পর্ব ৩:-সাইবার ক্রাইমের ভিক্টিম হওয়ার পেছনে কিছু কারণ। (পার্ট ১)

(আগের পর্বগুলো পেতে আমার টিউনার আইডি চেক করুন)

সাইবার ক্রাইম আপনাআপনি থেকে কিন্তু হয়না।সাইবার ক্রাইম হয় বিভিন্ন কারণে।তবে আপনি কোন ক্যাটাগরিতে পরেন তা আপনার নিজের বুঝে নিতে হবে এবং নিজের মত করেই প্রতিরোধ গড়ে তুলতে হবে!

ক্যাটাগরি ১:- ব্যক্তিগত আক্রোশ

বিভিন্ন সাইবার ক্রাইম স্পেশালিষ্টদের সাথে কথা বলে জানা যায় তারা কিছু মেসেজ পায় প্রায়ই "ভাই/আপু আমার ফেসবুক আইডি/ইমেইল হ্যাক হয়েছে। আইডি নিয়ে রেখে দিয়েছে। কোনভাবেই কিছু করতে পারছিনা। এমনকি রিকভার করার সব মুছে দিয়েছে।

এখানে প্রথমেই যে প্রশ্নটি আসে তা হল কেউ এমনিতেই আপনার আইডি হ্যাক করে রেখে দিবে আর কিছু করবেনা এমন তো হতে পারেনা!তার মানে কারও ব্যক্তিগত স্বার্থ উদ্ধারেই সে এমন করেছে। এই ক্যাটাগরিতে এটাকার হিসেবে যারা পরে তারা হল আপনার গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড,বন্ধু-বান্ধবী,আত্নীয়স্বজন,অফিসের কলিগ ইত্যাদি। অর্থাৎ যাদের সাথে আপনাদের প্রতিনিয়ত উঠাবসা

প্রতিকার:-কোন অবস্থাতেই নিজেকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করা যাবেনা। মেইল/ফেসবুক আইডি খুলতে জানেন না?যে খুলে দিচ্ছে জেনে নিন কিভাবে খুলতে হয়। যেন এরপর আপনি আরেকটি মেইল ব্যবহার করে তা রিকভার করতে পারেন। আর যদি আরেকটু চালাক হয়ে থাকেন তবে ইউটিউবে দেখে নিন কিভাবে কি করতে হয়!বন্ধু-বান্ধবী বা কাছের কেউ যদি হঠাৎ করেই একটু ভিন্ন ব্যবহার করে তবে তার দেওয়া লিংক/অ্যাপ এড়িয়ে যান। আপনারই মঙ্গল হবে

ক্যাটাগরি ২:- অর্থের বিনিময়ে কাজ করে যারা

এরা একটু ভিন্ন টাইপের এদের উদ্দেশ্যই থাকে কিভাবে কার থেকে কত টাকা খসানো যায়।আপনি আপনার আইডি/মেইল দিয়ে স্পর্শকাতর কিছু আদান-প্রদান করতে পারেন। তারা এসবকে মূল হাতিয়ার বানিয়ে আপনার থেকে চড়া মূল্য হাতিয়ে নিতে চাইবে। নাহলে সেসব তথ্য ছড়িয়ে দেওয়ার হুমকি তো আছেই!!এদের হ্যাক করার পেছনে আর কোন বিশেষ কারণ থাকেনা

প্রতিকার

ঘাবড়াবেন না,অর্থ চাইলে তা দেওয়ার জন্য রাজি থাকুন। তবে অবশ্যই তার আগে আপনার এলাকার নিজস্ব থানায় তা জানিয়ে রাখুন। মনে রাখবেন আইন আছে কিন্তু আমরা তা মানি না বা মানার জন্য জোর দেই না। এর জন্যই কিন্তু অপরাধ বেড়েই চলছে।সুতরাং না ঘাবড়িয়ে প্রথমেই থানায় যোগাযোগ করুন।

আপনার বয়স ১৮ এর নিচে হলে আপনার পরিবারের বড় কারও সহায়তা নিন!মনে রাখবেন ১-২ দিন বকাঝকা খাওয়া অনেক ভাল নিজের মান সম্মান একেবারে খোয়ানো থেকে। নিজের আইডি সিকিউরড করুন,আলতুফালতু অ্যাপ ব্যবহার থেকে সংযত থাকুন। (আইডি সিকিউর কিভাবে করতে পারেন সে ব্যাপারে পরে আলোচনা করা হবে)

দীর্ঘ সময় নষ্ট করার জন্য ধন্যবাদ। আশা করি কিছু শিখতে পেরেছেন। পরবর্তী টিউনের অপেক্ষায় থাকুন এবং কপি পেস্ট হতে বিরত থাকুন।

ফেসবুক আইডিঃ-https://www.facebook.com/hsf677

ধন্যবাদ

Level New

আমি হাসান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোট থেকেই ভিন্ন স্বপ্ন দেখছি।এই শিক্ষা ব্যবস্থার বাঁধ ভেঙ্গে কিছু করে দেখাতে চাই।দেখাতে চাই বয়স কোন বাধা হতে পারেনা যদি ইচ্ছে থাকে।সমাজ ও পরিবেশের বিপরীতে চলতে থাকা আমি ছোট থেকেই টেকনোলজি আর এর সিকিউরিটির ব্যাপারে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করছি।জানিনা কবে বলতে পারবো এখন একটু পারি।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এখন এসেছি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস