কানেক্টটেড থাকা ওয়াইফাই স্পিড বাড়িয়ে নিন আগের থেকে দিগুন

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

শুভ সকাল
আশা করি সবাই ভালো আছেন।

আমরা বাসা-বাড়িতে সবাই কম-বেশি
ওয়াইফাই চালাই কিন্তু মাঝে মাঝে এই
ওয়াইফাই স্পিড যে এতো ধীর গতি বা
সোলো হয়ে যায় যে ওয়াইফাই চালাতে
একটা বিরক্তিকর লাগে কিন্তু তখন কি
করবেন, ভেবে কিছু ই আর পান না।
এক সময় আপনি বিরক্ত হয়ে ওয়াইফাই
চালানো বন্দ করে দেন।
তো আজ থেকে আর বিরক্ত হওয়া লাগবে না,
আজ আপনাদের মাঝে এমন একটি অ্যাপস
দিবো আর কখনো আপনার ওয়াইফাই স্পিড
কম হবে না। যখন স্পিড কম পাবেন
তখনই বোস্টিং করলে আপনার স্পিড আগের থেকে অনেক গুন স্পিড পাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে playstore থেকে wifi Singnal Booster + এই অ্যাপসটি
ডাউনলোড করে নিবেন।
1.Step:অ্যাপসটি ওপেন করে দেখতে পাবেন আপনার কানেক্টটেড
থাকা ওয়াইফাই স্পিড। স্পিড এর থেকে বেশি পাওয়ার জন্য Boost Connection এ ট্যাব করুন।

2.Step:দেখেন Boosting হচ্ছে।

3.Step:দেখতে পাচ্ছেন ওয়াইফাই Boosted হয়ে গিয়েছে। এখন আগের থেকে অনেক স্পিড পাওয়া যাবে।

4.Step:কি দেখলেন আগে ছিল ৫০% স্পিড আর এখন ১০০% স্পিড বেড়ে গিয়েছে।

তো ফেরেন্ডস এভাবে আপনি আপনার কানেক্টটেড থাকা ওয়াইফাই স্পিড অনেক বাড়িয়ে নিতে পারবেন আশা করি বিষয়টি সবার কাছে ভালো লেগেছে।
এরপর ও যদি না বুঝেন তাহলে
নিচের ভিডিও টি দেখতে পারেন।

সময় পেলে একটা Subscribed করবেন আশা করি।

Level 0

আমি জিত্তু বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস