টেকটিউনস মডারেটর এবং অথোরিটির দৃষ্টি আকর্ষন করছি

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

টেকটিউনসে আমি একজন নব্য টিউনার কিন্তু ভিজিটর বহু আগে হতেই.মনে পড়ে যখন আমি সিম্বিয়ান মোবাইল দিয়েই টেকটিউনস, সামু আর ক্যাডেট কলেজ ব্লগের নিয়মিত পাঠক ছিলাম;, সে এক অন্যরকম অনুভূতি!

ইদানিং টেকটিউনসে টেকনোলোজি রিলেটেড টিউন এর তুলনায় প্রোমোটিং আর বিজ্ঞাপণে ছেয়ে গিয়েছে; স্পন্সর বিজ্ঞাপণ নয় বরং সস্তা মানের কিছু কিছু টিউনার লেখার ভেতর নিজের ওয়েবসাইট কিংবা ব্লগ সাইটের ভিজিটর বাড়ানোর টিউনিং, নিজের ইউটিউবের ভিউয়ার বাড়ানোর ধান্দা কিংবা নিতান্তই স্ক্যাম করার জন্য টেকটিউনসকে ব্যবহার করছেন।

এই যেমনি ৪ লাইনের টিউন লিখেই বিস্তারিত জানতে তার ওয়েবসাইটে টিউন পড়ুন.কি বিজ্ঞাপণ মাইরি!
আবার ৭ দিনে ১ লক্ষ টাকা আয় করার টিক্সস জানতে তার হোয়্যাসএপে মেসেজিং করতে হবে নয়তো অমুক তমুক সাইটে একাউন্ট খুলতে হবে!
চ্যাম্পক্যাশের পাবলিকেরা তো রেফার বাড়ানোর জন্য পায়ে পড়ি পড়ি অবস্থা; মাঝখান হতে টেকটিউনসসির মান আর অবস্থায় মরি মরি!

এক সময়ের রুবেল ভাই, সেন্টু ভাই আর মেহেদী ভাইয়ের টিউন পড়ে হিংসা হতো.কতোই না মেধাবী টিউনার ছিলেন তারা; আফসোস!
এভাবে চলতে থাকলে একসময় টেকটিউনস যেমনি জনপ্রিয়তা হারাবে তেমনি ভিজিটরেরা আগ্রহ হারাবে তাতে টেকটিউনস অথোরিটির বিজন্যেস ম্যানুউফেলচারাল ক্ষতি হবে এটা তো সুনিশ্চিত।

আমি জানি টেকটিউনস মডারেটর প্যানেল স্পামিং বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখেন তবে একটা স্পামিং টিউন করার ২ ঘন্টা পর টিউন ডিলিট করলে তাতে যে ১০০০ ভিজিট হলো শুধু তাইনা বরং ১০০০ ভিজিটরের খারাপ মনোভবের স্বীকার হলো টেকটিউনস।
আবার একজন স্পামার যে কেবলমাত্র একটি আইডি ব্যান হলেই হারিয়ে যায় তা তো নয় বরং ভিন্ন একাউন্ট খুলে আবার স্পামিং করে.একটা একাউন্ট খোলা তো আর কঠিন কিছু না।

তাই একটি ভিভাইস হতে আইপি এড্রেস মার্ক করে তা হতে লিমিটেড সার্ভ এজ একাউন্ট ক্রিয়েশন আবশ্যক যেন টেকটিউনস স্পামিং আর স্ক্যামিং মুক্ত হয়।
একজন টিউনার অবশ্যই তার ব্রিলিয়্যান্ট টিউনের বিনিময়ে পপুলারিটি এবং সৌজন্য সুবিধা পাবে এটা স্বাভাবিক তবে তার মানে তো এই নয় যে সুযোগে টেকটিউনসকে ট্যাকলা টিউনস বানিয়ে নিজেরা ফায়দা লুটবে!

আশা করি টেকটিউনস অথোরিটি এবং মডারেটর প্যানেল আশু উপযুক্ত ব্যবস্থা নিয়ে "টেকটিউনসকে মুক্ত টেকনোলজির প্লাটফর্ম" হিসেবে গড়ে তুলবেন।

আর ভিজিটরদের উচিত এহেন ফালতু, সস্তা মানের টিউনার এর স্ক্যাম আর স্ক্যাম হতে বিরত থাকা এবং টেকটিউনস'কে অবগত করা, আপনারা ওমুক লিংকের তমুক ওয়েবসাইট ভিজিট করবেন না; লোভে পড়ে আউটসোর্সিং করতে গিয়ে ভুয়া সাইটে ভুক্তভোগী হবেন না; ইউটিউব ভিডিয়ার বাড়াতে অসু্স্থ (মানি সিকার পাবলিক) এর ভিডিও দেখবেন না.তাহলেই স্পামারদের দৌড়াত্ম শেষ হবে।

সর্বোপরি টেউটিউনস এর উত্তরোত্তর উন্নতি কামনা করি

Level 0

আমি অ্যানোনিমাস হ্যাকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Techtunes কে আমরা বিশ্বাসযোগ্য একটা সাইট জানি কিন্তু এর মদ্ধে এইসব করে সাইট এর পরিবেশ নষ্ট হচ্ছে

    টেকটিউনসে ইতিমধ্যেই ‘Techtunes Screen’ অপশন যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে আপনি পারসোনালাইজ করতে পারবেন আপনি কি, কোন, কার টিউন দেখতে চান এবং সে টিউন গুলোই দেখবেন। ‘Techtunes Screen’ ব্যবহারের ঘোষণা খুব শীঘ্রই প্রকাশ করা হবে।

টেকটিউনসে ইতিমধ্যেই ‘Techtunes Screen’ অপশন যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে আপনি পারসোনালাইজ করতে পারবেন আপনি কি, কোন, কার টিউন দেখতে চান এবং সে টিউন গুলোই দেখবেন। ‘Techtunes Screen’ ব্যবহারের ঘোষণা খুব শীঘ্রই প্রকাশ করা হবে।

ধন্যবাদ দারুণ লিখেছেন, অবশ্য আমি চেয়েছিলাম লিখতে তবে আপনি যখন লিখেছেন দারুণ হয়েছে, আবারো ধন্যবাদ।