ভৌতিক ম্যাগাজিন ভূতাজিন এর জন্য গল্প, কবিতা, লেখা, ছবি নেওয়া হচ্ছে

নিম্নোক্ত ক্যাটাগরিতে লেখা নেওয়া হবে

১ ভূত সাক্ষাৎ (সত্যি ঘটনা নিয়ে ভৌতিক গল্প) প্রতিমাসে ২টি সত্যি ঘটনার গল্প থাকবে আমাদের ম্যাগাজিনে। সর্বনিন্ম ১৫০০ শব্দের গল্প হতে হবে। বানান নির্ভুল হতে হবে।

২ ভৌতিক গল্প (ভুত নিয়ে কাল্পনিক গল্প) লেখকের কল্পনা থেকে সর্বনিন্ম ২০০০ শব্দের মোট ৩টি এবং একটি বড় সর্বনিন্ম ৪০০০ শব্দের ভুতের গল্প থাকবে।

৩  রহস্য গল্প (যে কোন রহস্য গল্প) সর্বনিন্ম ২৫০০ শব্দের মোট দুটি রহস্য গল্প।

৪ রোমান্টিক গল্প সর্বনিন্ম ২৫০০ শব্দের মোট দুটি রোমান্টিক গল্প থাকবে।

৫ ভূতুরে রস (ভুত নিয়ে কৌতুক) মোট ৫ টি কৌতুক থাকবে।

৬ ভূত আলাপ (ভুত নিয়ে লেখকের কথা) ভুত নিয়ে প্রতি মাসে একজন লেখকের মন্তব্য ছাপা হবে।

৭ রঙ তুলিতে ভূত (হাতে আকা ভুতের ছবি) ৪টি ভুতের ছবি থাকবে পাঠকদের আকা)

৮ ভূত ও বিজ্ঞান (ভুত ও বিজ্ঞান নিয়ে আর্টিকেল) ভুত ও বিজ্ঞান নিয়ে ২০০০ শব্দের একটি আর্টিকেল থাকবে।

৯ ভূতুনুবাদ (বিদেশি ভুতের গল্প অনুবাদ) বিদেশি ভুত বা রহস্য গল্প অনুবাদ থাকবে।

১০ ভূবিতা (ভুত নিয়ে কবিতা) ভুত নিয়ে ২টি এবং একট অন্য যেকোন বিষয় নিয়ে কবিতা থাকবে।

১১ নব্য ভূত/ভূতু (নতুন লেখক/লেখিকার গল্প) ২টি নতুন লেখক/লেখিকার গল্প দেওয়া হবে। যে কোন বিষয় নিয়ে লেখা দিতে পারবেন জমা দিতে এখানে দেখুন ভূতাজিন ম্যাগাজিনে নিজের আকা ছবি, গল্প, কবিতা জমা দিন

উপরোক্ত ১০ টি বিষয়ে আপনি আপনার লেখা পাঠাতে পারবেন। কপি করা গল্প গ্রহনযোগ্য নয়। কেউ কপি করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। লেখার সাথে লেখকের নাম ও ছবি প্রকাশ করা হবে। কেউ না চাইলে সেক্ষেত্রে আলাদা সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন লেখক দের অগ্রাধিকার বেশি। আরো জানতে চোখ রাখুন গল্প কবিতা ইবুক লাইব্রেরিতে

Level 0

আমি এজাজ রিসান। bhootgoyenda.blogspot.com, Bhootgoyenda Blog বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দিনের বেশির ভাগ সময়-ই কাটে ব্লগে আর ফেবুতে


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস