IDM (Internet Download Manager) এর নতুন Version [ FULL ] কারো লাগবে নাকি?

টেকটিউনস নতুন করে ফিরে আসার পর আজ প্রথম লিখতে বসলাম। অনেকদিন পর প্রিয় টিটি কে ফিরে পেয়ে খুব ভাল লাগছে।
তবে জানি না কতদিনের জন্য(?) পেলাম। কারণ কিছুদিন থেকে দেখছি- ১দিন আছে তো ৫দিন নেই...। Moderator দের কাছে এই সমস্যার স্থায়ী সমাধান চাই।
যাই হোক, এবার মূল কথায় আসি......।
যারা নিয়মিত Internet Use করে, তাদের প্রায়ই অনেককিছু ডাউনলোড করতে হয়। আর যারা নিয়মিত ডাউনলোড করে, তারা প্রায় সবাই জানে যে Download Manager এর ক্ষেত্রে এখন পর্যন্ত একচ্ছত্র রাজত্ত করছে যে, তার নাম হল- Internet Download Manager বা সংক্ষেপে IDM. এটি আসলেই খুবই দরকারি একটি সফটওয়্যার। এর অসাধারন সব Feature এবং এর  User Friendly Interface একে করে তুলেছে তুমুল জনপ্রিয়।
কিছুদিন আগে এর নতুন Version~6.02beta বের হয়েছে। সেটি নিয়েই আমার আজকের টিউন।

আসুন দেখি এই version এ কি কি নতুন Feature যোগ হল-

  • আগের Version এর কিছু Important Bug এই Version এ Fix করা হয়েছে।
  • আগের Version এ IDM এর কারনে কোন কোন সময় কিছু ওয়েবপেজ ভুলভাবে প্রদর্শিত হত। এই Version এ এমনটি আর হবে না।
  • আগের Version এ Advanced integration driver এর কারনে কোন কোন সময় System crash করত। এটি এই Version এ Fix করা হয়েছে।
      এধরনের অনেক ফিচার নিয়ে এবারের IDM এর নতুন পথচলা।
      নতুন ফিচারের কথা নাহয় বাদই দিলাম। সময়ের সাথে নিজেকে Updated তো রাখতে হবে, তাইনা??

    তাই আর চিন্তা ভাবনা না করে এখান থেকে IDM ডাউনলোড করে নিন। Download করতে নিচের ছবিতে দেখানো Button এ ক্লিক করুন

    যদি ইতিমধ্যে ডাউনলোড করে থাকেন, তাহলে নিশ্চই আপনার মন খারাপ হয়ে গেছে? নিশ্চই ভাবছেন- আরে এটা তো Trail ভার্সন, এটা দিয়ে কি করব, মাত্র ১মাস মেয়াদ...ইত্যাদি...ইত্যাদি।
    হ্যা, মন খারাপ হওয়ার কথাই বটে। জনপ্রিয় এই সফটওয়্যার টি ফ্রী নয়। এর অনেক দাম। বাংলাদেশি টাকায় প্রায় ২০০০ টাকা! যা আমাদের মত সাধারন User দের পক্ষে কিনে ব্যবহার করা বেশ কঠিন।
    তাই বলে কি আমরা কি এর সার্ভিস থেকে বঞ্চিত থাকব?? মোটেই না! আমি আপনার জন্য Full Version এর ব্যবস্থা করেছি।

    আসুন trail Mode কে Full Version Mode এ বদলে ফেলি

  • প্রথমে এখান থেকে Zip File টি ডাউনলোড করে নিন।
  • Zip File টিকে Extract করার পর এর মধ্যে Patch ও Keygen নামে দুটি File পাবেন।
  • File দুটি কপি করে ইন্সটলেশন ফোল্ডারে Paste করে দিন। (Default ভাবে- C:\Program Files\Internet Download Manager)
  • এবার প্রথমে Patch File টিতে ডাবল ক্লিক করে Patch Button এ ক্লিক করুন এবং Patch হয়ে গেলে Exit করুন।
  • এবার Keygen ফাইল টিতে ডাবল ক্লিক করে Generate Button এ ক্লিক করলে একটি Serial পাবেন। সেটি কপি করুন।
  • IDM Open করে Registration Tab এ ক্লিক করে সিরিয়াল এর জায়গায় প্রাপ্ত সিরিয়াল টি Paste করুন। বাদবাকি Information আপনার ইচ্ছামত দিন। (যেমন E-mail) এবং Register/ok Button এ ক্লিক করুন।
  • ব্যস পেয়ে গেলেন IDM এর Full Version. সবকিছু ঠিকঠাক থাকলে নিচের ছবির মত দেখাবে-


    আমার টিউনটি পরার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।
    ওহ......Sorry.... আর একটু বাকি আছে......।

    আপনাদের সবার কাছে আমার একটি প্রশ্ন। আশা সবাই উত্তর দিবেনঃ--

    আমার টিউন টি আপনার কাছে কেমন লাগল???

Level 2

আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কারো লাগে নাই।তয় আমার কিন্তু লাগবো।টেংকু হিমু মামা

টিউনটি খুবই ভাল হইছে আমি ডাউনলোড করেছি,আপনাকে অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য।

    আতাউর ভাই, আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য

লাগবো না।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

টেংকু ভাইয়ের টেংকামি
AVG ধইরা দিছে ঠেঙ্গানী ( !! Malware Detected !!)

    যেহূতু Crack, তাই ভাইরাস হিসাবে ধরতেই পারে। ভয় পাইয়েন না।

    আমার ভয় পাবার কোন কারণ নাই , কারণ আমি Cracks টি ব্যবহার করি নাই। তবে আপনি যেহেতু Cracks টি ব্যবহার করেছেন , সেহেতু পরবর্তী Windows Setup না দেওয়া পর্যন্ত – কোন ই-মেইল বা Blogger বা Adsense বা অন্য এই ধরনের সাইটে Log-In করা থেকে অবশ্যই বিরত থাকিবেন । না হলে এই অধমের কথাটি সত্যি হলেও হয়ে যেতে পারে !! কারণ এটি হলো Malware !!

    নিচেরটি ব্যবহার করতে পারেন।
    https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/23705/

    মাছরাঙা, thanks, জানানোর জনন।

    রুহুল ভাই, আপনার ফাইল টি দিয়ে কাজ চালানো যাবে। তবে সমসসা করবে।
    অভীত ভাই, আশা করি সমাধান পেয়ে গেছেন।
    বাদবাকি সবাইকে thanx কমেন্ট করার জনন।

    Level 0

    Bro,

    My Norton Internet Security License Key Version also treats as virus.

    So I am not gonna take risk too in my brand new laptop.

    😀

Level 0

বেটা ভার্শনের মানে হল টেস্টিং ভার্শন,
ফুলটা বেরুক তারপর ইন-শাল্লাহ

ভাই,আমি IDM version: 5.19 Build 3 ব্যাবহার করি।আমার UPS নাই, আমি আমার এই IDM দিয়ে যখন কিছু ডাউনলোড করি,তখন হঠাৎ বিদ্যুৎ চলে গেলে যখন আবার পিসি অন করি, তখন সেই ফাইলটি IDM এর list থেকে চলে যায়,এটা রিজিউম ক্যাপাবল ওয়ালা লিঙ্ক থাকলেও হয়।যার ফলে অনেক ডাউনলোড ফাইল ৯৫%/৯৬%/৯৮%…… ডাউনলোড হয়ে গিয়েছিলো,কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ায় আর আমার UPS না থাকায় পিসি অন করে দেখি সেই ফাইলটি list থেকে চলে গেছে,দুঃখে আমার চোখে পানি চলে এসেছিলো।এটার সমাধান কি? নতুন এইটা তে কি এই সমস্যা ঠিক হইছে?ভাই চেক করে যানান।

    এই সমস্যা আমার ও আগে হতো। আসলে এটার একটা হাল্কা পাতলা সমাধান আছে। রিজিউম ক্যাপাবিলিটী না থাকলে সমাধান নাই, তবে রিজিউম ক্যাপাবিলিটী থাকলে একটা সমাধান আছে। তা হ্ল , রিজিউম ক্যাপাবিলিটীর ডাউনলোড গুলো ডাউনলোড থাকা অবস্থায় একবার ডাউনলোড টেবিল টা একবার close করে নিবেন। তাহলে যেটা হবে আপনার ডাউনলোড ফাইল টা নিশ্চিত ভাবে IDM এর list এ চলে যাবে।
    এরপর সেখান থেকে আবার resume download দিন। এবার বিদ্যুৎ চলে গেলেও ঐ download টা আর IDM এর list থেকে চলে যাবার সাহস পাবেনা।

    এরকম অবস্থায় ডাউনলোড রিজিউম করার জন্য আপানাকে ঐ ফাইলের রেফারেন্স লিংকটা অর্থাত্‍ যে লিংকটা ব্যবহার করে আপনি প্রথমবার ডাউনলোড লিংকটা পেয়েছিলেন সেই লিংকটা পুনরায় ব্রাউজারে চালাতে হবে। এরফলে আপনি ফাইলটার একটা নতুন ডাউনলোড লিংক পাবেন। আপনি যদি ভালোভাবে লক্ষ করেন তাহলে দেখতে পাবেন যে পূর্বের ডাউনলোড লিংক এবং এই ডাউনলোড লিংক ভিন্ন। এবার আপনি যেই ডাউনলোড ম্যানেজার দিয়ে ফাইলটা ডাউনলোড করছিলেন (ধরে নিচ্ছি Internet Download Manager) তার ডাউনলোড লিস্ট থেকে ঐ ফাইলটার নামের উপর রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন। এবার এই Properties উইন্ডোর Referer বক্সে ঐ রেফারেন্স লিংকটা এবং Address বক্সে নতুন ডাউনলোড লিংকটা প্রবেশ করিয়ে এরপর Resume বাটনে ক্লিক করুন। দেখবেন কোন ঝামেলা ছাড়াই পুনরায় ডাউনলোড শুরু হয়ে গেছে।

    E rokom tu deki nai . . .

টিউনটি বেশ সুন্দর হয়েছে। যেহেতু এটা IDM এর নতুন ভার্সন আমার মনে হয় অনেকেরই কাজে আসবে, ধন্যবাদ।

বেটা ভার্শন তাই সাহস কম পাই। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভালো আর দরকারি টিউন। কাজে লাগানোর ইচ্ছা আছে। আসলটা বের হোক !

Level 0

হিমু ভাই, ধন্যবাদ টিউনটির জন্য………….. কিন্তু ভারসন ৬.০২ বেটা কয়েক দিন পরে রেজিট্রি কি সমস্যা করে ।

    আপনার কথা ঠিক। কিছুটা সমস্যা করে ।

Thanks…..হিমু ভাই…….

হিমু ভাই, কিছু মনে করবেন না। ফুল ভার্শন করার এই ক্রাক ফাইল ও এর এই জটিল প্রোসেস আমার কাছে মোটেই ভাল লাগেনি। আমার সংগ্রহকৃত ফাইলটি শেয়ার করলাম। এর সহজবোধ্যতা অনেক বেশী———
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/23705/
অথবা
http://rabangla.blogspot.com/2010/04/blog-post_29.html
(আইডিএম এর সকল ভার্শনের ক্রাক ফাইল, নিশ্চিত ফুল ভার্শন)

[email protected]
https://www.techtunes.io/tuner/rf/

    নারে ভাই, কিছু মনে করব কেন??
    তবে আপনি যদি সহজবোধ্যতার পূজারী হোন, তবে এই ফাইল লোড দেন- http://www.mediafire.com/?ip0x264ea6dwxw2
    কোন Crack/Serial করার ঝামেলা নাই। ইন্সটল দিলেই ঝামেলা শেস। full version পেয়ে জাবেন। এটা Pre-cracked version.
    আশা করি কাজে লাগবে।

সুন্দর টিউন। চালিয়ে জান। ধন্যবাদ।

    ঐ মিয়া আমারে কি বাশটা দিলেন। সবকিছুর করার কয়েক ঘন্টা পরে বলতাছে আপনার আইডিএম সিরিয়াল ফেক, এর পর আবার এই ভার্শন এবং অন্যটাও ট্রাই করছি, বলতাছে ১৫ দিন খামুশ থাকেন। আমি সম্পূর্ন রূপে আনইন্সটল করেছি, তারপরেও দেখছি এটা দেখায়, আমি অহন কি করমু।:((

    এই ভার্সন যদি সমসসা করে, তাহলে আগের ভার্সন এ এই crack use করতে পারেন। আশা করি problem হবে না- https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/23705/

    Level 0

    পরিপুর্ণ সমাধান এখানে পাবেন

    সফটয়ার রিমোভ করার ১ম+২য় উপায়
    http://luckyfm.cz.cc/?p=242

আমার কাজে লেগেছে। ধন্যবাদ।

    লাকি এফ এম ভাই ,
    আমি আমার আইডিএম কিছুতেই পুনরায় চালু করতে পারছি না। আপনার দেখানো মতে এটি করেছি, কোনো লাভ হয়নি। আবার ইন্সটল করতে গেলে, ঐ একই কথা বলে, যে “internet download manger has not been registered for 15 days.IDM is existing”
    কি করা যায়?

    ভাই, আপনি মনে হয় আমার উপর রেগে আছেন। একটু মাথা ঠান্ডা করে এই crack- https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/23705/ use করে দেখেন। (যদি version 5.19) use করে থাকেন। আপনার মেসেজ টি জাতে না আসে, এ উদ্দেসসেই এটি বানানো হয়। আমি অনেকদিন থেকে use করছি।

    না হিমু ভাই রাগ করিনি। আপনি তো উপকারই করতে চেয়েছেন। ওনেকেই উপক্রত হয়েছে। তবে আমরটা আমি লাকি ভাই আর আপনার ,দুইজনের সমাধান মিক্স করে সমাধান করেছি। এখন ঠিক আছে। ধন্যবাদ আপনাকে।

Level 0

Zip File টিকে Extract করার পর Patch ও Keygen ভাইরাস খাইয়া ফেলে কি করুম।

সুন্দর টিউনস ও কাজের Software ,আপনাকে অনেক ধন্যবাদ

ভাল লাগল ভাইয়া। আর ভাল টিউন করবেন। ধন্যবাদ আপনাকে।

    তানভীর ও সুখন ভাই, আপনাদের ও ধন্যবাদ।

হিমু ভাই এতো সুন্দর করে লিখেছেন বুঝতে একটও কষ্ট হয়নি ।
ধন্যবাদ সুন্দর টিউন্টার জন্য।

পুরোটা বের হোক।

ভাই এটাকে কি আপডেট করা যাবে?জানাবেন প্লিজ।

    Level 0

    যেহেতু আমরা ম্যক্সিমাম ইউজাররা ক্র্যাক ব্যবহার করি, তাই আপনি আপডেট করলে কোম্পানি তা ধরে ফেলবে
    তাই ভুলেও আপডেট করবেননা

ধন্যবাদ রাজিব ভাই, আপডেট না করাই ভাল।

Level 0

টিউন ভাল হয়েছে। ধন্যবাদ।

Level 0

FATAFATI POST.I give u 10000000000000000000000 thanks.

Level 0

I have downloaded Idm 6.02 beta version and when i was trying to make it full version i follow all your instruction but i never make it full version.It shows the serial number is a fake serial number or the number is blocked.So How you think that everybody will trust you ? I never trust you now anymore.you are doing fraud here.Dont give such post in next time.If you have any solution just know me.I never say your post was wrong but your post about making it full version what you have given is totally delivering malware virus to others pc.So be careful.

At 1st I have to say that it dosent matter if u believe me or not. If i wish, i can “”RePLy”” you, but I won’t. Coz as far as I know, abusing people is not allowed here.
Anyway, if this version isn’t working, then try this- http://www.mediafire.com/?ip0x264ea6dwxw2
Or try this crack for version 5.19- https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/23705/

Level 0

I am sorry for my comment about your post.Bro i was so upset after seeing the result that the serial number was fake.May be you u can check my 1st comment i gave u 10000000000000000thanks but believe me i don’t want to hurt you.I just wanna tell you the serial number was wrong .but thanks for the reply and i will try IDM 5.19 see whats happened .

Internet Download Manager has been registered with a fake serial number or the serial number has been blocked. This massage is shown what can i do?

ভাইজান আগে বলেন Version~6.03betaয় কাজ করবে কিনা?

amio dite chaicilam IDM ar register version niye akta post….:D well done himu. anyways….eta thik moto kaj korche?

আসলে সমস্যাটা অন্যখানে। যারা আগে থেকেই অন্য IDM এর version use করছে, তারাও Crack use করছে। ফলে তাদের কী ফাইল রেজিস্ট্রীতে রয়ে গেছে। ফলে নতুন version ইন্সটল দেয়ার পরে Fake Serial দেখাচ্ছে। তবে এটার সমাধানও পেয়ে গেছি। আমি নিজে আগে টেস্ট করে টিউন্টা খুব তারাতারি আপডেট করব।
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

Vai,beta version a problem hoi

Level 0

bhai disan vhalo kotha. Ato threat kano? (Infostealer.Lineage) Just chak ur file… thanks for the tune….

apnake osesh donnobad

vai ai crack to IDMv5.19 aoooo kaj kore….thanks bro…..