মন্তব্য দিন: বাংলাদেশ বিশ্বকাপে 2য় রাউন্ডে উঠতে পারে নাই

আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমাদের দেশের ক্রিকেট টিম অনেক উন্নতি করছে। কিন্তু তার জলজ্যান্ত প্রমাণ পাওয়া গেল আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের ম্যাচ দেখে। আপনাদের কি মনে হয় না আফতাব, অলক কপালিরা থাকলে আমাদের বাংলাদেশের খেলাটা অন্য রকম হতে পারতো?

Comments plz

একটা জরীপে দেখা গেছে বাংলাদেশ টি20 ক্রিকেটে প্রথম 5 অভারে রান তোলার ক্ষেত্রে সবার উপরে আর শেষ 5 অভারে রান তোলার ক্ষেত্রে সবার নিচে। তারপরও কথা আছে। প্রথম 5 অভারে রান তোলার কৃতিত্ব একমাত্র আফতাব আহমেদের। কারণ তার কল্যানেই এই জরীপে বাংলাদেশ প্রথমে আছে। তাইলে বুঝুন বাংলাদেশের অবস্থা। আমার তো মনে হয় ফয়সাল ভাই-ই ঠিক বলছে ওরা তো খেলতে যায় নাই গেছে ঘুরতে।

আরেকটা মজার খবর হচ্ছে বিশ্ববিখ্যাত অষ্ট্রেলিয়া এবার বিশ্বকাপ সিরিজটি শুধু মাঠের দর্শক হয়ে দেখতে হবে। কারণ তারা শুধু বিশ্বকাপ খেলতে আসে নাই অ্যাশেজ সিরিজও খেলতে আইছে। তাই পুরো বিশ্বকাপ মাঠে দেখা ছাড়া আর কি উপায় আছে বলুন।

Level 0

আমি Shaeed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ও আপনার সাথে এক মত। টিউন টা করার জন্য ধন্যবাদ দিলাম না কারন আপনি বাংলাদেশের হারার কথা টা আবারও মনে করিয়ে দিলেন… এটা সত্যি দুঃখজনক।আর মেজাজ টাও খারাপ হয়ে গেছে।

ওরা খেলতে গেলেই না মতামত দিব! ওরা তো খেলার নামে ঘুরতে গিয়েছিল!! ঘুরার সময় শেষ তো এখন ঢাকায় ফিরে আসবে!

ধুর প্রযুক্তি ধ্যানে মগ্ন ছিলাম। এমন একটা জ্বালাময়ী টপিক এনে ধ্যান ভঙ্গ করে দিলেন

সত্যিই খুব খারাপ লাগলো. কিনতু বাংলাদেশ দলের মূল সমস্যা ছিল লো্য়ার ব্যাটিং। আশা করি আইসিএল ফেরত খেলোয়ারদের দ্বারা সেটা দূর হবে। (এই দল শুধু আশা করাতেই শিখাল)

বাংলাদেশের আয়ারল্যান্ড এর কাছ থেকে অনেক কিছু শিখার আছে।

জানিনা আমাদের আশরাফুল পেসার রুবেল হোসেন কে কেন এত ভালবাসে। বরাবার সে বাংলাদেশরে ডোবায় তারপরও সে বাবার বাংলাদেশ কে ডোবানোর জন্য তাকে দায়িত্ব দেয়। ন্যাড়া একবার বেলতলায় যায় কিন্তু আশরাফুল কয়বার যায়? রাজ এর স্পেল বাকী থাকেতেও রুবেল কে দিয়ে শেষদিকে বল করানো, রাজিব কে বাদ দিয়ে রুবেল কে খেলানো এবং এবং আশরাফুল একবার লাইফ পাবার পরও একই ভাবে স্লিপে আবারও ইচ্ছাকৃত ক্যাচ দেয়া এর কারন কি? আইপিএল এ গিয়ে আশরাফুল এর সাথে কোন ম্যাচ বুকার এর এরসাথে পরিচয় হয়েছে কিনা বা কোন চুক্তি হয়েছে কিনা সেটা তদন্ত করার দরকার বিসিবির এই ম্যাচের ভিডিও আবার দেখে।

বাদা ছাদা অধিনায়ক তাকে তাহ েল আশা কর েত পাির আমরা আরো হারব। তার পরো আমরা ন্যাড়া ভাই-েক িদ েয় ম্যাচ েখলাব।

“যত গর্জে তত বর্ষে না” – টাইগারদের সেনাপতি আশরাফুল (বিলাই)

Level 0

এইগুলা রে এবার সামনে পাইলে জুতা দিয়ে পিঠামো!!!!

Level 0

আমার মতে, mahamudulla, rifiqul, rubel , and musfiq এদের মত player – bangladeshe কোন দরকার নেই। আর bangladesh প্রস্তুতি match অনেক ভাল খেলে এবং bangladesh এর সেটাই খেল্ উচিত।

এরা বিয়ে শাদি করা ছাড়া আর কিছুই কি পারে না ।ইচরে পাকা পোলাপান কতগুলো

মঈন ভাই একদম ঠিক বলেছেন। এদের গার্ডিয়ানদের বোঝা উচিত যে এদের সবে মাত্র ক্যারিয়ার গড়ার সময় প্রেম পিরিতি করে বিয়ে করার সময় নয়। এদের সেল্প কন্ট্রোলই নাই খেলা কন্ট্রোল করবে কি?????????

আমি টিউনটি পড়ে পড়লেও সবার সাথে একমত,তবে চরম সত্যি কথা বলছেন রুবেল ভাই।