ক্রেডিট কার্ড ছাড়াই, ফ্রিতে গেইম খেলতে চান! এখানেই পাবেন ৭ টি ফ্রি গেইমস কোন খরছ ছাড়া

বর্তমানে মোবাইল ফোন একটি অতি প্রয়োজনীয় বা আবশ্যকীয় ডিভাইস বলতে পারেন। আর সেই ফোনে কোন গেইমস নেই, বিশ্বাস করা কঠিন। প্রত্যেক ফোনে কোন না কোন গেইমস থাকেই সেটা অ্যান্ড্রয়েড হোক বা আইফোন। আর আমরা সবাই কম বেশি গেইমস খেলতেই থাকি, কেউ বা সময় কাটানোর জন্য বা কেউ না খেল্লেই নয়।

কিন্তু এই গেইমস গুলো বিশেষ করে যা খুব জনপ্রিয় যেমন Angry Birds, Candy crush এর মত গেইমস গুলো কখনো কখনো কেনার দরকার হয়। কিন্তু আমাদের দেশের কয়জনই পারি আমাদের পকেট থেকে টাকা খরচ করার, শুধু গেইমস এর জন্য।

তাই আজকে আমি এখানে কিছু গেইমস নিয়ে আলোচনা করব যা একেবারেই ফ্রি এবং থাকবে না কোন বাড়তি এড। আশা করি ভাল লাগবে।

Lego Bionicle Mask Of Creation

Lego Bionicle Mask Of Creation গেইমটি তৈরি করেছে Toymaker। এটি বাচ্চাদের জন্য খুবই ভাল এবং নিরাপদ গেইমে। Lego Bionicle Mask Of Creation আপনাকে গেমটি কেনার দুশ্চিন্তা থেকেও দূরে রাখবে এবং কোন ধরনের এড বিরক্তিকর হয়ে উঠবে না।

এই ফাইটিং গেইম এ প্রথমে ছয়টি চরিত্র রয়েছে যার মধ্য থেকে আপনাকে যে কোন একটি নিয়ে খেলতে হবে এবং এখানে ৭১ টি অ্যারেনা দিয়ে সাজানো হয়েছে। প্রত্যেকবার জয়ের পর নতুন ব্লক পাওয়া যাবে যা চরিত্রের সাথে যুক্ত করে যোদ্বাকে আরও শক্তিশালি করে তুলবে।

Dumb Ways To Die

Dumb Ways To Die গেইমটি কিছু সুন্দর সুন্দর চরিত্র সম্বলিত যারা কোন সতর্কতা ছাড়া নিজেদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায়। গেইমের এই চরিত্র গুলো দেখতে সুন্দর হলেও এরা নিতান্তই বোকা স্বভাবের। বিপদের মুখে পড়ে তারা বুঝতে পারে না কি করা উচিত, আর আপনার কাজ হল ওদেরকে বিপদ থেকে বাচান।

এই গেইমটি খেলার জন্য আপনাকে কখন দ্রুত দৌড়াতে হবে আবার কখন দ্রুত লাফাতে বা সরাতে হবে অথবা অন্যদের কাছ থেকে বাচাতে হবে তাদের। গেইমটি যত উপরের লেভেল এ যাবেন তত কঠিন থেকে কঠিনতর হতে থাকবে। আশা করি গেইমটি আপনাদের ভাল লাগবে।

Trainyard Express

Trainyard Express গেইমটি অনেকটা puzzle টাইপ হলেও এটি তার চাইতেও বেশি কিছু। এটি রীতিমত আপনাকে পাগল করে তুলবে। এখানে আপনাকে ৬০ টি লেভেলে খেলতে হবে যেখানে আপনাকে ট্রেইনের শুরু থেকে তার গন্তব্য পর্যন্ত লাইন ঠিক করে দিতে হবে বিভিন্ন ভাবে সাথে কালার ম্যচিং সহ।

শুনতে যত কঠিন মনে হচ্ছে আসলে এটি তার চাইতে আরো সহজ। খেলেই দেখুন আপনার গন্তব্যে পৌছাতে পারেন কিনা।

Lego Ninjago Rebooted

Lego গেইমটি আপনার কাছে পর্যাপ্ত মনে হচ্ছে নাতো। তাহলে এই Ninjago আপনাকে একটু সস্তি দেবে। এটি মুলত Lego Ninjago universe এর সংস্করণ বলা যায় যেখানে আপনি Kai, Cole, Jay অথবা Zane কে নিয়ে খেলতে পারেন।

এই গেইমটি উপর নিচ এবং আড়াআড়ি দুই ভাবে খেলতে হবে। তবে এই গেইমের কিছু অ্যারেনা আপনার একই মনে হতে পারে। যাই হোক একবার Ninja হয়েই দেখুন।

PewPew

PewPew গেইমটি কিছুটা পুরান সেই আগের কম্পিউটার এর ডস টাইপ এর গেইম এর অনুভুতি এনে দিবে।

এটি অনেকটা স্টার ওয়ার টাইপের ও বটে, যদি আপনি এই টাইপ এর খেলা যেমন  Geometry Wars খেলে থাকেন তাহলে এটি আপনাকে নিরাশ করবে না।

Mmm Fingers

আপনি নিশ্চয়ই আপনার হাতের আঙ্গুল ছাড়া ভাবতেই পারেন না, কিন্তু যদি আপনার এই হাতের আঙ্গুলকে মনস্টার এর কাছ থেকে বাচাতে হয় তাহলে। হ্যা, Mmm Fingers গেইমটিতে আপনাকে যেভাবেই হোক আপনার হাতের আঙ্গুলকে বাচাতে হবে মনস্টার এর হাত থেকে।

এখানে আপনার হাত হিসেবে একটি হাত স্ক্রিনে দেখা যাবে এবং স্ক্রিনের উপর টাচ রেখে অনবরত সরিয়ে নিতে হবে যাতে মনস্টার এর গায়ে না লাগে। এভাবে গেইমটি ততক্ষন খেলা যাবে যতক্ষন মনস্টার আপনার হাতকে খেয়ে ফেলছে। তবে যত খেলতে থাকবেন তত কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে আপনাকে। সুতরাং আপনার আঙ্গুলকে বাচিয়ে খেলতে থাকুন।

Traal

আপনি অন্ধকারকে ভয় পান? আর যদি এখানেও থাকে মনস্টার তাহলেত কথাই নেই। একেবারে ভয়াবহ পরিস্থিতে নিয়ে যাবে আপনাকে এই গেইমটি। Traal গেইমে আপনাকে ছেড়ে দেয়া হবে মনস্টার আর ভুতের অন্ধকার রাজ্যে যেখানে আপনার সঙ্গি শুধু একটি টর্চ লাইট। আপনাকে সেই অন্ধকারে সামনে এগিয়ে যেতে হবে বিভিন্ন বাধা পেরিয়ে, কিন্তু সাবধান যাতে মনস্টার বা ভুতের চখে যাতে আলো না পড়ে।

টর্চ লাইটের আলোতে তারা আপনাকে দেখে ফেলবে এবং তখন তারা আপনার পিছু ছুটবে। যত সামনে এগুতে থাকবেন তত পরিস্থিতি জটিল হতে থাকবে। আর এর ব্যক গ্রাউন্ড মিউজিক আপনাকে লোম জাগান অনুভুতি দিবে। তাহলে আর দেরি কেন নেমে পরুন এই ত্রিলিং গেইমটিতে।

আশা করি এই গেইম গুলো আপনাদের ভাল লাগবে, আর যাই হোক অর্থ খরচ করতে হবে না এবং বাড়তি এড এর ঝামেলা পোহাতে হবে না। তাহলে খেলতে থাকুন।

Level 0

আমি সালাহউদ্দিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস