একটি প্রস্তাব…

আমি "টেকটিউনস" কর্তৃপক্ষ এবং টেকটিউনস পরিবারের সকল সদস্যদের নিকট একটি প্রস্তাব উপস্হাপন করছি, তা হচ্ছে যদি এমন একটি সাইট চালুর ব্যবস্থা করা হয়, যেখানে আমরা সবাই নিজেদের কবিতা, গল্প, উপন্যাস, স্মৃতির ডায়েরী, জীবন থেকে নেয়া প্রভৃতি বিষয় নিয়ে সাজানো পারি । হাজারো প্রতিবন্ধকতার কারণে অনেক সৃজনশীল মানুষ আছেন, যাদের সৃষ্টিশীলতা প্রকাশ করতে পারেন না । আর তাদেরই জন্য আমার এই উদার্ত্ত আহবান।

সকল সৃষ্টির পেছনে থাকে একটি সুচিন্তনীয় পরিকল্পনা, সময় উপযোগী সিদ্ধান্ত এবং কার্যকরী উদ্যোগ গ্রহন ।

আর বিশ্বাস করি, সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহন এবং কার্যকরী উদ্যোগ গ্রহন করার মাধ্যমে কেউ না কেউ অবশ্যই এগিয়ে আসবেন ।

জানি না, এটা "টেকটিউনস" এর সাথে কতটা সঙ্গতিপূর্ণ; তার পরেও বলবো টেকটিউনস পরিবারের সকল বন্ধুরা তাদের মূল্যবান মতামত প্রদান করতে ভুল করবেন না ।

Level 0

আমি শামীম আঋফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

থেমে যাব বলে তো স্বপ্ন দেখিনি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এগুলোর জন্য অনেক সাইট আছে

সামু ব্লগে যান আপনি

এখানে সাহিত্য আসলে আমি চলে যাবো। এতো ফাও টাইম মানুষ কই যে পায় ???????

হ্যা সামহোয়ায়ার ইন এর মত্ এমন অনেক বাংলা ব্লগিং প্লাটফর্ম আছে যেখানে এগুলোর জন্য আলাদা বিভাগ বা পেজ থাকে…. আমি যতদূর বুঝতে পারি টেকটিউনস ভিন্নতা আনতে একটি তথ্যপ্রযুক্তির জন্য বিশেষভাবে ডেডিকেটেড ব্লগিং প্লাটফর্ম তৈরীর উধ্যেগ নিয়েছে

আরিফ ভাই প্রথমে আপনার থেকে কিছু প্রকাশ করেন। তারপর আপনার প্রকাশনা দেখে অন্যরা প্রকাশ করতে আগ্রহ জন্মাবে। আর আপনি যেটা প্রকাশ করবেন সেটা যে কোন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিবেন। আগে আপনার মনের ভিতরে যা আছে তা প্রকাশ করেন। তার আস্তে আস্তে অন্যরা প্রকাশ করতে শুরু করবে।

Aarif ভাই আপনার চিন্তা গুলো খুব ভাল। কিন্তু এসবের জন্য বাংলায় অনেক সাইট আছে।

আরিফ ভাইয়া, আপনাকে সুসংবাদটা দিতে ইচ্ছে করছে। নিজেদের স্বরচিত গল্প, কবিতা, প্রবন্ধ, রচনা, রিপোর্ট, রিভিউ, আর্টিক্যাল কিংবা জীবনের ডায়েরী, স্মৃতিচারণ, অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে লেখার জন্য “অনলাইন বাংলা সাহিত্য, সংবাদ ও বিনোদন ম্যাগাজিন বিবর্তন”-এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আরো জানতে ফোন করুন ০১৯১১৯১১১২২

http://bn.biborton.com

ব্লগ এবং বিবর্তনের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আশা করছি সেগুলো আপনি বুঝতে পারবেন।

আমাদের সাইটের (বিবর্তন) বেটা সংস্করণ আসছে শীঘ্রই। এখন যেটি লাইভ দেখতে পাচ্ছেন সেটা বিবর্তন এর আলফা সংস্করণ। খুব শীঘ্রই বেটা সংস্করণ প্রকাশিত হবে যেখানে আপনার লেখা আপনি নিজেই সাবমিট করতে পারবেন। তার আগ পর্যন্ত লেখা ইমেইল কিংবা চিঠির মাধ্যমে পাঠাতে পারবেন। বিস্তারিত জানতে সাইট ভিজিট কিংবা ফোন করার অনুরোধ রইল।

Level 0

আমি মনে করি কবিতা, গল্প, উপন্যাস, মানুষের ধ্যান ধারনার বহি প্রকাশ সেটা যদি কোন ব্লগে প্রকাশ করা যায় সেটা আরও ভাল । কিন্ত সেটা টেকটিউনে উচিৎ হবে না আর SHameem Aarif ভাই ওটা প্রন্তাব করেন নি উনি একটা নতুন সাইট এর কথা বলেছেন । যেহেতু আগেই জানতে পেরেছেন যে এ জাতীয় কয়েকটি সাইট আছে সেখানে ওগুলো প্রকাশ করা শ্রেয় । আমি / আমরা আপনার লেখা গুলো দেখার অপেক্ষায় রইলাম ।ধন্যবাদ SHameem Aarif ভাই কে ।

আমার লেখা প্রসঙ্গে এখন পর্যন্ত যারা মতামত প্রদান করেছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচছা। আসলে এটি ছিল একটি পর্যালোচনা ভিত্তিক জরিপ।

“এখানে কেউ বলেছেন সাহিত্য আসলে চলে যাবেন; আবার কেউ বলেছেন টেকটিউন এ এগুলো আনা ঠিক হবে না; আবার কেউবা বিভিন্ন ব্লগের উদ্ধৃতি প্রদান করেছেন। আশা করি এসব আপনাদের সুচিন্তিত মতামত; কিন্তু তার পরেও বলতে হয়, অনেকে হয় লিখাটি বুঝে পড়েননি, না হয় সবটুকু পড়েননি”।

আমি বলেছি, যদি নূতন কোন ব্লগ চালু করা যায়; যেটা তৈরি করবে টেকটিউন পরিবারের কোন এক বন্ধু; সেটা টেকটিউন ভিত্তিক হবে এমনটি নয় বরং সম্পূর্ণ পৃথক। আশা করি যারা বুঝেননি, তারা বুঝতে পেরেছেন।

সবাইকে ধন্যবাদ।