কথার ভীড়ে না হারিয়ে নিরাপদ ও মানসম্মত রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি কলেজে ভর্তি নিশ্চিত করুন

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

নানা মানুষের নানা কথা। এত কথার ভীড়ে না হারিয়ে নিরাপদ ও মানসম্মত রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি কলেজে ভর্তি নিশ্চিত করুন ও সুন্দর ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে যান।

☆ College Code - 1210, EIIN - 133736, Gulshan Thana, Dhaka 1212 ☆
আজই আমাদের ক্যাম্পাস দর্শনের জন্য চলে আসুন।
আমাদের ঠিকানা: ক্যাম্পাস-০২, বাড়ি ০২, রোড ০১, নিকুঞ্জ ০২, খিলক্ষেত, ঢাকা-১২২৯। ক্যাম্পাস-০১, বাড়ি ১৯, রোড ০৩, নিকুঞ্জ ০২, খিলক্ষেত, ঢাকা-১২২৯

আমাদের ফোন করুনঃ ০১৭৩৩৩৬১০০০, ০১৭১৯৬৯২৯৯৫, ০১৭৩৩৩৬১০০৯, ০১৯১১০০৩৪২৪, ০১৭৩৩৩৬১০০১
আমাদের ওয়েবসাইট : http://residentiallaboratorycollege.edu.bd/

আমাদের রয়েছেঃ
✓ ফলপ্রসূ পাঠ পরিকল্পনা
✓ অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক
✓ প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক
✓ দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাস
✓ গাইড টিচার
✓ ছাত্রীদের জন্য পৃথক ক্লাসের ব্যবস্থা
✓ শ্রেণি কক্ষে প্রোজেক্টর, অডিও সাউন্ড সিস্টেম
✓ গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা
✓ আবাসিক হোস্টেল এবং হোস্টেলের ছাত্রছাত্রীদের জন্য অভিজ্ঞ শিক্ষক - শিক্ষিকা দ্বারা বিষয়ভিত্তিক বিশেষ নাইট কেয়ার (সন্ধ্যা ৭টা হতে রাত ১০টা)
✓ অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও বিজ্ঞানাগার
✓ আধুনিক কম্পিউটার ও শিক্ষার্থীদের জন্য অনলাইন সুবিধা
✓ শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাস রুম
✓ স্ট্যান্ডবাই জেনারেটার ও সিসি ক্যামেরা দ্বারা সর্বক্ষণিক ক্যাম্পাস মনিটরিং এর ব্যবস্থা
☆☆☆ আমাদের কোন শিক্ষার্থীকেই প্রাইভেট পড়তে হয় না ☆☆☆

আমাদের কলেজে ভর্তি আবেদন প্রক্রিয়াঃ
☆☆☆ আমাদের কলেজে ভর্তির নিশ্চয়তা পেতে আপনার প্রথম চয়েসে আমাদের কলেজকে নির্বাচন করুন। কারণ আমাদের কলেজে অসংখ্য GPA 5 প্রাপ্ত শিক্ষার্থী ওয়েটিং লিস্টে থাকে ☆☆☆
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার জন্য প্রত্যেক শিক্ষার্থী ২টি পদ্ধতি অবলম্বন করতে পারবেন (১) এসএমএসের মাধ্যমে এবং (২)ইন্টারনেটের মাধ্যমে

(১) এসএমএসের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন

 প্রথম ধাপ: মোবাইলের মেসেজ অপশনে যান

 দ্বিতীয় ধাপ: এরপর CAD <স্পেস> কলেজ EIIN <স্পেস> ভর্তিচ্ছুক গ্রুপের প্রথম লেটার লিখুন <স্পেস> আপনার বোর্ডের প্রথম 3 টি অক্ষর <স্পেস> এসএসসি রোল নম্বর <স্পেস> এসএসসি / সমমানের পরীক্ষার বছর পাস <পছন্দের শিফট> Shift <স্পেস> ভার্সন <স্পেস> কোটা পাঠিয়ে 16২২২ তে পাঠিয়ে দিন
Example: CAD 133736 S DHA 12XXXXX 2018 M B FQ Send it to 16222
[☆ সকল বোর্ডের প্রথম তিনটি অক্ষর: ঢাকা বোর্ড = DHA, কুমিল্লা বোর্ড = COM, রাজশাহী বোর্ড = RAJ, যশোর বোর্ড = JES, চট্টগ্রাম বোর্ড = CHI, বরিশাল বোর্ড = BAR, সিলেট বোর্ড = SYL, মাদ্রাসা বোর্ড = MAD, দিনাজপুর বোর্ড = DIN
☆ গ্রুপ শর্ট কোড: S – সায়েন্স, B – বিজনেস স্টাডিজ, H – হিউম্যানিটিস,
☆ সংস্করণ / মাধ্যম সংক্ষিপ্ত কোড: B – বাংলা, E – ইংরেজী
☆ শিফট শর্ট কোড: M – মর্নিং Shift, D – ডে শিফট, E – সান্ধ্য Shift, N – যদি কোনও Shift না থাকে
☆ কোটার সংক্ষিপ্ত কোড: FQ- মুক্তিযোদ্ধা কোটা, EQ- শিশু কোটা, SQ- বিশেষ কোটা]

 তৃতীয় ধাপ: সফলভাবে আবেদন করার পরে আবেদনকারী PIN নম্বর সহ ফিরতি এসএমএস পাবেন। এর পর আপনাকে পেমেন্ট সম্পর্কিত তথ্য দিতে হবে ফিরতি এস এম এসে

 চতুর্থ ধাপ: আপনার টেলিটক মোবাইলে নির্দিষ্ট পরিমানের বেশি টাকা রিচার্জ করুন এবং এসএমএস লিখুন:

CAD <স্পেস> YES <স্পেস> PIN নম্বর <স্পেস> যোগাযোগের মোবাইল নং এবং 16২২২ তে পাঠান

 পঞ্চম ধাপ: আপনার মোবাইলে ফিরতি এসএমএস পাবেন, যেখানে প্রার্থীর নাম এবং ট্র্যাক নাম্বার উল্লেখ থাকবে।

☆ অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনে প্রত্যেক শিক্ষার্থীকে ১৫০ টাকা দিতে হবে। এছাড়া শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে আবেদনের জন্য প্রতি কলেজের জন্য ১২০ টাকা জমা দিতে হবে। উল্লেখ্য যে অনলাইনে এবং এসএমএস মিলে একজন শিক্ষার্থীকে সর্বচ্চ ১০টি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন। এসএমএসে আবেদন ফি জমা দেয়ার পরে শিক্ষার্থীদের তাদের নিজস্ব PIN কোড সংরক্ষণ করতে হবে কারণ এটি পরবর্তী ভর্তি প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

☆ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ক্ষেত্রে যদি উক্ত কলেজের কোন শিফট না থাকে তবে “N” লিখুন, এছাড়া আপনি যদি কোন কোটায় না পরেন তবে এসএমএসে কোটা টাইপ করার প্রয়োজন নেই, ফাঁকা রাখুন।

আজই আমাদের ক্যাম্পাস দর্শনের জন্য চলে আসুন।
আমাদের ঠিকানা: ক্যাম্পাস-০২, বাড়ি ০২, রোড ০১, নিকুঞ্জ ০২, খিলক্ষেত, ঢাকা-১২২৯। ক্যাম্পাস-০১, বাড়ি ১৯, রোড ০৩, নিকুঞ্জ ০২, খিলক্ষেত, ঢাকা-১২২৯

আমাদের ওয়েবসাইট :http://residentiallaboratorycollege.edu.bd/

Best college in Bangladesh | Best college in Dhaka | Top college in Bangladesh | Top college in Dhaka

Level 0

আমি আরএল সি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার ব্র্যান্ড, পণ্য ও সেবার সুষ্ঠু প্রচারণা করতে Techtunes Advertising – tAds এর সহয়তা নিন।

বিশ্ব ব্যাপি ৪ কোটি কমিউনিটির কাছে পৌঁছান আপনার ব্র্যান্ড। আপনার পণ্য আর সেবার তৈরি করুন আন্তর্জাতিক পরিচিতি টেকটিউনসের স্মার্ট ও হাই-পারফরমেন্স ব্যানার এড ও ‘স্পন্সরড টিউন’ এর মাধ্যমে।

Techtunes Advertising – tAds এর মাধ্যমে এডভার্টাইজমেন্ট করতে https://www.techtunes.io/buy লিংকে ক্লিক করুন।