আসলেই কাজের। আপনার ওয়েব সাইটের ট্যামপ্লেটটা আমার খুব ভাল লেগেছে। যদি দয়া করে ট্যামপ্লেটটা আমার ই-মেইলঃ [email protected] এ কষ্ট করে পাঠিয়ে দেন তাহলে
খুবই উপকৃত হতাম।
আশা করি আপনি আমার এই ছোট অনুরোধ রাখবেন। আপনার ই-মেইলের অপেক্ষায় থাকলাম।
ধন্যবাদ,
আব্দুর রহিম।

    না রাখবো না। তবে ভয়ের কিছু নাই।
    আমি আপনাকে আরও ভালো অফার দিচ্ছি। আমি আমার এই থিমটা ওয়ার্ডপ্রেস এর Thesis থিম দেখে ডিজাইন (প্রথমে Artisteer Software দিয়ে তারপর কাস্টমাইজ করেছি) করেছি। আর আমার টা http://www.mattcutts.com/ সাইটের ডিজাইন দেখে তৈরি। আপনি যদি চান তবে আমি আপনাকে আামার থিম এর লেআউট পরিবর্তন করে একটা দুইটা কলাম কমিয়ে বাড়িয়ে কিংবা জায়গা বদল করে। কালার বদল করে দিতে পারি। তবে শর্ত আছে নিচে ডিজাইন বাই যে লেখাটা আছে সেটা মুছতে পারবেন না। আর আমাকে একটা ব্যাং লিং দিতে হবে। যদি রাজি থাকেন তাহলে আছি।
    আর আপনার কোন রকম সমস্যা হলে আমি সাহায্যও করবো।

    আপনি বলেছিলেনঃ
    না রাখবো না। তবে ভয়ের কিছু নাই।
    আমি আপনাকে আরও ভালো অফার দিচ্ছি। আমি আমার এই থিমটা ওয়ার্ডপ্রেস এর Thesis থিম দেখে ডিজাইন (প্রথমে Artisteer Software দিয়ে তারপর কাস্টমাইজ করেছি) করেছি। আর আমার টা http://www.mattcutts.com/ সাইটের ডিজাইন দেখে তৈরি। আপনি যদি চান তবে আমি আপনাকে আামার থিম এর লেআউট পরিবর্তন করে একটা দুইটা কলাম কমিয়ে বাড়িয়ে কিংবা জায়গা বদল করে। কালার বদল করে দিতে পারি। তবে শর্ত আছে নিচে ডিজাইন বাই যে লেখাটা আছে সেটা মুছতে পারবেন না। আর আমাকে একটা ব্যাং লিং দিতে হবে। যদি রাজি থাকেন তাহলে আছি।
    আর আপনার কোন রকম সমস্যা হলে আমি সাহায্যও করবো।

    ===================================================
    ভাইয়া আমি রাজি। আমার মেইলঃ [email protected]
    ===================================================

শিবলী ভাই তুমি খুব রাগি মানুষ, ্যাক তোমার সাইটা খুবেই সুন্দর হয়েছে। ধন্যবাদ তোমাকে।

    নাহ্ আমার রাগ নাই। এটাই আমার একমাত্র গুন। আমার মনে হয় রাগ হবার জন্য যে হরমন দরকার সেটা আমার নাই। আপনিও আমাকে চিনলে না, হায়! দুঃখ পাবার হরমনটা মনে হয় আছে।

শি্বলি ভাই এটাকি ঠিক হল। আমরা সবাই সবার শুভাকাঙি এভাবে কোন কমেন্ট করবেন না এবং কোন কমেন্টের উত্তর ও দিবেন না ।
আসলে আমরা সবাই সবার জন্য,কারো ভাল লাগলে কমেন্ট করবে আর না লাগলে করবে না সেটাই স্বাভাবিক তবে খারাপ কমেন্ট করার
চেয়ে বিরত থাকা আমি মে করি উত্তম,আপনাকে ধন্যবাদ।

    এটা কি আর গ্রামিন ফোন বোঝে। কাল ০.২ KB- ০.৫ KB বলেন এত গতি নিয়ে কি আর টেকটিউস্ এ আসা যায়?

শিবলি ভাই এম্ন কোন মন্তব্য করবেন না যা কিনা টিকটিউন নীতিমালার পরপন্থি,স্বরন রাখবেন,আল্লাহ হাফেজ।

    হায় হায়! হয়েন না মানে আল্লাহ হাফেজ একেবার হয়েন না। মন্তব্য গুলোর উত্তর দিয়েছি যে, পড়েন একটু কষ্ট করে। আর গ্রামিন ফোন কে বদদোয়া দেন।

শিবলী ভাই আপনার ইমেইল এড্রেসটা দেন অথবা আমাকে [email protected] এই মেইলে একটি মেইল করেন আপনার সাথে আমার একটু দরকার ছিল।

    আপনি আমকে ইমেল করুন তো। আমার একটু সমস্যা হয়েছে আমার ইমেল [email protected]

< b:if cond="data:post.embedCommentForm"> ভাই এই কোডটা খুজে পেলাম না ।
অনেক পুরোনো পোষ্ট জাগানোর জন্য দুঃখিত ।