বাংলাদেশ এর সবচেয়ে বড় ৫ টি অনলাইন শপ ও এই নমেম্বর মাসে তাদের বিশেষ অফার

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আমরা এখন অনেকেই অনলাইন এ কেনাকাটাই করতে চাই। কিন্তু আমাদের মাঝে কনফিউশন থাকে কোন সাইট থেকে কেনাকাটা করা যায় কিংবা কোন সাইটগুল ট্রাস্টেড কিংবা প্রোডাক্ট কোয়ালিটিই বা কেমন! তাই আজ আমি বাংলাদেশের প্রথম সারির কিছু অনলাই শপিং সাইট এর লিস্ট দিচ্ছি যা কিনা আপনাদের অনলাইন কেনাকাটায় সাহায্য করবে

 

১/daraz bd : জার্মান বেইজড কোম্পানি রকেট ইন্টারনেট এর আরেকটি শপিং সাইট। দারাজ বাংলাদেশ এর সব চেয়ে বড় অনলাইন শপ। এখানে মোবাইল, টিবি, ফ্রিজ, জামা কাপড় প্রায় সবই পাবেন সুলভ মুল্যে এবং সার্ভিস ও মোটামোটি অনেক ভালো।

এখানে এই মাসের ১৭-২৭ নম্বের বিশেষ অফার চলছে, এই অফারে সর্বচ্চ ৭৫% ডিস্কাউন্ট পাবেন। সাইট লিং https://goo.gl/LwUWpe

 

২/ ajkerdeal : বাংলাদেশ ভিত্তিক প্রথম বাংলা ই-কমার্স এবং বাংলাদেশি মালিকানায় বাংলাদেশি প্রথম ই-কমার্স সাইট আজকেরডিল ডট কম। আজকের ডিল বাংলাদেশ এর দ্বিতীয় বৃহৎ অনলাইন মার্কেট প্লেস। দারাজ এর মত এখানেও প্রায় নিত্য প্রয়োজনীয় সকল কিছুই পাবেন। এখানেও বিশেষ অফার চলিছে। বিভিন্ন পন্য কিনে পেতে পারেন বিশেষ ছাড়। সাইট লিং http://bit.ly/2n3UhOC

 

 

৩/pikabo : মোবাইল ও ইলেক্ট্রনিক জিনিশ যদি ক্রয় করতে চান তাহলে চোখ বুজে এখানে চলে যান, এখানে প্রায় সকলেই পন্য কিনে সন্তুষ্ট। সাইট লিং

http://bit.ly/2A8XocH

 

৪/Rokomari :অনলাইন এ বই কিনার কথা ভাবছেন? তাহলে রকমারি তে একবার আপনাকে প্রবেশ করতেই হবে। শুধুমাত্র অনলাইন বই কিনার জন্যে বাংলাদেশি সাইট রকমারি ডট কম. এখানেও চলছে বিশেষ অফার।

http://bit.ly/2A7iIQb

 

৫/ chal dal : চাল ডাল ডট কম, অনলাইনে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য বলতে গেলে সেরা। তাদের সার্ভিস অনেক ভালো, রাজধানীর নির্দিষ্ট এরিয়াগুলোতে মাত্র ১ ঘন্টার মধ্যে পণ্য সরবরাহ করে তারা।

সাইট লিং : http://bit.ly/2AbyHun

 

এই সাইট গুলো থেকে আপনি সরাসরি ওয়েব সাইট এ গিয়ে যেকোনো পন্য কিনতে পারবেন অথবা এদের ফেসবুক পেজ, গ্রুপ অথবা এদের সরাসরি কল করেও অর্ডার করতে পারবেন।

 

(ব্রি:দ্র: অনলাইন থেকে পন্য কিনবেন নিজের ইচ্ছাতে এর জন্য আমি অথবা টেকটিউন দায়ি থাকিবে না)

 

ত আজকে এই পর্যন্তই, আগামি পর্বে হাজির হব ইনশাল্লাহ, অনলাইন মার্কেটিং করে কিভাবে ইনকাম করবেন।

কোন প্রশ্ন জিজ্ঞাসা থাকলে টিউমেন্ট করবেন।

Level 0

আমি আরিফ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস