ঈদে ভিন্ন উপহারে চমকে দিন সবাইকে!

দেখতে দেখতে চলে এলো ঈদ। কেনাকাটা প্রায় শেষ প্রান্তে। ঈদ বলে কথা। নিজেকে কীভাবে সাযাবেন, ঈদে কাকে কী উপহার দিবেন এসব নিয়ে নানা চিন্তা কাজ করছে। প্রিয়জন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে কি দিলে এক ঝলকে খুশী করা যায়? পোশাক তো সবাই দেয়, আপনি দিন ভিন্ন কিছু। আজ আপনার জন্য এনেছি এমনই কিছু গিফট আইডিয়া-

বাবার জন্য
বাবা সেই মানুষ যিনি নিজের জন্য কিছুই না কিনে সারাজীবন আমাদের শুধু দিয়ে গেছেন। তাকে আর কবে আমরা কি দিতে পেরেছি! তাই খেয়াল করুন, কোন জিনিসটা তার খুব দরকার। হয়ত চশমার ফ্রেমটা বদলান না অনেক দিন হলো। অথবা আগে সখ করে হাত ঘড়ি পড়তেন, এখন আর পড়েন না। বাবার এমন অনেক দরকারি জিনিস আছে যা তার দরকারি হলেও তিনি কিনছেন না। সেই জিনিসটি তাকে এবার ইপহার দিন।

মায়ের জন্য
মায়ের মত কে আর আছে আপন আমাদের? নতুন সংসারে কত সখ বিসর্জন দিয়েই তিনি আমাদের প্রানপ্রিয় মা। মা যখন তরুণী ছিলেন কি করতেন ঈদে? কেমন পোশাক পড়তে বা চুল বাধতেন? মাকে ফিরিয়ে দিন তার ফেলে আসা দিনের ঈদ। তেমন একটি শাড়ি বা খোপার কাটার সাথে সুরভিত প্রিয় ফুল দিয়ে মাকে উপহার দিন।

ভাই-বোনের জন্য
ঈদের মত বড় উৎসব আর জন্মদিন ছাড়া উপহার তেমন দেওয়া হয় না ভাই-বোনকে। তাই বোনকে জিজ্ঞেস করে জেনে নিন কসমেটিক্স, বই বা সিডির কি লিস্ট বানিয়ে রেখেছে সে! ভাই ও তাই। তাদের কাছ থেকে জেনেই ঈদের দিনে চোখে পড়ার মত চমৎকার একটি অনুসংগ কিনে চমকে দিতে পারেন কিন্তু!

সঙ্গী
আপনার প্রিয় সঙ্গীকেও তো দেওয়া চাই ঈদের উপহার! নারী-পুরুষ ভেদে অবশ্যই উপহারও আলাদাই হবে। একটা সারপ্রাইজ দিন তাকে। ঈদের দিন খাওয়ান পছন্দের রেস্তোরাঁয়। একটা ভ্রমণ পরিকল্পনা করুন। ফাকা ঢাকায় রিকশা ভ্রমণ অথবা ঢাকার বাইরে কোথাও। সময় দিন। সময়ের বড় উপহার নেই। সাথে ফুল, চকলেট, ব্রেসলেট, মানিব্যাগ, টেডি বিয়ার ইত্যাদি যে কোন কিছু দিতে পারেন।

বন্ধু-বান্ধব
বন্ধু নেই এমন মানুষ ভাবাই যায় না। বন্ধু ছাড়া অনেকেরই আবার জীবর চলে না। তবে বন্ধুদের জন্য চাই আড্ডাবাজি। একসাথে কোনো সিনেমা দেখতে যেতে পারেন। সিনামার টিকেটের দায়িত্ব আপনার। অথবা আয়োজন করে ফেলুন একটা ক্যাজুয়াল পার্টি। গিফট যে শুধু বস্তুই হবে এমন কোনো কথা নেই। বন্ধু কি পছন্দ করে তার প্রাধান্য দিন।

এসকল উপহার নিরাপদে কিনুন অনলাইন থেকে.এখনই কিনতে এখানে ক্লিক করুন

Level 0

আমি অতিথি পাখি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস